আইপিও অর্থ ব্যবহারের সময় চায় একমি পেসটিসাইডস

একমি পেস্টিসাইড কোম্পানির লোগো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি একমি পেসটিসাইড লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে নেওয়া অর্থ ব্যবহারে সময় বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

গত ৬ জুন অনুষ্ঠিত এক বোর্ড সভায় আইপিও অর্থ ব্যবহারের জন্য ১ বছর সময় বাড়ানো সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। আগামী ২০২৫ সালের জুন পর্যন্ত সময় চায় কোম্পানিটি।

এজন্য আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিষয়টিতে শেয়ারহোল্ডারদের সম্মতি নিবে কোম্পা্নিটি। আর বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই সময় বর্ধিত করা হবে।

গত ২০২১ সালে অনুষ্ঠিত কমিশনের ৭৮৫তম নিয়মিত সভায় কোম্পানিটিকে আইপিও অনুমোদন দেওয়া হয়। একই বছরে উভয় শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়ে।

একমি পেস্টিসাইডস ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা উত্তোলন করে।

শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি কারখানার ভবন নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করার কথা বলা হয়।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বাটা সু’র এজিএমের দিন পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি বাটা সু লিমিটেডের একটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

কোম্পানিটির এই এজিএম আগামী ২৪ জুলাই বেলা সাড়ে ১১ টায় ডিজিটাল সিস্টেমে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ মে।

এর আগে কোম্পানিটির ৫২তম এই এজিএম ১৬ জুলাই আহবান করা হয়।

এই ইজিএমের দিন পরিবর্তন করা হলেও অন্যান্য এজেন্ডা অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম///

খান ব্রাদার্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১২ জুন বেলা ৩টায় রাজধানীর রামপুরায় কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

রূপালী ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান রূপালী ব্যাংক পিএলসির ঘোষিত বোনাস লভ্যাংশ অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির গত বছরের ঘোষিত শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশকে অনুমোদন দিল বিএসইসি।

নর্বশেষ বছরের জন্য এই ব্যাংকটি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোাষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি