এশিয়া ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৩ মে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা পৌনে ৩টায় রাজধানীর বাংলামোটরে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটি চলতি বছরের ১ম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ডিবিএইচ ফাইন্যান্সের আয় কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ননব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।এই প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ-২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৮৭ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় ছিল ১.৩১ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৪.৫০ টাকা। গত ২০২৩ সালের ৩১ ডিসেম্বর এই এনএভি ছিল ৪৩.৬৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

আইপিডিসি ফাইন্যান্সের বোর্ড সভা আহবান 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসি চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৯ মে আহবান করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২৪ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর গুলশানে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

রহিমা ফুডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৪ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৮১ টাকা।

চলতি বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.১৩ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০.১৪ টাকা। গত ২০২৩ সালের ৩০ জুন এই এনএভি ছিল ১০.৩১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বিএসসির বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভার আজ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সোমবার বেলা ২:৩৫ টায় চট্টগ্রামে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এর আগে এই বোর্ড সভাটি গত ২ মে আহবান করা হয়েছিল। অনিবার্যকারণে এই বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ন্যাশনাল ব্যাংক পর্ষদ আবার ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সংকটে থাকা বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করে দেওয়ার সাড়ে চার মাসের মাথায় আবার পুনর্গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির নতুন চেয়ারম্যান হয়েছেন উদ্যোক্তা পরিচালক ও চট্টগ্রামের কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান।

বাংলাদেশ ব্যাংক গতকাল রবিবার এক চিঠিতে এই সিদ্ধান্ত ন্যাশনাল ব্যাংককে জানিয়েছে। ৭ সদস্যের পর্ষদ পুনর্গঠন করে ১০ সদস্যের করা হয়েছে। আগের পর্ষদের তিনজনকে রেখে বাকিদের সরিয়ে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সাবেক অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার চেয়ারম্যানের পাশাপাশি পরিচালক পদ থেকে বাদ পড়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বেসরকারি খাতের ইউসিবি ব্যাংকের সঙ্গে একীভূত হতে বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছিল, তাতে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কয়েকজন পরিচালক। এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে পদত্যাগ করেন তিনজন পরিচালক। এর বাইরে সিকদার পরিবারের সদস্য পারভীন হক সিকদারকে নতুন করে পরিচালক করেনি বাংলাদেশ ব্যাংক। এর পরিবর্তে ব্যাংকটিতে নতুন পর্ষদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

অবশ্য কেন্দ্রীয় ব্যাংক আনুষ্ঠানিকভাবে এটা স্বীকার করেনি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, ব্যাংকটির পরিচালকদের ছয়জন পদত্যগ করায় নতুন পর্ষদ দেওয়া হয়েছে এর সঙ্গে একীভূত হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই।

বাংলাদেশ ব্যাংক নতুন পর্ষদ গঠন করে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) চিঠি দিয়েছে। চিঠিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিতে ন্যাশনাল ব্যাংকের পর্ষদ নতুন পরিচালক নিয়োগ দেওয়া হলো।

স্টকমার্কেটবিডি.কম///