রেনাটার বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি রেনাটা লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৮ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ১২.৩০টায় রাজধানী মিরপুরে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি ৬২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

এশিয়ান টাইগারের নো ডেভিডেন্ট ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এশিয়ার টাইগার সন্ধানী লাইফ গ্রোথ মিউচ্যুয়াল ফান্ড ইউনিট হোল্ডারদের জন্য নো ডেভিডেন্ট ঘোষণা করেছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার ফান্ডটির ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থ বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে এ ফান্ডের ট্রাস্টি বোর্ড।

এবছর ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১.৯৫ টাকা। আর ইউনিট প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১১.২৫ টাকা।

জানা যায়, ঘোষিত লভ্যাংশের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/এসবি