আনোয়ার গ্যালভানাইজিংয়ের ঝণমান প্রকাশ 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফেকশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ-’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২।

২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম

ঢাকা ইন্স্যুরেন্স আয় কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে বিমাটির আয় কমেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

বুধবার (১৫ মে) অনুষ্ঠিত বিমাটির বোর্ড সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিমাটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ০.৭৫ টাকা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি আয় ছিল ০.৭৭ টাকা।

এ সময়ে বিমার শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫.০৮ টাকা। যা ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ছিল ২৩.৯৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

রূপালী ইন্স্যুরেন্স আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে বিমাটির আয় বেড়েছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

বুধবার (১৫ মে) অনুষ্ঠিত বিমাটির বোর্ড সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিমাটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ০.৩৬ টাকা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি আয় ছিল ০.৩৫ টাকা।

এ সময়ে বিমার শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০.৭৬ টাকা। যা ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ছিল ২০.৪৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ন্যাশনাল ব্যাংকের লোকসান বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক পিএলসির চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে ব্যাংকটির লোকসান বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৫ মে) অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির বোর্ড সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান (ইপিএস) হয়েছে ২.৩৮ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ০.৯৭ টাকা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে ব্যাংকটির লোকসান বেড়েছে।

এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪.৯২ টাকা। গতবছর ৩১ মার্চ ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মুল্য ছিল ১১.৯২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি