মে মাসে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯.৮৯ শতাংশ : বিবিএস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খাদ্যপণ্যের দাম বাড়ার কারণে গত মে মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক ৮৯ শতাংশে। গত এপ্রিলে তা ছিল নয় দশমিক ৭৪ শতাংশ।

আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

বিবিএসের তথ্য অনুসারে, দেশে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৫৪ বেসিস পয়েন্ট বেড়ে ১০ দশমিক ২২ শতাংশ থেকে ১০ দশমিক ৭৬ শতাংশ হয়েছে। খাদ্যবহির্ভূত মুদ্রাস্ফীতি ১৫ বেসিস পয়েন্ট কমে নয় দশমিক ৩৪ শতাংশ থেকে নয় দশমিক ১৯ শতাংশে দাঁড়িয়েছে।

২০২২-২৩ সালে গড় মূল্যস্ফীতির হার ছিল নয় দশমিক শূন্য দুই শতাংশ। এটি সাম্প্রতিক বছরগুলোর গড় ছয় শতাংশের তুলনায় অনেক বেশি।

স্টকমার্কেটবিডি.কম////

সৌদি আরামকোর শেয়ার বিক্রিতে প্রথম দিনেই বিপুল সাড়া

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সৌদি আরব তার বিশাল তেল কোম্পানি আরামকোর শেয়ার বাজারে ছাড়ার প্রথম দিনেই বিপুল সাড়া পড়েছে। রবিবার যে পরিমাণ শেয়ার বাজারে ছাড়া হয়েছে, প্রথম কয়েক ঘণ্টায় চাহিদা তার চেয়ে বেশি দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এই শেয়ার বিক্রি থেকে ১ হাজার ৩১০ কোটি ডলার আসতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের সম্পদের প্রতি আন্তর্জাতিক আগ্রহ কতটা, এই শেয়ার বিক্রির মাধ্যমে তার একটি ধারণা পাওয়া যাবে। যেসব ব্যাংক এই শেয়ার বিক্রির বিষয়টি ব্যবস্থাপনা করছে, তারা আগামী বৃহস্পতিবার পর্যন্ত শেয়ার কেনার আদেশ গ্রহণ করবে। এরপর শুক্রবার নির্ধারিত হবে প্রতি শেয়ারের শেষ পর্যন্ত দাম কত পড়বে।

আগামী রবিবার রিয়াদের সৌদি একচেঞ্জে আরামকোর শেয়ার লেনদেন হবে বলে আশা করা হচ্ছে।

সৌদি আরবের অর্থনীতির খোলনলচে পাল্টানোর চেষ্টা করছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ কারণে সৌদি আরবের বিষয়ে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কতটা, তা বোঝা যাবে আরামকোর এই শেয়ার বিক্রির মাধ্যমে। সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই আকৃষ্ট করার জন্য দেশটি যে লক্ষ্য ঠিক করেছে, প্রায়ই সেই লক্ষ্য পূরণ হচ্ছে না।

মূলত তেলের ওপর নির্ভর করে সৌদি অর্থনীতি। মোহাম্মদ বিন সালমান মনে করেন, দেশটি ‘তেলে নেশাসক্ত’ হয়ে পড়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের নতুন সিএস শাখওয়াত হোসেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন কোম্পানি সচিব (সিএস) নিয়োগ পেয়েছেন মো: শাখওয়াত হোসেন। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় বিমাটির নতুন সিএস হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এখন থেকে মো: শাখওয়াত হোসেন বিমাটির সচিবের দ্বায়িত্ব পালন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বেক্সিমকো সুকুকের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বন্ড বেক্সিমকো গ্রিন সুকুক আল ইসতিসনা তৃতীয় বর্ষের প্রথম অর্ধবার্ষিকে বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ (রিটার্ন) ঘোষণা করেছে। আলোচিত সময়ের জন্য এই বন্ডের বিনিয়োগকারীরা ৪ দশমিক ৫৫ শতাংশ হারে রিটার্ন তথা মুনাফা পাবেন।

গতকাল রবিবার (২ জুন) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় তৃতীয় বছরের প্রথম অর্ধবার্ষিকের রিটার্ন অনুমোদন করা হয়। মুনাফা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ জুন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, তৃতীয় বছরের প্রথম অর্ধবার্ষিকের ৪ দশমিক ৫৫ শতাংশ রিটার্ন সুকুকটির অভিহিত মূল্য ১০০ টাকার ওপর দেয়া হবে। প্রথম অর্ধবার্ষিকের মেয়াদকাল ২৩ ডিসেম্বর, ২০২৩ তারিখ থেকে ২২ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম//

ফার্মা এইডসের ইজিএম আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ফার্মা এইডস লিমিটেডের একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

কোম্পানিটির এই ইজিএম আগামী ২৪ জুন বেলা সাড়ে ১১ টায় ডিজিটাল সিস্টেমে (https://bit.ly/palegm) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ জুন।

এই ইজিএমে কোম্পানিটির জমি কেনার সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়া হবে।

কোম্পানিটি গাজীপুর জেলার কালিয়াকৈরে ১০৩ ডেসিমল জমি কিনতে চায়। ১১ কোটি ৩৮ লাখ টাকা দিয়ো এই জমি ক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম///