স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
২৯ সেপ্টেম্বর, ২০২৪ দৈনিক প্রথম আলোয় প্রকাশিত‘ইউনিয়ন ব্যাংক থেকে ১৮ হাজার কোটি টাকা সরিয়েছেন এস আলম’শীর্ষক সংবাদ কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হয়েছে। ইউনিয়ন ব্যাংক মনে করে, প্রকাশিত সংবাদেরঅ নেক তথ্যই অতিরঞ্জিত, মিথ্যা ও ভিত্তিহীন। ব্যাংক কোম্পানি আইন ও বাংলাদেশ ব্যাংকের রীতিনীতি মেনেই ইউনিয়ন ব্যাংকের ঋণ (বিনিয়োগ) বিতরণ করা হয়েছে।
প্রতিবেদনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবিএম মোকাম্মেল হক চৌধুরী সম্পর্কে যেসব তথ্য লেখা হয়েছে সেগুলোও মনগড়া ও ভিত্তিহীন। ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষ এ ধরনের মিথ্যা প্রপাগা-ারতীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গত ২৭ আগস্ট, ২০২৪ ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিয়েনতুন পর্ষদ গঠন করে দেয়া হয়।
ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শুরু থেকেই বাংলাদেশ ব্যাংকের সব পদক্ষেপকে স্বাগতজা নিয়েছে। একই সঙ্গে নব গঠিত পরিচালনা পর্ষদ ও বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষাদলকে সর্বাত্মক সহযোগিতা করছে। কিন্তু প্রথম আলোয় প্রকাশিত সংবাদে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হয়, ‘কেন্দ্রীয়ব্যাংকের কর্মকর্তারা এসআলমের ঋণ ও আমানতের বিষয়ে তথ্য চেয়ে ঠিক মতো পাচ্ছেন না। ফলে ব্যাংকটির প্রকৃত চিত্র বের করতে পারছেন না’।
প্রতিবেদনে উল্লেখিত এ বক্তব্যের কোনো সত্যতা নেই।
স্টকমার্কেটবিডি.কম/////