অবসরে যাওয়া এমডিকে ব্যাংকের উপদেষ্টা নিয়োগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অবসরে যাওয়ার পাঁচ বছর পার না হওয়া পর্যন্ত কোনো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওই ব্যাংকের পরামর্শক ও উপদেষ্টা হতে পারবেন না। ব্যাংক খাতে সুশাসন ফেরাতে ২০২১ সালে এ বিধান করেছে বাংলাদেশ ব্যাংক।

এখন নিজেদের করা সেই বিধান লঙ্ঘন করে বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকের সদ্য অবসরে যাওয়া এমডির ওই ব্যাংকের উপদেষ্টা পদে নিয়োগ অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। ১১ মে গভর্নর আব্দুর রউফ তালুকদার ‘বিশেষ বিবেচনায়’ এই নিয়োগ অনুমোদন করেন।

আইএফআইসি ব্যাংক সূত্র জানায়, ব্যাংকটির এমডি শাহ আলম সারওয়ারের মেয়াদ শেষ হয় ১৩ মে। এরপর ২৬ মে থেকে তিনি ব্যাংকটির ‘কৌশলগত উপদেষ্টা’ হিসেবে যোগদান করেন। এই তথ্য তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন। তিনি আগের মতো একই কক্ষে বসেই এই দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাঁর মেয়াদ শেষ হওয়ার পর ব্যাংকটিতে এখনো পূর্ণকালীন এমডি নিয়োগ হয়নি।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, দুই বছরের জন্য তাঁকে ‘কৌশলগত উপদেষ্টা’ নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য প্রতি মাসে বেতন অনুমোদন করা হয়েছে প্রায় ১৫ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের ২০২১ সালে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, কোনো ব্যাংকের এমডি বা পরের দুই পদ পর্যন্ত কর্মকর্তারা অবসরের পাঁচ বছর পার না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকে উপদেষ্টা বা পরামর্শক হতে পারবেন না। এ বিধান করার আগে অবসরের এক বছর পার হলেই সংশ্লিষ্ট ব্যাংকে উপদেষ্টা বা পর্যবেক্ষক হওয়ার সুযোগ ছিল।

বাংলাদেশ ব্যাংক–সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত জানুয়ারিতে ন্যাশনাল ব্যাংক তাদের অবসরে যাওয়া এমডি মেহমুদ হোসেনকে একই ব্যাংকের উপদেষ্টা পদে নিয়োগের জন্য আবেদন করে। কিন্তু বাংলাদেশ ব্যাংক সেই আবেদন অনুমোদন করেনি। ফলে অবসরের পাঁচ বছর পার না হওয়া পর্যন্ত ব্যাংকটিতে মেহমুদ হোসেনের নিয়োগ বন্ধ হয়ে যায়।

স্টকমার্কেটবিডি.কম////

সম্পদ পুনর্মূল্যায়ন করবে এনভয় টেক্সটাইলস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড সম্পদ পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, কোম্পানি মূলতঃ তার জমির পুনর্মূল্যায়ন করবে। ময়মনসিংহ জেলার ভালুকা থানার জমিরদিয়া মৌজায় এনভয় টেক্সটাইলসের ৩ হাজার ৯৬৯ দশমিক ৯৭ ডেসিমেল জমি রয়েছে। এই জমিতেই কোম্পানির কারখানা অবস্থিত। এছাড়া রাজধানীর কলাবাগান থানার পশ্চিম পান্থপথে কোম্পানির জমি ও ভবন রয়েছে। এগুলো পুনর্মূল্যায়ন করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

ওয়াসা পানির দাম আরও ১০ শতাংশ বাড়িয়েছে 

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ১ জুলাই থেকে পানির দাম ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা।

ওয়াসা কর্তৃপক্ষ আবাসিক গ্রাহকদের জন্য প্রতি এক হাজার লিটার পানির দাম নির্ধারণ করেছে ১৬ টাকা ৭০ পয়সা, যা আগে ছিল ১৫ টাকা ১৮ পয়সা। বাণিজ্যিক গ্রাহকদের জন্য একই পরিমাণ পানির দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ টাকা ২০ পয়সা, যা আগে ছিল ৪২ টাকা।

আজ বুধবার ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঢাকা ওয়াসার সম্মানিত গ্রাহকগণের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, ওয়াসা আইন ১৯৯৬ এর ২২ ধারা অনুযায়ী মূল্যস্ফীতির সমন্বয় করার লক্ষ্যে’ পানির দাম বৃদ্ধি করা হয়েছে।

এতে আরও বলা হয়, ‘এ সিদ্ধান্ত মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন ও ন্যূনতম বিলসহ সকল প্রকার (পানি ও পয়ঃ) অভিকরের ক্ষেত্রেও কার্যকর হবে।’

সর্বশেষ ২০২২ সালের জুলাইয়ে ঢাকা ওয়াসা পানির দাম পাঁচ শতাংশ বাড়িয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম///

সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে এস্কয়ার নিট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি লিমিটেড তার একটি সহযোগী প্রতিষ্ঠানে (Subsidiary Company) বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৮ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ১৪২তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, কোম্পানিটির সহযোগী প্রতিষ্ঠান এল এস্কয়ার লিমিটেড এ আলোচিত বিনিয়োগ করা হবে, যার পরিমাণ হবে ৫ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম//

ইষ্টার্ণ ব্যাংকের ঝণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইষ্টার্ণ ব্যাংক পিএলসি ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় ব্যাংকটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদী ঝণমান এসেছে এসটি-১।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম///

ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৩ সালের ঝণমান প্রকাশ 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় ব্যাংকটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদী ঝণমান এসেছে এসটি-১।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম///

তাকাফুল ইন্স্যুরেন্সের ১০% লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে বিমাটি।

এ সময়ে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৭ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯.১৮ টাকা।

বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১০ আগষ্ট। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ জুন।

স্টকমার্কেটবিডি.কম/এস