বিডি অটোকারসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিডি অটোকারস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় গাজীপুরে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ইফাদ অটোসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ইফাদ অটোসের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ২টায় রাজধানী তেজগাঁয়ে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ভাঙচুর করলে আর ছাড় দেওয়া হবে না: শ্রম সচিব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যদি কোনও (কারখানা) মালিক অন্যায় করে– তাকে আমরা (জেলের) বাইরে দেখতে চাই না। একইসময়ে রাস্তায় যারা ভাঙচুর করছে – তাদেরকেও আর ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব এইচ এম সফিকুজ্জামান।

আজ বুধবার (১৬ অক্টোবর) সকালে গাজীপুরে জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড এ পোশাক শ্রমিকদের জন্য টিসিবি’র ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সফিকুজ্জামান বলেন, ‘যারা কারখানা ভাংচুর করে তারা শ্রমিক হতে পারে না।’

অনুষ্ঠানে বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন বলেন, ‘উৎপাদন ব্যাহত হলে শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। নতুন সরকারের কাছে সবার প্রত্যাশা বেশি, তাই সবাই সব দাবি নিয়ে একসাথে চাপ সৃষ্টি না করে, ধৈর্য ধরার পরামর্শ দেন।

পর্যায়ক্রমে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম বাড়ানো হবে বলেও জানান তিনি। শ্রমিকদের উদ্দেশ্য সেলিম উদ্দিন বলেন, আপনারা যদি বিশৃঙ্খলা করেন, তাহলে অন্য দেশ (পোশাকখাতে বাংলাদেশের প্রতিযোগী) লাভবান হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সবাই তাদের ১৬ বছরের ক্ষোভ-বঞ্চনা নিয়ে আমাদের কাছে এসেছে, তবে বহিরাগতরাও এর সুযোগ নেওয়ার চেষ্টা করছিল। আমরা মালিক ও শ্রমিকদের সহায়তায় ১৮ দফা বাস্তবায়নে সক্ষম হয়েছি। রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার প্রথম সুবিধাভোগী হবেন মেহনতি মানুষ। জুলাই বিপ্লবে বিভিন্ন খাতের প্রায় শতাধিক শ্রমিক শহীদ হয়েছেন বলে জানান উপদেষ্টা।

পোশাকখাতে স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন ধরনের সীমাহীন দুর্নীতির পরও অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে তৈরি পোশাক রপ্তানি।

স্টকমার্কেটবিডি.কম////

উৎপাদকরা আড়তে পৌঁছে দেবে ডিম, থাকছে না মধ্যস্বত্বভোগী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর দুই বাজারে ২০ লাখ ডিম সরবরাহ করবে শীর্ষস্থানীয় কয়েকটি ডিম উৎপাদক প্রতিষ্ঠান। আড়তে প্রতিটি ডিম বিক্রি করা হবে ১০ টাকা ৯১ পয়সায়। এরপর সেই ডিম ভোক্তা পর্যায়ে ১২ টাকায় বিক্রি নিশ্চিত করবেন আড়তদাররা, এই শর্তেই নিজেদের উদ্যোগে আড়তে ২০ লাখ ডিম সরবরাহের উদ্যোগ নিয়েছে উৎপাদক প্রতিষ্ঠানগুলো।

পোলট্রিশিল্পের উদ্যোক্তাদের সংগঠন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আজ বুধবার রাতে রাজধানীর তেজগাঁও ও কাপ্তানবাজারে এসব ডিম সরবরাহ করা হবে।

তিনি বলেন, ‘পোলট্রিশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ কো-অর্ডিনেশন কমিটি বা বিপিআইসিসির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

জানা যায়, গত মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে ডিমের দাম ও সরবরাহ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিমের উৎপাদক, পাইকারি বিক্রেতা ও সরবরাহের সঙ্গে যুক্ত অংশীজনরা উপস্থিত ছিলেন। ওই সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে ডিম উৎপাদনকারী বড় কম্পানি ও ছোট খামারিরা সরকার নির্ধারিত দামে সরাসরি পাইকারি আড়তে ডিম পাঠাবে।এর মাঝে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না।
সম্প্রতি প্রতিটি ডিমের দাম উৎপাদন পর্যায়ে ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ০১ পয়সা ও খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা (ডজন ১৪২ টাকা ৪৪ পয়সা) বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর।

ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘যেহেতু কম্পানিগুলো নিজ উদ্যোগে আড়তে ডিম সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে, তাই প্রতিটি ডিম বিক্রি হবে ১০ টাকা ৯১ পয়সায়। আড়তদাররা সেই ডিম ভোক্তা পর্যায়ে ১২ টাকায় বিক্রি নিশ্চিত করবেন, এমন শর্তেই আমরা এই উদ্যোগ নিয়েছি।

আজ বুধবার দিবাগত রাত ৩টায় আনুষ্ঠানিকভাবে কাপ্তানবাজারে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে।’

স্টকমার্কেটবিডি.কম////

খাদ্য অপচয় কমানো জরুরি: কৃষি উপদেষ্টা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষি খাতে উৎপাদন নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, আমরা প্রত্যাশা করি দেশে সবার জন্য খাদ্য সরবরাহে কোনো ঘাটতি হবে না। তবে, আমাদের এ প্রত্যাশা সহজেই পরিপূর্ণতা পাবে যদি আমরা বড় উদ্বেগের জায়গা, খাদ্যপণ্যের সংগ্রহোত্তর ক্ষতি এবং অপচয় কমাতে পারি।

বুধবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি উপদেষ্টা বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা, ক্রমহ্রাসমান কৃষিজমি ও প্রাকৃতিক সম্পদ, জলবায়ু পরিবর্তন, নগরায়ন কিংবা অর্থনৈতিক উন্নয়নের কারণে আমাদের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ আজ চ্যালেঞ্জের সম্মুখীন। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সবখাতে দৃঢ় প্রত্যয়ে কাজ করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম////

মেট্রোরেলের সাবেক এমডির আয়েশে অপচয় সাড়ে ৭ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিজের সুবিধার্থে বাসার কাছাকাছি অফিস ভাড়া নিয়েছিলেন সাবেক মেট্রোরেলের এমডি এম এ এন ছিদ্দিক। তার বাসা থেকে অফিসের দূরত্ব ছিল মাত্র ৭০০ মিটার।

এই অফিস ভাড়া বাবদ প্রতি মাসে খরচ হতো কয়েক লাখ টাকা। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠানকে নিজের ইচ্ছেমতো পরিচালনা করা সাবেক এমডির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।

উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের নিজস্ব ভবন থাকা সত্ত্বেও এতদিন তিনি ভাড়া করা অফিসে কাজ চালিয়ে গেছেন, যার জন্য প্রতিষ্ঠানটির অপচয় হয়েছে প্রায় সাড়ে সাত কোটি টাকা। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা বলছেন, সাবেক এমডির সুবিধার্থে অফিসটি স্থানান্তরিত করা হয়নি। ফলে প্রতিষ্ঠানকে ভাড়া বাবদ এ বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে। উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত এমআরটি লাইন-৬ এর ডিপোতে রয়েছে ডিএমটিসিএলের নিজস্ব ভবন।

চুক্তি অনুযায়ী ২০২১ সালের সেপ্টেম্বরে ভবনটির নির্মাণকাজ শেষ হয়। এরপর দেড় বছরের জন্য ছিল ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড (ডিএলপি)। ২০২১ সালে ভবনটি প্রস্তুত হওয়ার পর অনেক কর্মকর্তা-কর্মচারী সেখানে অফিস করেছেন। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা এতদিন ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে ভাড়া করা অফিসে কাজ চালিয়ে গেছেন।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম; ২য় স্থানে অগ্নি সিস্টেমস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দৃতীয় কার্যদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে অগ্নি সিস্টেমসের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৪৯ লাখ টাকা।

টেকনো ড্রাগসের ১১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এনআরবি ব্যাংকের ১১ কোটি ৭ লাখ, জিপির ৭ কোটি ১৫ লাখ. ব্র্যাক ব্যাংকের ৭ কোটি, খান ব্রাদার্সের ৬ কোটি ৭৯ লাখ, ইসলামী ব্যাংকের ৬ কোটি ৭২ লাখ , এসআইবিএলের ৬ কোটি ২৭ লাখ ও এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. লাভেলো আইসক্রিম
  2. অগ্নি সিস্টেম
  3. টেকনো ড্রাগস
  4. এনআরবি ব্যাংক
  5. জিপি
  6. ব্র্যাক ব্যাংক
  7. খান ব্রাদার্স
  8. ইসলামী ব্যাংক
  9. এসআইবিএল
  10. এশিয়াটিক ল্যাবরেটরিজ।

দুই এক্সচেঞ্জেই লেনদেন ও সূচকের বড় পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন দেখা গেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দৃতীয় কার্যদিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৯.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩১০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১২.৪৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৮২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৪৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৬ কোটি ৩৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩১৮ কোটি ৬ লাথ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩০০টির আর অপরিবর্তিত আছে ৪২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –লাভেলো আইসক্রিম, অগ্নি সিস্টেমস, টেকনো ড্রাগস, এনআরবি ব্যাংক, জিপি, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স, ইসলামী ব্যাংক, এসআইবিএল ও এশিয়াটিক ল্যাবরেটরিজ।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯৭২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৪২টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৯৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৮ কোটি ২০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বে-লিজিং ও লাভেলো আইসক্রিম।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

এনআরবিসি ব্যাংকের ১৬ লাখ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনআরবিসি ব্যাংক পিএলসির এক উদ্দ্যোক্তার ১৬ লাখ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, সারোয়ার জামান চৌধুরী নামে এই পরিচালক ১৬ লাখ শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পরে ৩১ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ারগুলো ক্রয় সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি