Day: January 21, 2025
ইউনিয়ন ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইউনিয়ন ব্যাংক পিএলসির পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বোর্ড সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়।
গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি।
এ সময়ে ব্যাংকটির কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৮ টাকা। একই সময়ে কনসোলিডেটেড শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৬.০৩ টাকা।
ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১২ আগষ্ট। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ জুন।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
দ্যা পেনিনসুলা চিটাগংয়ের বোর্ড সভা আজ
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভূক্ত ভ্রমণ ও প্রনোদণা শিল্প খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ২৭ এপ্রিল বেলা সাড়ে ৩টায় রাজধানীর চট্টগ্রামে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাব; ২য় ওরিয়ন ইনফিউশন
স্টকমার্কেটবিডি ডেস্ক :
সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির প্রতি কার্যদিবসে ৩১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গড় লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ২৬ লাখ টাকার।
লাভেলো আইসক্রিম লিমিটেডের ২৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- গোল্ডেনসনের ২০ কোটি ৮৩ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৬ কোটি ৭৩ লাখ, বেস্ট হোল্ডিংসের ১৪ কোটি ৫৫ লাখ, মালেক স্পিনিংয়ের ১৩ কোটি ৬৪ লাখ, সালভো কেমিক্যালসের ১২ কোটি ২৭ লাখ, কহিনুর কেমিক্যালসের ১৩ কোটি ২৬ লাখ ও বিচ হ্যাচারির ১১ কোটি ৬৬ লাখ।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
৫ দিনে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৬৭০০ কোটি টাকা
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৬৭০০ কোটি টাকা কমেছে। তবে এই সপ্তাহে সেখানে মোট লেনদেন আগের সপ্তাহের চেয়ে বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহের ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২ হাজার ৭৬৪ কোটি টাকার। আগের সপ্তাহে ৪ কার্যদিবসে সেখানে লেনদেন হয়েছিল ১ হাজার ৯১২ কোটি টাকার উপরে।
ডিএসইতে সর্বশেষ সপ্তাহে দিনের গড় লেনদেন ৫৫২ কোটি ৯৮ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে এই লেনদেন হয়েছিল ৪৭৮ কোটি ৮৪ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ১৫.৬৪ শতাংশ বেড়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬৮.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫১৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১০.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯৭৪ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ২৯.২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২১৭ পয়েন্টে।
ডিএসইতে গত সপ্তাহে ৪১২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৭টির, কমেছে ৩২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির শেয়ার ও ইউনিটের দর। আর ১৮টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।
আগের সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬ হাজার ৩২৫ কোটি টাকা। গত সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৬ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৬৭০০ কোটি টাকা অর্থ্যাৎ ৩.১৫ শতাংশ কমেছে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি