কোল্ড স্টোরেজে মজুত করে রাখা ৮৪৬ বস্তা কাঁচা মরিচ জব্দ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় কোল্ড স্টোরেজে মজুত করে রাখা ৮৪৬ বস্তা কাঁচা মরিচ জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রাজেন্দ্রপুর এলাকার বি কে বাড়ি গ্রীন এগ্রো প্রোডাক্ট নামে ওই কোল্ড স্টোরেজে মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়।

অধিদপ্তরের গাজীপুরের কর্মকর্তা প্রদীপ্ত কুমার সিকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মরিচের মালিক পাওয়া না যাওয়ায় বুধবারের মধ্যে বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।’

সূত্র জানিয়েছে, আজমীর ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান এলসি (ঋণপত্র) খুলে ভারত থেকে কাঁচা মরিচগুলো আমদানি করেছে।

স্টকমার্কেটবিডি.কম/

দূর্গাপূজা উপলক্ষে ৪ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে আগামী ৪ দিন দেশের দুই শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত শেয়ারবাজার বন্ধ থাকবে। প্রতিবছর এ সময় সরকারী ছুটি থাকে। এদিন দেশের সব ব্যাংক, বীমাসহ সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরি ধারাবাহিকতায় শেয়ারবাজারের লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এর পর দিন আগামী সোমবার থেকে শেয়ারবাজারে যথারীতি লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ফারইষ্ট নিটিংয়ের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ফারইষ্ট নিটিং এন্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২০ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩:৩০টায় রাজধানীর গুলশানে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

লাভেলো আইসক্রিমের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির বাৎসরিক বোর্ড সভা আগামী ১৭ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩:৩০টায় রাজধানীর বনানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

রানার অটোসের বিরুদ্ধে লভ্যাংশ বিতরণ না করার অভিযোগ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোস পিএলসি বিনিয়োগকারীদের হাতে নগদ লভ্যাংশ না প্রোরণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি দাবি করছে, কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত নদগ লভ্যাংশ বিতরণ করে নাই। BSEC/CMRRCD/2009-193/77, dated May 20, 2024 অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এ লভ্যাংশ বিতরণ না করায় কোম্পানিটি ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে।

কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে জমা না দেওয়ায় এই ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।

সূত্র থেকে আরও জানানো হয়, আজ বুধবার থেকে শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে কোম্পানিটি।

উল্লেখ্য, রানার অটোস লিমিটেড গত বছর বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভাংশ ঘোষণা করে।

ডিএসইর পক্ষ থেকে আরো জানানো হয়, আজ থেকে কোম্পানিটির লেনদেনে কোনো ধরণের মার্জিনের সুযোগ থাকবে না।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

এ্যাপেক্স ট্যানারির লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি এ্যাপেক্স ট্যানারি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৮.৩১ টাকা। এসময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৪৫.৪৩ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বঙ্গজের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি বঙ্গজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩১ টাকা। এসময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২০.২১ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ নভেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/এসবি