বিদ্যুৎ সরবরাহের জন্য শাহজিবাজার পাওয়ারের সাথে বিপিডিবির চুক্তি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের সাথে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) মধ্যে একটি প্রাথমিক চুক্তি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এই চুক্তির আওতায় কোম্পানিটি বিপিডিবিকে আগামী ৫ বছর বিদ্যুৎ সরবরাহ করবে। এই চুক্তিটি কার্যকর হবে ৯ জুলাই থেকে।

‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ এর ভিত্তিতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

এবি ব্যাংকের বোনাস বিওতে প্রেরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি এবি ব্যাংক পিএলসির ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইতিমধ্যে ব্যাংকটির লভ্যাংশের শেয়ার শেয়ারহোল্ডারদের বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে।

গত ২০২৩ সালের সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

নগদ লভ্যাংশ পাঠিয়েছে প্রাইম ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি গত বছরে জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্যাংকটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

গ২০২৩ সমাপ্ত হিসাববছরে ব্র্যাক ব্যাংক শেয়ারহোল্ডাদের মধ্যে ১৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লাফার্জ হোলসিমের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৬ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন সন্ধ্যা ৬:৩০টায় রাজধানীর গুলশানে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি