উত্তরা ফাইন্যান্সের রেজিস্টার্ড অফিস পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্স লিমিটেডের রেজিস্টার্ড অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির রেজিস্টার্ড অফিস তেজগাঁয়ে অবস্হিত উত্তরা সেন্টারে নেওয়া হয়েছে।

এখন থেকে সকল শেয়ারহোল্ডারদের প্রয়োজনীয় কাজে নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ইউনিয়ন ক্যাপিটালের এজিএমের দিন পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২৬তম এজিএমটি ৩০ সেপ্টেম্বর হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।এর আগে ১০ সেপ্টেম্বর এই এজিএমটি আহবান করা হয়।

তবে এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম////

বিডি সার্ভিসেসের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা খাতের কোম্পানি বিডি সার্ভিসেস লিমিটেডের ঋণমান ‘এ’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে এসটি-৪। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

যমুনা ওয়েলের নতুন চেয়ারম্যান নিয়োগ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে তালিকাভুক্ত যমুনা অয়েল কোম্পানিতে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সিনিয়র সচিব এমএ আকমল হোসেন আজাদকে যমুনা অয়েল কোম্পানির চেয়ারম্যান হিসাব নিয়োগ দেওয়া হয়েছে।

গত ২৯ আগষ্ট যমুনা অয়েল কোম্পানির পরিচালনা বোর্ডে তিনি চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বিএসইসির কমিশনার হলেন ফারজানা লালারুখ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদে নিয়োগ পেয়েছেন ফারজানা লালারুখ।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিএসইসি ও বিআইসিএম শাখা।

উপসচিব ফরিদা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন অনুযায়ী চার বছরের জন্য ফারজানা লালারুখকে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারিত হবে।

আদেশটিকে জনস্বার্থে প্রচারিত উল্লেখ করে অবিলম্বে এটি কার্যকর হবে বলেও জানানো হয় ওই প্রজ্ঞাপনে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করে শিক্ষকতায় যোগ দেন ফারজানা লালারুখ। অধ্যাপনা শেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ‘ইনোভেটিভ ডেভেলপমেন্ট প্র্যাকটিশনারস অ্যান্ড থিঙ্কারস লিমিটেড’ নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হন। গত জুলাই থেকে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসিতে স্বতন্ত্র পরিচালক হিসেবে আছেন তিনি।

এর আগে সবশেষ গত ২৮ আগস্ট বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলী আকবর।

স্টকমার্কেটবিডি.কম///