স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫২২০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৪২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৬৭ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৯ কোটি ৮৬ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৮৬ কোটি ৭৪ লাথ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯২টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৫৫টির আর অপরিবর্তিত আছে ৪৮টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – লিন্ডে বিডি, সী পার্লস, ক্যাপটাক গ্রোথ ফান্ড, বিএটিবিসি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বিচ হ্যাচারি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ইউনিলিভার কনজিউমার, লাভেলো আইসক্রিম ও স্কয়ার ফার্মা।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৯৫.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৭২৬ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৪৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৪টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ১৯ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১০ কোটি ৯৮ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ন্যাশনাল ব্যাংক ও স্কয়ার ফার্মা।
স্টকমার্কেটবিডি.কম/এসবি