স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
সংকটে থাকা বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করে দেওয়ার সাড়ে চার মাসের মাথায় আবার পুনর্গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির নতুন চেয়ারম্যান হয়েছেন উদ্যোক্তা পরিচালক ও চট্টগ্রামের কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান।
বাংলাদেশ ব্যাংক গতকাল রবিবার এক চিঠিতে এই সিদ্ধান্ত ন্যাশনাল ব্যাংককে জানিয়েছে। ৭ সদস্যের পর্ষদ পুনর্গঠন করে ১০ সদস্যের করা হয়েছে। আগের পর্ষদের তিনজনকে রেখে বাকিদের সরিয়ে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সাবেক অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার চেয়ারম্যানের পাশাপাশি পরিচালক পদ থেকে বাদ পড়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বেসরকারি খাতের ইউসিবি ব্যাংকের সঙ্গে একীভূত হতে বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছিল, তাতে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কয়েকজন পরিচালক। এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে পদত্যাগ করেন তিনজন পরিচালক। এর বাইরে সিকদার পরিবারের সদস্য পারভীন হক সিকদারকে নতুন করে পরিচালক করেনি বাংলাদেশ ব্যাংক। এর পরিবর্তে ব্যাংকটিতে নতুন পর্ষদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
অবশ্য কেন্দ্রীয় ব্যাংক আনুষ্ঠানিকভাবে এটা স্বীকার করেনি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, ব্যাংকটির পরিচালকদের ছয়জন পদত্যগ করায় নতুন পর্ষদ দেওয়া হয়েছে এর সঙ্গে একীভূত হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই।
বাংলাদেশ ব্যাংক নতুন পর্ষদ গঠন করে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) চিঠি দিয়েছে। চিঠিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিতে ন্যাশনাল ব্যাংকের পর্ষদ নতুন পরিচালক নিয়োগ দেওয়া হলো।
স্টকমার্কেটবিডি.কম///