Day: October 30, 2024
শিগগিরই অন্তর্বর্তী সরকারের সঙ্গে বসবে বিএসইসি
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
শেয়ারবাজারের উন্নয়নে খুব শিগগিরই অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় বসবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২৯ অক্টোবর) আগারগাঁওয়ে বিএসইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
তিনি বলেন, ফ্লোর প্রাইসের কারণে বিদেশি বিনিয়োগকারীরা অনেকটাই সরে গেছে। আমরা তাদের ফিরিয়ে আনতে কাজ করছি। নিরাপদ বাজার গড়ে তুলতে কমিশন কাজ করছে।
বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, বাজারে তারল্য বাড়াতে আমরা সরকারের সঙ্গে আলোচনা করব। আইসিবি সরকার থেকে ফান্ড নিয়ে কাজ করবে, আমরা তাদের সঙ্গে কথা বলব। ক্ষুদ্র বিনিয়োগকারীদের কীভাবে প্রণোদনা দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা হবে।
বিএসইসির চেয়ারম্যান বলেন, মার্কেটের ডেপথ কীভাবে বাড়ানো যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি। সরকারি এবং বহুজাতিক কোম্পানিকে বাজারে আনার কাজ করছি, ভালো কোম্পানি এলে বাজারের গভীরতা বাড়বে।
স্টকমার্কেটবিডি.কম////
জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৯১ শতাংশ : বিবিএস
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
শিল্প উৎপাদন প্রবৃদ্ধিতে মন্দার কারণে ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় অর্ধেকে নেমে তিন দশমিক ৯১ শতাংশে দাঁড়িয়েছে।
গত অর্থবছরের এপ্রিল-জুনে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) এই প্রবৃদ্ধি ছিল ছয় দশমিক ৮৮ শতাংশ।
২০২৩-২৪ অর্থবছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে কারখানার উৎপাদন বেড়েছে তিন দশমিক ৯৮ শতাংশ, যা এক বছর আগে ছিল ১০ দশমিক ১৬।
সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্য অনুযায়ী, এই সময়ে কৃষি উৎপাদন ও সেবা খাতের প্রবৃদ্ধিও কমেছে।
উচ্চ মুদ্রাস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের কারণে চাপে থাকা দেশের অর্থনীতির প্রবৃদ্ধি এপ্রিল-জুন প্রান্তিকে নিম্নমুখী ছিল।
স্টকমার্কেটবিডি.কম////
লূব-রেফ বিডির ঋণমান প্রকাশ
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের প্রতিষ্ঠান লূব-রেফ বাংলাদেশ লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি এই রেটিং প্রকাশ করে সিআরআইএসএল। এবছর কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবি+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৫’ এসেছে।
২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যন্ত নিরীক্ষিত এবং ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
- ব্যাংক ব্যাংক
- জিপি
- ইসলামী ব্যাংক
- ফারইষ্ট নিটিং
- একমি ল্যাব
- দ্যা ইবনে সিনা
- লাভেলো আইসক্রিম
- মতিন স্পিনিং মিল
- স্কয়ার ফার্মা
- খান ব্রাদার্স।
দুই এক্সচেঞ্জেই সূচকের বড় উত্থান
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১৮.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২৬.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫২.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৫৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ৫৮ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৫৭ কোটি ২৪ লাথ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩১২টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৫৭টির আর অপরিবর্তিত আছে ২৫টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ব্যাংক ব্যাংক, জিপি, ইসলামী ব্যাংক, ফারইষ্ট নিটিং, একমি ল্যাব, দ্যা ইবনে সিনা, লাভেলো আইসক্রিম, মতিন স্পিনিং মিল, স্কয়ার ফার্মা ও খান ব্রাদার্স।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ১৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ১৭ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ৫৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ২২টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৮ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৩ কোটি ৩০ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে মেট্রো স্পিনিং ও দেশবন্ধু পলিমার।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
সেন্ট্রাল ফার্মার বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিটিউক্যালস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভার দিন আগামী ৪ নভেম্বর পূণ:নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় রাজধানীর মিরপুরে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার এই বোর্ড সভা হওয়ার কথা ছিল। পরে অনিবার্যকারণ বশত এটা স্থগিত করা হয়েছে।
আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
স্টকমার্কেটবিডি.কম////
পদ্মা ওয়েলের বোর্ড সভা আহবান
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৫ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় চট্টগ্রামে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।
একইদিন অনুষ্ঠিত আরেক বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
স্টকমার্কেটবিডি.কম/বি
এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি এসিআই লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৮.২৫ টাকা। এসময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৩১.১৭ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর বেলা ১০:৩০ টায় হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
বিডিকম অনলাইনের লভ্যাংশ ঘোষণা
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারের তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৯ টাকা। এসময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৯৫ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ ডিসেম্বর বেলা ১০:৩০ টায় হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
স্টকমার্কেটবিডি.কম/এসবি