ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব নাকচ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মিল মালিকরা ভোজ্য তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা বাড়ানোর যে প্রস্তাব দিয়েছিলেন, তা নাকচ করে দিয়েছে বাংলাদেশ ট্যারিফ কমিশন।

কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সার্বিক দিক বিবেচনা করে মিল মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত দেশের বাজারে ভোজ্য তেলের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। তাই প্রতি লিটার সয়াবিন তেল আগের মতোই ১৬৩ টাকায়ই বিক্রি করতে হবে। ট্যারিফ কমিশন সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, ব্যবসায়ীদের দাম বাড়ানোর প্রস্তাব আপাতত নাকচ করা হলেও ভোজ্য তেলের মূল্য পরিস্থিতি নিয়ে কমিশন তার নিজস্ব পর্যালোচনা অব্যাহত রেখেছে। আজ বৃহস্পতিবারও কমিশন নিজেদের মধ্যে বৈঠক করে একটি প্রস্তাব চূড়ান্ত করে সেটি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে।

বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্য তেলের দামের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে ব্যবসায়ীরা লিটারে ১০ টাকা বাড়ানোর যে প্রস্তাব দিয়েছেন, তাতে ট্যারিফ কমিশন অসম্মতি জানালেও মাঝামাঝি অঙ্কের টাকা বাড়ানোর প্রস্তাব দিতে পারে।

স্টকমার্কেটবিডি.কম///

ডাচ-বাংলা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক পিএলসির পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৭.৫০ শতাংশ নগদ ও ১৭.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বুধবার অনুষ্ঠিত এক বোর্ড সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি।

এ সময়ে ব্যাংকটির কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০.৭২ টাকা। একই সময়ে কনসোলিডেটেড শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৬৪.৪১ টাকা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৯ জুন। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বাংলাদেশ-ত্রিপুরা বাণিজ্য জোরদারে কাজ করছে কেন্দ্রীয় সরকার: মোদি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ভারতের কেন্দ্রীয় সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপির প্রচারণা সমাবেশে তিনি এ কথা জানান। আগরতলার আস্তাবল ময়দানে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন মোদি।

কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস শাসনকালে উত্তর-পূর্বাঞ্চলের জন্য ‘লুক ইস্ট পলিসি’ ছিল, এর মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলকে শোষণ করা হতো। কিন্তু বিজেপি ভারতের শাসনক্ষমতায় আসার পর তাদের এই নীতিতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে বর্তমান বিজেপি সরকার দেশের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ নিয়ে এসেছে। এই পলিসির জন্য উত্তর-পূর্বাঞ্চলে একের পর এক উন্নয়নমূলক কাজ হচ্ছে। সেই সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে ভারত সরকারের তরফে।

মোদি বলেন, ত্রিপুরার উন্নয়নের জন্য বিজেপি সরকার হীরা মডেল নিয়ে এসেছিল। যার সাহায্যে ত্রিপুরা রাজ্যজুড়ে উন্নয়নের ব্যাপক কর্মযজ্ঞ চলছে। এখন এই মডেলের চর্চা সারা দেশেও শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের সঙ্গে যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্য বাড়াতে মৈত্রী সেতু স্থাপনসহ দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মোদি উত্তর-পূর্বাঞ্চলে ৫০ বারের বেশি এসেছেন। অথচ আগের কংগ্রেস সরকারের সময় নেতা-মন্ত্রীরা ত্রিপুরা রাজ্যসহ উত্তর-পূর্ব ভারতে কোন অঞ্চলে রয়েছে তা বলতেই পারতেন না। তারা শুধু নির্বাচন এলেই উত্তর-পূর্বাঞ্চলের কথা মনে করতেন। সূত্র : বাংলা নিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম////

আমিরাত থেকে ঢাকাগামী ৯টি ফ্লাইট বাতিল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতে বৈরি আবহাওয়ার কারণে দুবাই ও শারজাহ থেকে ঢাকাগামী এয়ার এরাবিয়া, এমিরেটস ও ফ্লাই দুবাই এয়ারলাইনসের ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বুধবার বাংলাদেশ সিভিল এভিয়েশন এই তথ্য জানিয়েছে।

তুমুল বৃষ্টি ও ঝড়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই অচল হয়ে পড়েছে। মরুর দেশে দেখা দিয়েছে বন্যা। রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে অচলাবস্থা দেখা দিয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরে। বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব হচ্ছে বা উড়োজাহাজ অবতরণ করতে পারছে না। বন্যার পানিতে সড়কে গাড়ি আটকা পড়ে থাকতে দেখা গেছে।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের এক মুখপাত্র বলেছেন, বৃষ্টির কারণে পানি জমে যাওয়ায় ফ্লাইট বিলম্ব হচ্ছে এবং বিমানবন্দরগামী উড়োজাহাজ অবতরণ করতে পারছে না। আমরা এই কঠিন পরিস্থিতিতে যতটা দ্রুত সম্ভব বিমানবন্দরের কাজকর্ম শুরুর চেষ্টা করছি।

দুবাই বিমানবন্দরগামী বা বিমানবন্দর ত্যাগের অপেক্ষায় থাকা পাঁচ শর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে বুধবার আরও ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

ব্যাংকের আমানত বেড়েছে ১০.৪৩ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্যাংকের আমানত কমলেও গত বছরের একই সময়ের চেয়ে ১০.৪৩ শতাংশ আমানত বেড়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সুদের হার ও রেমিট্যান্স-প্রবাহ বাড়ার সুবাদে আমানতের প্রবৃদ্ধি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, ফেব্রুয়ারি মাসে মোট আমানত ১৬.৬১ লাখ কোটি টাকায় পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০.৪৩ শতাংশ বেশি, আবার জানুয়ারির ১০.৫৭ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় কম। তবে গত বছরের একই মাসের ৬.৮৭ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় এই প্রবৃদ্ধি অনেকটাই বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, বেশ কয়েকটি কারণে আমানতে এই প্রবৃদ্ধি হয়েছে। অন্যতম কারণ হচ্ছে সম্প্রতি আমানতের সুদহার বাড়ানো। এতে সঞ্চয়ে মানুষের আগ্রহ বেড়েছে। ফলে মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ব্যাংকে টাকা রাখতে উৎসাহিত হচ্ছে।

এ ছাড়া রেমিট্যান্স-প্রবাহ বৃদ্ধিও আমানতের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। দেশে বৈদেশিক মুদ্রাপ্রবাহ বৃদ্ধির অর্থ হচ্ছে ব্যাংকিংব্যবস্থায় আমানতের জন্য অর্থও বেশি পাওয়া।

আমানতের প্রবৃদ্ধি টানা তিন মাস ১০ শতাংশ ছাড়িয়ে গেছে। ২০২৩ সালের ডিসেম্বরে ব্যাংক খাতে আমানতে প্রবৃদ্ধির হার বেড়ে ১১.৪ শতাংশে পৌঁছায়, যা ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ ছিল।

এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে করোনা মহামারির বৈশ্বিক লকডাউন ও সে কারণে হওয়া অর্থনৈতিক গতিমন্থরতার প্রভাবে আমানত প্রবৃদ্ধির হার ১১.২৬ শতাংশে পৌঁছেছিল।

আর্থিক অবস্থা ভালো-খারাপ যেমনই হোক, সব ব্যাংকই আমানতের সুদহার বাড়িয়েছে। প্রতিষ্ঠিত আমানতে ব্যাংকগুলো ৯ থেকে ১০ শতাংশ সুদহার দিলেও খারাপ অবস্থায় থাকা কিছু ব্যাংক আমানত টানতে ১২ শতাংশ পর্যন্ত চড়া সুদহার দিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহার বাড়িয়ে ৮ শতাংশ করার ফলেও ব্যাংকিং খাতে আমানতের সুদহার কিছুটা বেড়েছে। ব্যাংকাররা বলছেন, সুদহারের সীমা তুলে নেওয়ার ফলে ব্যাংকগুলো আমানতে বেশি সুদ দিতে পারছে।

এতে সঞ্চয়কারীরা ব্যাংকে টাকা রাখতে আগ্রহী হচ্ছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে প্রবাসী বাংলাদেশিরা ১৫ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৭.৬১ শতাংশ বেশি।

স্টকমার্কেটবিডি.কম////

বৃহস্পতিবার ১ ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (SEA-ME-WE-5) রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার দিবাগত রাত ০৩:০০ টা হতে ০৪:০০ টা পর্যন্ত ০১ (এক) ঘণ্টা উক্ত ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইডথ পরিষেবা বন্ধ থাকবে। তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন হতে SEA-ME-WE-4 সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ব্যান্ডউইডথ সেবা যথারীতি চালু থাকবে। উক্ত রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সময়ে গ্রাহকগণ সাময়িকভাবে ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

সম্মানিত গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

বর্ণিত বিষয়ে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি এর মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) কর্তৃক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি (হার্ড কপি ও সফট্ কপি) এতদসঙ্গে সংযুক্ত করা হলো। এমতাবস্থায়, বর্ণিত প্রেস বিজ্ঞপ্তিটি জনস্বার্থে বহুল প্রচারের জন্য আগামী সংখ্যায় আপনার স্বনামধন্য এবং বহুল প্রচারিত জাতীয় গণমাধ্যমে প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম////

কোনো সরকারি ব্যাংকের সঙ্গে একীভূত হতে চায় বেসিক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শতভাগ রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক বেসরকারি খাতের সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হতে আলোচনা চলছে। তবে সরকারি ব্যাংক বেসরকারি খাতে একীভূত করা অসামঞ্জস্যপূর্ণ, অযৌক্তিক ও বৈষম্য বলে মনে করছেন বেসিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। এমন পরিস্থিতিতে বেসরকারি খাতের সিটি ব্যাংকের সঙ্গে নয়, বরং সরকারি খাতের অন্য যেকোনো বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে একীভূত করার দাবি জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারকে স্মারকলিপি দিয়েছেন বেসিক ব্যাংকের কর্মীরা।

গতকাল মঙ্গলবার বেসিক ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে গভর্নরের দপ্তরে এই স্মারকলিপি দেওয়া হয়।

গভর্নরকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, দেশের ক্ষুদ্র শিল্পে অর্থায়নের লক্ষ্যে ১৯৮৯ সালে বেসিক ব্যাংক লিমিটেডের কার্যক্রম শুরু হয়, যা ১৯৯২ সালে শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে একটি রাষ্ট্রমালিকানাধীন বিশেষায়িত ব্যাংক হিসেবে সরকারি আর্থিক সেবা প্রদান করে আসছে, যা ২০১৫ সালে পুরোপুরি রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক হিসেবে রূপান্তরিত হয়। বেসিক ব্যাংক একটি সরকারি খাতের ব্যাংক হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করেছে এবং প্রায় ২৩ বছর ধরে বাংলাদেশ সরকারকে বিপুল অঙ্কের মুনাফা প্রদান করেছে, যা অন্যান্য ব্যাংকের কাছে ছিল উদাহরণ। বেসিক ব্যাংকে অন্যান্য রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের অনুরূপ চাকরি বিধিমালা অনুসরণ করা হয়, যা বেসরকারি মালিকানার ব্যাংকের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী, বেসিক ব্যাংকে বিদ্যমান কর্মকর্তা-কর্মচারীদের গ্রেড নির্ধারণ এবং বেতন ও অন্যান্য ভাতাদি প্রদান করা হয়। পাশাপাশি, কর্মকর্তা-কর্মচারীদের পেনশন সুবিধা বলবৎ রয়েছে। এ ছাড়া বেসিক ব্যাংকে নিয়োগ ও পদোন্নতিতে সম্পূর্ণরূপে সরকারি ব্যাংকের অনুরূপ বিধি-বিধান অনুসরণ করা হয়। এ ছাড়া বেসিক ব্যাংকে ১২তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের স্থায়ী চাকরি বিদ্যমান রয়েছে।

শ্রম আইন অনুযায়ী, সরকারি প্রতিষ্ঠান হিসেবে বেসিক ব্যাংকে সরকারি শ্রম অধিদপ্তর কর্তৃক অনুমোদিত ও রেজিস্ট্রেশন প্রাপ্ত কর্মচারী ইউনিয়নের (সিবিএ) কার্যক্রম চলমান রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

প্রাইম ব্যাংকের শেয়ার কিনবে মবিল যমুনা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের এক কর্পোরেট পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, এমজেএল বাংলাদেশ লিমিটেড নামে এই পরিচালক ২ কোটি ২০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দেওয়া হয়েছে।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

আল আরাফাহ ব্যাংকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির বাৎসরিক বোর্ড সভা আগামী ২৫ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ২:৩৫টায় রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি ১২ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি