আকু পেমেন্টের পর এক দশকের মধ্যে সর্বনিম্ন দেশের রিজার্ভ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১৬৩ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ নেমেছে ১৮ বিলিয়ন ডলারের ঘরে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। তা ছাড়া সোমবার (১৩ মে) বিকেলে আকুর বিল পরিশোধের বিষয়টি গণমাধ্যমকেকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবা উল হক।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, নিট রিজার্ভের পরিমাণ ছিল এক হাজার ৯৮২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার (বিপিএম-৬) বা ১৯ দশমিক ৮২ বিলিয়ন ডলার। আকুর ১৬৩ কোটি ডলার দায় পরিশোধের পর রিজার্ভের পরিমাণ দাঁড়ালো এক হাজার ৮১৯ বিলিয়ন ডলার (বিপিএম-৬) বা ১৮ দশমিক ১৯ বিলিয়ন ডলার।

সোমবার পর্যন্ত সময়ে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ দশমিক ২৬ বিলিয়ন ডলারে। ২০১৪ সালের শুরুর দিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলারের ঘর ছাড়ানোর পর আর কখনও নিচে নামেনি। এদিন নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭৬ বিলিয়ন ডলার।

একই সময়ে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভ দুই হাজার ৩৬৪ কোটি ২০ লাখ মার্কিন ডলারে।

আকু একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে প্রতি দুই মাস অন্তর বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। একসঙ্গে দায় পরিশোধ এটিই বড়। সোমবার মার্চ-এপ্রিলের আমদানি বিল বাবদ ১৬৩ কোটি ডলার বিল পরিশোধ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/////

নিষ্পত্তির মাধ্যমে ১ বছরে ১ শতাংশ খেলাপি ঋণ আদায়ে নির্দেশনা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খেলাপি ঋণ আদায়ে দীর্ঘসূত্রতা পরিহারে মধ্যস্থতা প্রক্রিয়া অনুসরণে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের জারি করা পরিপত্রে বিকল্প বিরোধ নিষ্পত্তি ও মধ্যস্থতার মাধ্যমে খেলাপি ঋণ আদায় বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর অনুসরণের মাধ্যমে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে সব ব্যাংকের খেলাপি ঋণস্থিতির ন্যূনতম ১ শতাংশ নগদ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করতে ব্যাংকের সর্বোচ্চ পর্যায় থেকে মনিটরিং ব্যবস্থা জোরদার এবং প্রতি ষাণ্মাসিকে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ-বিষয়ক অগ্রগতির পরিস্থিতি উপস্থাপন করতে হবে। পরিচালনা পর্ষদ প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে।

পরিপত্রে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের এক পত্রের সূত্রে বলা হয়েছে, অনাদায়ি পাওনা আদায়সহ অন্যান্য যেকোনো বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে তফসিলি ব্যাংকগুলোকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন সেন্টারের সহায়তা নেওয়া এবং বিভিন্ন পক্ষের সঙ্গে ব্যাংকের সম্পাদিত ঋণচুক্তিসহ বিভিন্ন চুক্তিতে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি ব্যবহারে উৎসাহিত করা হয়। তা সত্ত্বেও বিভিন্ন কারণে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে সফলতার হার আশানুরূপ নয়, যেমন খেলাপি গ্রাহকদের ঋণ পরিশোধে সদিচ্ছার অভাব, মধ্যস্থতার ক্ষেত্রে ব্যাংকগুলোর ছাড় না দেওয়ার প্রবণতা, ঋণ আদায়ের ক্ষেত্রে মধ্যস্থতায় যথেষ্ট গুরুত্ব না দেওয়া, মধ্যস্থতাকারীর পারিশ্রমিক নির্ধারণ ও পরিশোধে অনীহা, কালক্ষেপণ, পক্ষগুলোর মতভেদ দূর করতে মধ্যস্থতাকারী কর্তৃক যথাযথ ভূমিকা না রাখা ইত্যাদি।

মূলত খেলাপি ঋণ আদায় ত্বরান্বিত করতে এই পরিপত্র জারি করা হয়েছে। বলা হয়েছে, খেলাপি ঋণ আদায় ত্বরান্বিত করতে গ্রাহকের বিরুদ্ধে মামলা করার আগে মধ্যস্থতা প্রক্রিয়া ব্যবহারের সুযোগ আছে।

পরিপত্রে আরও বলা হয়েছে, মধ্যস্থতা ফলপ্রসূ না হলে এবং উভয় পক্ষ আগ্রহী হলে আর্বিট্রেশন বা সালিসি প্রক্রিয়ায় যেতে পারে। স্বল্প সময়ে ও পূর্বনির্ধারিত পদ্ধতিতে সালিসি প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যাংকগুলো বিভিন্ন সালিস কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারক করতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/////

মুক্ত হওয়ার পরে দেশে ফিরলো এমভি আবদুল্লাহ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সোমালি জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত হওয়ার এক মাসের মাথায় দেশে ফিরেছে ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ। সোমবার (১৩ মে) সন্ধ্যায় জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে নোঙর করবে। এরপর জাহাজ থেকে চুনাপাথর খালাস শুরু হবে। এ দিকে নাবিকদের সবাই আগামীকাল মঙ্গলবার বিকেলে কুতুবদিয়া থেকে চট্টগ্রাম আসার কথা রয়েছে।

জাহাজ মালিক পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

কবির গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বিকেলে কালের কণ্ঠকে বলেন, ‘রাত ৮টার দিকে এমভি আবদুল্লাহ কুতুবদিয়া চ্যানেলে নোঙর ফেলবে।’

একই গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘সেখানে জাহাজ নোঙরের পর পণ্য খালাস শুরু হবে। আগামীকাল বিকেল ৪টার দিকে নাবিকদের সবাই চট্টগ্রামের সদরঘাট এলাকায় কেএসআরএমের জেটিতে উপস্থিত হবেন।’

তিনি আরো জানান, এমভি আবদুল্লাহতে ৫৬ হাজার মেট্রিক টন চুনাপাথর রয়েছে। কুতুবদিয়া চ্যানেলে দুইদিন পণ্য খালাসের পর বাকি পণ্য খালাসের জন্য চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজটি নিয়ে আসার কথা রয়েছে।

এ দিকে জাহাজ মালিক পক্ষের কর্মকর্তারা জানান, এমভি আবদুল্লাহ জাহাজে নতুন করে ২৩ জন নাবিক আজ যোগদান করবে। নতুন নাবিকেরা এখন চট্টগ্রাম থেকে কুতুবদিয়া যাচ্ছেন।

স্টকমার্কেটবিডি.কম/////

প্রভাতী ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৯ মে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটি চলতি বছরের ১ম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমাটির সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভার পরবর্তীতে আহবান করা হবে বলে বিমাটির পক্ষ থেকে জানানাে হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

এনবিআর-কাস্টমসের হয়রানি মন্ত্রিসভায় তোলা হবে: বস্ত্রমন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদেশি রাষ্ট্রদূত ও প্রবাসে ব্যবসা করা বাঙালিরাও এনবিআর ও কাস্টমসের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করে। এনবিআর এবং কাস্টমসের যে সমস্যাগুলো রয়েছে এটা বড় সমস্যা।

আমি সামনের মন্ত্রিসভার বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, এমনাটাই জানালেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, আমরা আলোচনার মাধ্যমে সমস্যা চিহ্নিত করেছি। সমস্যা যখন চিহ্নিত সমাধান হতে বাধ্য। সুতরাং আমরা সমাধানের সূত্রগুলো বের করব এবং সমাধানগুলো খুব তাড়াতাড়ি করতে হবে।

সোমবার (১৩ মে) সচিবালয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, গতকাল কোরিয়ার রাষ্ট্রদূত এসেছিলেন। তিনি এনবিআর সম্পর্কে এবং কাস্টমসের হয়রানি নিয়ে কথা বলেছেন। এছাড়া সাংবাদিকরা রয়েছেন অনেক কথা আছে যেগুলো আমি বলতে পারব না। সমস্ত জায়গা থেকে একটি অভিযোগ আসছে। আমি সম্প্রতি ওমরা হজ করে এসেছি। সৌদি আরবে ব্যবসায়ীরা জোর করেই আমার সঙ্গে বসে ছিলেন। বাঙালি ব্যবসায়ীরা সেখানে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সেখান থেকেও একই ধরনের অভিযোগ এসেছে।

দুটি বিষয়, একটি হলো রেমিটেন্স পাঠানো আরেকটি তারা যে ব্যবসা করে, তারা যে সমস্ত মালামাল পাঠায় তা নিয়ে চট্টগ্রাম কাস্টমসের, এনবিআর সমস্যা। সর্বসাকুল্যে আমি বলব এনবিআর এবং কাস্টমসের যে সমস্যা গুলো রয়েছে এটা বড় সমস্যা। আমি সামনের মন্ত্রিসভার বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো।

পাট ও বস্ত্র মন্ত্রী বলেন, পোশাক শিল্পকে আমরা শুধু বৈদেশিক মুদ্রা অর্জনের সবথেকে বড় ক্ষেত্র হিসেবে দেখছি না, সমাজ পরিবর্তনেও আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দারিদ্র্য বিমোচনেও আপনারা মুখ্য ভূমিকা পালন করছেন। প্রায় ৪২ লাখ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এই শিল্পের সঙ্গে জড়িত অধিকাংশ শ্রমিক নারী। এই শিল্পের কল্যাণে নারীর ক্ষমতায়ন ফিরে এসেছে। নারীরা স্বপ্ন দেখতে শিখেছে। কাজেই সেই শিল্পকে আমাদের অগ্রাধিকার দিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/////

এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে ১০.২২ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৭৪ শতাংশের ঘরে নেমেছে। মার্চে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮১ শতাংশ।

তবে এপ্রিলের খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ২২ শতাংশে উঠেছে।

সোমবার (১৩ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাসিক হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, এপ্রিল মাসে খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের ওপরে উঠেছে। এর আগের মাসে এই হার ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। তার আগে গত বছরের নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ। অর্থাৎ চার মাস পর খাদ্য মূল্যস্ফীতি আবার ১০ শতাংশ ছাড়াল।

তবে এপ্রিল মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমেছে; গত মাসে এই হার ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ। মার্চ মাসে যা ছিল ৯ দশমিক ৬৪ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/////

লেনদেনের শীর্ষে ই-জেনারেশন; ২য় স্থানে এশিয়াটিক 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ই-জেনারেশন পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৯ লাখ টাকা।

লাভেলো আইসক্রিমের ৩৩ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেষ্ট হোল্ডিংসের ২৮ কোটি ২৫ লাখ, গোল্ডেন সনের ২৬ কোটি ৪৪ লাখ, এডভেন্ট ফার্মার ২৬ কোটি , ওরিয়ন ইনফিউশনের ২৩ কোটি ৩৬ লাখ, ফুয়াং সিরামিকসের ২০ কোটি ৫২ লাখ, সালভো কেমিক্যালসের ২০ কোটি ৪৯ লাখ, ও নাভানা ফার্মার ২০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. ই-জেনারেশন
  2. এশিয়াটিক ল্যাবরেটরিজ
  3. লাভেলো আইসক্রিম
  4. বেষ্ট হোল্ডিংস
  5. গোল্ডেন সন
  6. এডভেন্ট ফার্মা
  7. ওরিয়ন ইনফিউশন
  8. ফুয়াং সিরামিকস
  9. সালভো কেমিক্যালস
  10. নাভানা ফার্মা।

দিনশেষে সূচক ও লেনদেন কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৯.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬৬৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৮.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ২০১৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৬৮ কোটি ২ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৯৮৫ কোটি ৮৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২১টির আর অপরিবর্তিত আছে ৩৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ই-জেনারেশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, লাভেলো আইসক্রিম, বেষ্ট হোল্ডিংস, গোল্ডেন সন, এডভেন্ট ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ফুয়াং সিরামিকস, সালভো কেমিক্যালস ও নাভানা ফার্মা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ইউনিয়ন ব্যাংক ও মেড র্যাবিটস হেলথের মধ্যে চুক্তি স্বাক্ষর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইউনিয়ন ব্যাংক পিএলসি.এবং মেড র‌্যাবিটস হেলথ কেয়ার এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায় ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডধারী গ্রাহকগণ মেডর‌্যাবিটস হেলথ কেয়ার থেকে হেলথ কেয়ার সার্ভিস এর উপর সর্বেচ্চ ৫০% পর্যন্ত ছাড় ভোগ করবেন।ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ এবং মোঃ জাহাঙ্গীর আলম এর উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন ইউনিয়ন ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড ব্র্যান্ডিং বিভাগের প্রধান শাহরিয়ার রউফ এবং মেডর‌্যাবিটস হেলথ কেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক অমল আর দেশমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

স্টকমার্কেটবিডি.কম/////