গ্লোবাল ইসলামী ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির ঘোষিত বোনাস লভ্যাংশ অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির গত বছরের ঘোষিত শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশকে অনুমোদন দিল বিএসইসি।

নর্বশেষ বছরের জন্য এই ব্যাংকটি ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোাষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ভোট গণনার ধাক্কা ভারতীয় শেয়ার বাজারে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেড় মাসেরও বেশি সময় ধরে চলা ভারতে নির্বাচনী কর্মকাণ্ড শেষে এবার শুরু হয়েছে ভোট গণনা। বিজেপি নাকি কংগ্রেস, এনডিএ জোট নাকি বিরোধী ইন্ডিয়া জোট; এই লোকসভা নির্বাচনে কারা বিজয়ী হয়ে নতুন সরকার গঠন করবে সেটা জানা যাবে আজই। স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) এই ভোট গণনা শুরু হয়।

তবে লোকসভার ভোটগণনা শুরুর পরই দেশটির শেয়ার বাজারে ধস নামে। বেলা বাড়ার সঙ্গে পতন হল সূচকের। মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ হওয়ার সময় (ভারতের সময় ১০টা ১২ মিনিটে) পর্যন্ত প্রায় ২০০০ পয়েন্ট পতন হল সেনসেক্সের।

গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল ভারতের লোকসভা নির্বাচনের ভোট। সপ্তম বা শেষ দফার ভোট হয়েছিল ১ জুন। এর ৭২ ঘণ্টা শেষে আজ সকাল আটটা থেকে শুরু হয় ভোটগণনা। প্রথমে গোনা হয় পোস্টাল ব্যালটে পড়া ভোট। এরপর শুরু হয় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। এই যন্ত্রেই আপাতত ৫৪৩ আসনের প্রার্থীদের ভবিতব্য লুকিয়ে।

স্টকমার্কেটবিডি.কম/////

১৪ জুনের রেলের অগ্রিম টিকিট মিলছে আজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঈদুল আজহা উপলক্ষে তৃতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীরা অনলাইনে এই টিকিট ক্রয় করতে পারছেন। বিক্রির তৃতীয় দিন আজ মঙ্গলবার আগামী ১৪ জুনের ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হয় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি, আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

বরাবরের মতো এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। ঈদের আগে বিশেষ ব্যবস্থায় ৫ দিনের ট্রেনের আসন বিক্রি করা হবে।

বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনায় বলা হয়, এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি, যা শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। ২ জুন থেকে যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিশেষ ব্যবস্থাপনায় বিক্রি করা হবে।
বিক্রির দ্বিতীয় দিন গতকাল সোমবার (৩ জুন) ১৩ জুনের ট্রেনের টিকিট বিক্রি হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছিল পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি, আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়েছিল দুপুর ২টা থেকে। বিক্রি শুরু হওয়ার ৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমাঞ্চলের টিকিট প্রায় সবই শেষ হয়ে যায়। ১৪ হাজার ১৫৭টি টিকিটের মধ্যে প্রায় ১৪ হাজার টিকিট বিক্রি হয়ে যায় এ সময়। আর প্রথম আধা ঘণ্টায় টিকিট পেতে হিট হয় ১ কোটি ৯০ লাখ।

স্টকমার্কেটবিডি.কম/////

বে-লিজিংয়ের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ-’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’।

২০২৩ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

পপুলার ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পপুলার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১১ জুন আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি