সোনালী পেপারের লোকসান বেড়েছে ৫ গুণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি সোনালী পেপার এন্ড বোর্ড মিলসের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই প্রান্তিকের কোম্পানিটির লোকসান বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩.৬০ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.৭৫ টাকা।

চলতি বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮০ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৫.৪০ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬২ টাকা। গত ২০২৩ সালের ৩০ জুন এই এনএভি ছিল ১৬৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ওরিয়ন ফার্মার শেয়ার দর কমার তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা বিডি লিমিটেডের সম্প্রতি শেয়ার দর কমার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য অপ্রকাশিত নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি শেয়ারটির দর কমার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়।

কোম্পানিটির শেয়ারের এ দর কমাকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর কমার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য আছে কিনা… তা জানতে চায় ডিএসই। এ সময় ওরিয়ন ফার্মা লিমিটেডের লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, শেয়ারের দর কমার পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য কোম্পানিটির নিকট নেই।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

কর্নফুলি ইন্স্যুরেন্সের শেয়ার কিনবে মেঘণা লাইফ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক স্পন্সর পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ২ লাখ ৯৭ হাজার ৫২৩টি শেয়ার ক্রয় করবে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের তহবিল বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মোট তহবিল ও হিসাব নম্ববরের সংখ্যা প্রকাশ করেছে। চলতি বছরের প্রথম ৬ মাসে বিমাটির ৬০ কোটি ২৩ লাখ টাকার উপরে তহবিল দাঁড়িয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই জানায়, চলতি ২০২৪ সালের জানুয়ারি হতে জুন পর্যন্ত বীমাটির মোট তহবিল দাঁড়িয়েছে ৬০ কোটি ২৩ লাখ ৬ হাজার টাকা। আগের বছর একই সময় এই তহবিল ছিল ৫১ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকার ।

এসময় বিমাটির রিভিনিউ দাঁড়িয়েছে ৮০ কোটি ২৬ লাখ , যা গত বছর একই সময়ে ছিল ৭১ কোটি ৫৫ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ওয়ালটন হাইটেকের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৪ সেপ্টেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এর আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি