এনআরবিসি ব্যাংকের ১১ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনআরবিসি ব্যাংক পিএলসির এক উদ্দ্যোক্তার ১১ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মোস্তাফিজুর প্রিন্স রহমান নামে এই পরিচালক ১১ লাখ ২৫ হাজার শেয়ার ক্রয় করলেন।

ঘোষণার পরে ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ারগুলো ক্রয় সম্পন্ন করলেন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

পদ্মা ওয়েলের ভারপ্রাপ্ত সিএস নিয়োগ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও শক্তি শিল্প খাতের কোম্পানি পদ্মা ওয়েল লিমিটেডের ভারপ্রাপ্ত কোম্পানি সচিব (সিএস) নিয়োগ পেয়েছেন মজিবুর রহমান। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির ভারপ্রাপ্ত সিএস হিসাবে মোহাম্মদ মজিবুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমান কোম্পানি সচিব আলী আফসার হজ্বে যাওয়ায় ১৯ মে থেকে ২৬ জুন কোম্পানিটির ভারপ্রাপ্ত কোম্পানি সচিব এই দ্বায়িত্ব পালন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

সালভো কেমিক্যালের ইজিএম আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

কোম্পানিটির এই ইজিএম আগামী ১৮ জুলাই বেলা সাড়ে ১১ টায় হাইব্রিড সিস্টেমে করা হবে।

এই ইজিএমে কোম্পানিটির মূলধন বাড়ানো ও নাম পরিবর্তন করার সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়া হবে।

কোম্পানিটি ৬৪ লাখ শেয়ার ছেড়ে ৬ কোটি ৪০ লাখ টাকা মূলধন বৃদ্ধি করবে। পাশাপাশি কোম্পানির নাম পরিবর্তন করে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি করা হবে।

স্টকমার্কেটবিডি.কম///

গ্রীণ ডেল্টা লাইফের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের দীর্ঘমেয়াদি এসেছে ঋণমান ‘এএএ’ ও দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-১’। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

২০২৩ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/বি

আমান কটনের বোর্ড সভা দিন পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি আমান কটন ফাইবার্স লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২১ মে বেলা ৪:৩০ টায় রাজধানীর উত্তরায় অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি