চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৭ জুন আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বীমাটির চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর রামপুরায় অবস্হিত বিমাটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানটির উক্ত প্রান্তিকের আয়-ব্যয়সহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকার টোল আদায়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৬শটি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৫৫০ টাকা।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, স্বাভাবিক সময়ে সেতুর উভয় প্রান্তে ১২টি বুথের মাধ্যমে টোল আদায় করা হয়। শুধু ঈদযাত্রা নির্বিঘ্ন করতে উভয় প্রান্তে আলাদা ৪টি মোটরসাইকেলের লেন ও ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে।

বঙ্গবন্ধু সেতু সূত্রে জানা যায়, স্বাভাবিক সময়ে ২৪ ঘণ্টায় ১৮ থেকে ২০ হাজার যানবাহন সেতু পারাপার হলেও ঈদযাত্রাকে কেন্দ্র করে তা বাড়তে থাকে। গত শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ১৪ হাজার ৮৯৭টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার ৯৫০ টাকা। সেতুর পশ্চিম প্রান্তে ২২ হাজার ৭০৩টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬শ টাকা।

স্টকমার্কেটবিডি.কম//

প্যাসিফিক ডেনিমসের কারখানা বন্ধের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেড উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির উৎপাদন গত ২২ জুন থেকে বন্ধ আছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গ্যাস সরবরাহ বন্ধের কারণে কারখানাটি বন্ধের ঘোষণা দিয়েছে মালিকপক্ষ।

স্টকমার্কেটবিডি.কম///

গ্রীণ-ডেল্টা ইন্স্যুরেন্সের নাম পরিবর্তন অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান গ্রীণ-ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমা টির নতুন নাম হবে গ্রীণ-ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি।

সূত্রটি জানায়, বিমাটির নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদন দিয়েছে ডিএসইর পরিচালনা বোর্ড।

আগামীকাল মঙ্গলবার থেকে বিমাটির এই নতুন নাম কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

সংসদে ঋণখেলাপিদের তালিকা প্রকাশের দাবি একে আজাদের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে ব্যাংক দেশে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৮২ হাজার কোটি টাকা বললেও মূলত তার পরিমাণ ৫ লাখ হাজার কোটি টাকা বলে জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ। এই ঋণখেলাপিদের নাম সংসদে প্রকাশ করার দাবি জানান তিনি।

রবিবার(২৩ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আব্দুল কাদের আজাদ এ সব কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন।

একে আজাদ বলেন, এখানে একজন অত্যন্ত দায়িত্বশীল প্রাক্তন মন্ত্রী বসে আছেন তিনি গতকাল বলেছেন এই প্রশাসনের একটা বিরাট অংশ দুর্নীতির সঙ্গে যুক্ত। তাদের বিচার হওয়া উচিত। আমি প্রস্তাব করছি এই মহান সংসদে প্রধানমন্ত্রী যেখানে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছেন সেখানে এনালক রাষ্ট্র চলতে পারে না। তাই এতোগুলো মন্ত্রণালয়, এতোগুলো অধিদপ্তর আদৌ আমাদের দরকার আছে কিনা এর জন্য একটা প্রশাসনিক অডিট কমিটি গঠন করা হোক।

তিনি বলেন, দেশের বিনিয়োগ পরিবেশ দিন দিন কঠিন হচ্ছে, ঋণের সুদ হার, বিদ্যুৎ জ্বালানির অপর্যাপ্ততা, পরিবহন ব্যয় নানা সমস্যায় জর্জরিত। তাই বিনিয়োগ টানতে পাশের দেশ ভারতের বেশ কয়েকটি রাজ্যে নানা মুখি প্রস্তাবনা দিচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত আশঙ্কাজনক। প্রণোদনা দিয়ে আমাদের এখানে যারা বিদেশি বিনিয়োগকারী ছিল তাদের আকৃষ্ট করছে। আমাদের জন্য সামনের দিনগুলো কিন্তু ভালো হবে না যদি না আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনি।

আজকে যদি তাদের ১৫ শতাংশে (কর দিয়ে) টাকা আনতে দেই এটা হবে যারা ৩০ শতাংশ ট্যাক্স দেবে তাদের প্রতি অন্যায়, অবিচার। যেখানে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছে দুর্নীতিকে জিরো টলারেন্স; তাহলে কিভাবে এই সার্বভৌম সংসদ এই ১৫ ভাগ কালো টাকা যে টাকার উৎস প্রশ্ন করা যাবে না সেইভাবে বৈধতা দিতে পারে সেটা আমার কাছে বোধগোম্য নয়। আমার যদি ২৫ ভাগ থেকে ৩০ ভাগ (কর দিতে হয়) করা হয় তাহলে সে ৩০ ভাগ ট্যাক্স কেন দেবে না। কেন তার বৈধতার প্রশ্ন করা যাবে না, অবশ্যই তার বৈধতার প্রশ্ন করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম//

ওমরাহ ভিসা মিলবে ২৪ ঘণ্টায়

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সৌদি আরব পবিত্র ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিদের জন্য ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসা চালু করছে। এই ভিসা মিলবে ২৪ ঘণ্টার মধ্যেই। ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। খবর আরব নিউজের।

প্রতিবেদনে বলা হয়, ভিসা পেতে লাগবে না স্বাস্থ্য পরীক্ষা। থাকছে না নারীদের জন্য পুরুষ অভিভাবক থাকার বাধ্যবাধকতাও। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এ ভিসা চালুর ঘোষণা দিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনে সৌদি আরব যেতে আগ্রহী ব্যক্তিরা নুসুক অ্যাপ ব্যবহার করে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের জন্য আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে ভিসা। নতুন ব্যবস্থায় আরবি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের প্রথম দিনই (১৯ জুলাই) ওমরাহ পালনে সৌদি আরবে যেতে পারবেন আগ্রহী ব্যক্তিরা।

সৌদি প্রেস এজেন্সির (সিপিএ) তথ্যমতে, ওমরাহ করতে আসা ব্যক্তিদের জন্য সেবার মানোন্নয়ন এবং তাদের সৌদি আরবে প্রবেশ আরও সহজ করতেই ই-ভিসা চালুসহ অন্যান্য সেবা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

স্টকমার্কেটবিডি.কম//

প্রিমিয়ার ব্যাংকের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ঋণমান ‘এএএ’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে এসটি ১। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আর্গস ক্রেডিট রেটিং লিমিটেড (এসিআরএসএল)।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের নতুন সিইও মোহাম্মদ সেলিম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

মোহাম্মদ সেলিম ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে যোগ দিয়েছেন। বিমাটির নতুন সিইও নিয়োগ দিয়েছে বীমা নিয়ন্ত্রণ সংস্থা ইডরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে তিনি সাধারণ বীমা করপোরেশনে প্রায় ৩০ বছর ছিলেন। সাধারণ বীমা করপোরেশনে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করে ফাইন্যান্স, হিসাব, রিইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ও বিনিয়োগ বিভাগের প্রধানের দায়িত্ব পালন করে মহাব্যবস্থাপক পদ থেকে অবসর নেন। সেলিম সাধারণ বীমা করপোরেশনে চাকুরিকালে অডিট ও কমপ্লায়েন্স বিভাগ, রিয়েল এস্টেট বিভাগ, রিইন্স্যুরেন্স হিসাব বিভাগ, অবলিখন বিভাগ, হিসাব বিভাগ ও বিনিয়োগ বিভাগের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া চট্টগ্রাম জোনাল ইনচার্জ ও ঢাকা জোনাল ইনচার্জের পাশাপাশি লোকাল অফিস, শরীফ ম্যানশন শাখা, এসবিসি ভবন শাখা, আদমজী কোর্ট ভবন শাখা ও বঙ্গবন্ধু এভিনিউ শাখার ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ সেলিম নন-লাইফ ইন্স্যুরেন্স ডিপ্লোমা এবং ইন্স্যুরেন্স বিষয়ে কম্প্রিহেনসিভ কোর্স করেছেন। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির একজন ‘অ্যাসোসিয়েট’ এবং ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টে প্রশিক্ষণ নিয়েছেন। অবলিখন ও দাবি ব্যবস্থাপনা বিষয়ে দেশে বিভিন্ন প্রশিক্ষণও নিয়েছেন। ইন্স্যুরেন্স ও রিইন্স্যুরেন্স বিষয়ে চীন, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডে বিভিন্ন প্রশিক্ষণ/সেমিনারে অংশগ্রহণ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন মোহাম্মদ সেলিম।

স্টকমার্কেটবিডি.কম//

১৫ বছরে বিদেশে গেছে ১১ লাখ নারী কর্মী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, গত ১৫ বছরে অর্থাৎ ২০০৯ সাল থেকে এ পর্যন্ত (১১ জুন ২০২৪) ১১ লাখ ১৪ হাজার ৩১২ জন নারী কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। সৌদি আরবে সব চেয়ে বেশি নারী কর্মী গেছেন।

রবিবার (২৩ জুন) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।

সরকারি দলের সদস্য মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর প্রশ্নের জবাবে প্রতমিন্ত্রী জানান, বিদেশে কর্মী প্রেরণ একটি চলমান প্রক্রিয়া।

এগুরুত্ব বিবেচনায় সরকার অধিক হারে বৈদেশিক কর্মসংস্থানের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে। বেসরকারি খাতকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্তকরণের অংশ হিসেবে বেসরকারি রিক্রুটিং এজেন্সির অনুকূলে লাইসেন্স প্রদান করা হয়ে থাকে। এজেন্সি সমূহ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি’র) বহির্গমন ছাড়পত্র নিয়ে বিদেশে কর্মী প্রেরণ করছে।

প্রতিমন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) এর মাধ্যমে জর্ডান, দক্ষিণ কোরিয়া, জাপান, ফিজি, মালয়েশিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে নিয়মিতভাবে স্বল্প খরচ-বিনা খরচে কর্মী পাঠানো হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম///

বাংলাদেশ থেকে কাঁচাচামড়া নিতে আগ্রহী মিশর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ থেকে কাঁচাচামড়া নিতে আগ্রহ প্রকাশ করেছে মিশর। একইসঙ্গে মিশরের পাটশিল্প উন্নয়নে এদেশের পাটশিল্পের অতীত অভিজ্ঞতা ব্যবহার করে একসঙ্গে কাজ করতে চায়। আফ্রিকায় বাণিজ্য প্রসারে মিশর হতে পারে ‘গেটওয়ে’।

রবিবার (২৩ জুন) সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহিম এলদিন আহমেদ ফাহমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা জানান।

আলাপকালে বাণিজ্য প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা উল্লেখ করে জানান, বিশ্বের ২৬টি দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। বিনিয়োগ হলে দক্ষিণ-পূর্ব এশিয়া, আসিয়ান দেশগুলোর বাজার সুবিধা এদেশ থেকে ব্যবহার করা যাবে। বিনিয়োগে আগ্রহী মিশরের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিরা এদেশে আসলে বিনিয়োগ সুযোগ আরও বাড়বে।

এর আগে, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিনের সভাপতিত্বে মন্ত্রণালয়াধীন দপ্তরসমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহসানুল ইসলাম টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এলডিসি উত্তরণে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সেবা সহজ করতে ডিজিটাইজেশন বাড়াতে হবে। দপ্তরগুলোর মধ্যে সম্পর্ক আরও সহজ করতে কাজ করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/////