গ্রামীণ টেলিকমের মামলায় ড. ইউনূসের বিচার শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের অভিযোগ গঠন করেন।

এর আগে ২ জুন দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন।

অপরদিকে ড. ইউনূসসহ ১৪ জনের পক্ষের তাদের আইনজীবী অব্যাহতি চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য ১২ জুন দিন ধার্য করেন।
২০২৩ সালের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি করেন।

স্টকমার্কেটবিডি.কম///

নতুন রেকর্ডে ভারতের শেয়ারবাজার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

নরেন্দ্র মোদির সরকার গঠনের পরদিন সোমবার নতুন রেকর্ড স্পর্শ করেছে ভারতের শেয়ারবাজার। এদিন বাজার খোলার পরেই সূচকগুলোর দ্রুত উত্থান শুরু হয়। সর্বকালের রেকর্ড গড়ে সেনসেক্স ও নিফটি।

গতকাল ৭৭০০০ পয়েন্টে উঠে যায় ভারতের শেয়ারবাজারের প্রধান সূচক সেনসেক্স।

নজিরবিহীন এই উচ্চতায় ওঠার পর অবশ্য সেনসেক্স কিছুটা নেমেছে। সেনসেক্সের মতো নিফটিও সর্বকালের রেকর্ড গড়ে ২৩৪১১.৯০ পয়েন্টে উঠে যায়। এরপর এই সূচকও সেনসেক্সের মতো কিছুটা পড়ে যায়। ৭৭০৭৯.০৪ পয়েন্টে ওঠার পর ২০৩.২৮ পয়েন্ট পড়ে সেনসেক্স ৭৬৪৯০.০৮ পয়েন্টে নেমে আসে।

নিফটির পতন হয় ৩০.৯৫ পয়েন্ট; নেমে আসে ২৩২৫৯.২০ পয়েন্টে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, গত ১০ দিন ভারতের শেয়ারবাজারে অনেক নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়। বুথফেরত সমীক্ষার এনডিএ জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভের খবর ছড়িয়ে পড়লে শেয়ারবাজার চাঙ্গা হয়। এরপর ভোট গণনায় যখন দেখা গেল, এনডিএ জোট একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, সেদিন শেয়ার সূচক সেনসেক্সের পতন হয় প্রায় ৬০০০ পয়েন্ট।

এর পরের তিন দিনের উত্থানে সেই ক্ষতি অনেকটাই কাটিয়ে উঠেছে ভারতের শেয়ারবাজার। সেই সঙ্গে সৃষ্টি হয়েছে উচ্চতার নতুন নজির। শুক্রবার প্রায় ১৬১৯ পয়েন্ট উঠে সেনসেক্স পৌঁছে যায় ৭৬৬৯৩.৩৬ পয়েন্টে; সোমবার তা ৭৭ হাজারের ঘর স্পর্শ করে।

স্টকমার্কেটবিডি.কম////

টেকনো ড্রাগসের আইপিও আবেদন শেষ হবে আগামীকাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য টেকনো ড্রাগসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির আইপিও আবেদন গত ৯ জুন শুরু হয়েছে। যা আগামীকাল ১৩ জুন শেষ হবে।

এর আগে গত ৭ মার্চ বিএসইসির ৯০২তম কমিশন সভায় এই আইপিওটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সূত্রে জানা যায়, টেকনো ড্রাগস লিমিটেড লিমিটেড সাধারণ শেয়ার ছেড়ে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি প্রিমিয়াম মূল্যে শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ, মেশিনাদি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০২৩ সময়ের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৫৭ টাকা। আর বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৮ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম///

হাওয়েল টেক্সটাইলের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হাওয়েল টেক্সটাইল লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৩৭ শতাংশ নগদ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১১ জুন) অনুষ্ঠিত গত ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত হয়।

বিমাটির পরিচালনা বোর্ডের সভায় গত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে বিমাটি।

বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে । এর জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে ২৫ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবন বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০২২ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে বিমাটির পরিচালনা বোর্ড।

আগামী ৩১ জুলাই বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

খান ব্রাদার্সের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ১২ জুন বেলা ৩টায় রাজধানীর রামপুরায় কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি