এনভয় টেক্সটাইলের পরিচালক পদ হারালেন সালাম মূর্শেদী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদীকে এনভয় টেক্সটাইল লিমিটেডের পরিচালক পদ থেকে অপসারণ করা হয়েছে। গতকাল শনিবার গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত কোম্পানির ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের ভোটে তাকে সরানো হয়। ৮৪ দশমিক ২৪ শতাংশ শেয়ারহোল্ডার মূর্শেদীর বিপক্ষে ভোট দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

হংকংভিত্তিক বহুজাতিক এপিক গ্রুপের অনুমোদিত কসমোপলিটান ইন্ডাস্ট্রিজের মনোনীত প্রতিনিধি দিনেশ গোপ বিরওয়ানি শূন্য পদে নতুন পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও রাশিদা আহমেদ ও এস কে বশির আহমেদ পরিচালক হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।

সভায় প্রায় ২৫ জন শেয়ারহোল্ডার অংশ নেন। অনিয়মের কারণে ২০২২ সালের জুন মাসে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করার পরও সালাম মূর্শেদীর কোম্পানির অফিসের ফ্লোর এবং গাড়ির ব্যবহার অব্যাহত রাখার বিষয়ে প্রশ্ন তোলেন শেয়ারহোল্ডার মাহবুবুল হক বাবু।

আরেক শেয়ারহোল্ডার গোলাম ফারুক মূর্শেদীর শেয়ার বিক্রির বিষয়ে স্থগিত রাখতে বোর্ডকে আদালতের আদেশ চাওয়ার পরামর্শ দেন।

এ ছাড়াও শেয়ারহোল্ডার আব্দুল মোতালেব, নুরুল আনোয়ার এবং জাহাঙ্গীর আলম কোম্পানির সুনাম নষ্ট করার জন্য মূর্শেদীকে দায়ী করে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।

স্টকমার্কেটবিডি.কম/////

ঢাকা–আদ্দিস আবাবা রুটে বিমান যাত্রা শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আফ্রিকার শীর্ষ উড়োজাহাজ সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইনস আজ রোববার সকাল থেকে ঢাকা–আদ্দিস আবাবা রুটে সরাসরি যাত্রী পরিবহন শুরু করেছে। এখন থেকে এয়ারলাইনটি ঢাকায় সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে। এ ফ্লাইটে বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা এবং এর বাইরেও সব মূল শহরসহ বিশ্বব্যাপী ১৫৫ টিরও বেশি গন্তব্যে যাতায়াতের সুযোগ রয়েছে।

আজ সকাল ৮টা ৩০ মিনিটে এয়ারলাইনটির বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ফ্লাইট ইথিওপিয়া থেকে ঢাকা আসে। ফ্লাইটটিকে জল কামান স্যালুটে স্বাগত জানায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সকাল ৯টা ৪০ মিনিটে সেটি আদ্দিস আবাবার উদ্দেশে যাত্রা করে।

এই রুটে নিয়মিত উড়োজাহাজগুলো রোববার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে যাবে। এ ছাড়া অতিরিক্ত ফ্লাইট প্রতি সোমবার এবং শুক্রবার সকালে ঢাকা ছাড়বে।

আজ বিমানবন্দরে ফ্লাইটটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান এবং সংবাদ সম্মেলনে ফ্লাইটটির বিষয়ে যাবতীয় তথ্য জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/////

‘কলরেট কমানো ও ইন্টারনেটের মেয়াদবিহীন প্যাকেজ চালু করতে হবে’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, আন্দোলন শুরু হয়েছিল কর্মসংস্থানকে কেন্দ্র করে, তাই কর্মসংস্থানের ব্যবস্থা করা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। যুব সমাজের আগ্রহ ও চাওয়াকে অগ্রাধিকার দিয়ে মোবাইল কলরেট কমানো এবং ইন্টারনেটের মেয়াদবিহীন প্যাকেজ চালুর ব্যবস্থা করতে হবে।

রবিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে মোবাইল অপারেটর রবি এবং গ্রামীণফোনের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠকে উপদেষ্টা এ কথা বলেন।

এর পরিপ্রেক্ষিতে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, আগে টেলিযোগাযোগ খাতের কোনো অফিসে গিয়ে কথা বলার মতো পরিবেশ ছিল না। কিন্তু বর্তমানে পরিবেশ পরিবর্তন হয়েছে। এখন কথা বলা যাচ্ছে এবং ফিডব্যাক ও পাওয়া যাচ্ছে, এটা টেলিকমিউনিকেশন খাতের জন্য শুভলক্ষণ।

রবির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব শেঠী বলেন, গত ১৫ বছরে টেলিকমিউনিকেশন খাতে কমিশন বেইজড বিভিন্ন লেয়ার তৈরি হয়েছে, যার ফলে মোবাইল অপারেটররা মুনাফা বঞ্চিত হচ্ছে।

এ সময় উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা সহায়তা দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। সরকার এই সময়টা সফলভাবে পার করতে পারলে দেশ ঘুরে দাঁড়াবে এবং সম্ভাবনার নতুন নতুন দরজা খুলে যাবে। আর যদি সেটি সম্ভব না হয়, তাহলে দেশ পিছিয়ে যাবে।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে এখন কাজ করার উপযুক্ত সময়। যেহেতু অন্তর্বর্তী সরকার জনসমর্থিত, তাই দেশ ও দেশের মানুষের উপকার হয় এমন যেকোনো কাজ করতে সরকার আগ্রহী। টেলিকমিউনিকেশন খাতে উন্নতির জন্য সরকার কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে।

আলাদা বৈঠকে রবি আজিয়াটা পিএসসির ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার মো. শাহেদুল আলম, গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) তানভীর মোহাম্মদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/////

৭ নভেম্বরের পর বিদ্যুৎ বন্ধের আলটিমেটাম আদানির

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

৮৫০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ না করা হলে আগামী ৭ নভেম্বরের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে বাংলাদেশকে জানিয়েছে ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ার।

গত ৩১ অক্টোবর বকেয়া পরিশোধের নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কৃষি ব্যাংকের মাধ্যমে ১৭০ মিলিয়ন ডলারের ঋণপত্র খোলার চেষ্টা করেছিল। কিন্তু বিদ্যুৎ ক্রয় চুক্তিতে উল্লেখিত শর্ত পূরণ করেনি বিপিডিবি। খবর: টাইমস অব ইন্ডিয়ার।

স্টকমার্কেটবিডি.কম/////

অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৩০ কোটি ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেখ হাসিনা সরকারের পতনের পর রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বগতির ধারা বজায় রয়েছে। সদ্যসমাপ্ত অক্টোবরে দেশে ২৩০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

২০২৩ সালের অক্টোবরে ১.৯৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৬ দশমিক ৭৫ শতাংশ।

সূত্র জানায়, ৩০ অক্টোবর বিপিএম৬ পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ১৯ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। আগস্ট ও সেপ্টেম্বর দুই মাস মিলিয়ে ৪.৬৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে দেশে।

ব্যাংক কর্মকর্তাদের মতে, মূলত দুটি কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। প্রথমত, আমদানি বিলের আন্ডার-ইনভয়েসিং উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আগে এ প্রক্রিয়ায় বড় অঙ্কের অর্থ সরিয়ে নেওয়া হলেও সাম্প্রতিক মাসগুলোতে এটি নিয়ন্ত্রণ করা হয়েছে। দ্বিতীয় কারণ, হুন্ডির মতো অনানুষ্ঠানিক মাধ্যমে অর্থপাচার অনেকটা কমেছে। ফলে হুন্ডিতে ডলারের চাহিদা কমে সরকারি চ্যানেলের মাধ্যমে বেশি ডলার আসতে শুরু করেছে।

স্টকমার্কেটবিডি.কম/////

লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা; ২য় স্থানে লাভেলো আইসক্রিম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে লাভেলো আইসক্রিমের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ২০ লাখ টাকা।

বিএসসির ১০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোনালী আঁশের ৯ কোটি ৮৭ লাখ, অগ্নি সিস্টেমসের ৯ কোটি ৬১ লাখ, ফারইষ্ট নিটিংয়ের ৯ কোটি ৪৫ লাখ, এশিয়াটিক ল্যাবের ৮ কোটি ৪৫ লাখ, ইসলামী ব্যাংকের ৮ কোটি ২ লাখ, টেকনো ড্রাগসের ৭ কোটি ৮৫ লাখ ও ইউনিক হোটেলের ৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. ওরিয়ন ফার্মা
  2. লাভেলো আইসক্রিম
  3. বিএসসি
  4. সোনালী আঁশ
  5. অগ্নি সিস্টেমস
  6. ফারইষ্ট নিটিং
  7. এশিয়াটিক ল্যাব
  8. ইসলামী ব্যাংক
  9. টেকনো ড্রাগস
  10. ইউনিক হোটেল।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯১৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩১ কোটি ৩৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৫৬ কোটি ৩০ লাথ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭৮টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮১টির আর অপরিবর্তিত আছে ৩৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ফার্মা, লাভেলো আইসক্রিম, বিএসসি, সোনালী আঁশ, অগ্নি সিস্টেমস, ফারইষ্ট নিটিং, এশিয়াটিক ল্যাব, ইসলামী ব্যাংক, টেকনো ড্রাগস ও ইউনিক হোটেল।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪৬২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ৬৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৪ কোটি ৮৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও লাভেলো আইসক্রিম।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ঢাকায় জাপানের ভিসা সেন্টার চালু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকায় জাপানের ভিসা আবেদন কেন্দ্র চালু হয়েছে বলে জানিয়েছে ভিএফএস গ্লোবাল।

রবিবার এ তথ্য জানিয়েছে ভিএফএস গ্লোবাল।

ভিএফএস গ্লোবাল জানায়, জাপা‌নি ভিসা কার্যক্রম বাংলাদেশ থেকে প‌রিচালনা করা হচ্ছে। জাপানের ভিসা সু‌বিধা নিতে আবেদনকারীরা ঢাকায় আমাদের অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্রে যেতে পারেন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বে-লিজিংয়ের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি বে-লিজিং এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৬ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩:৩০টায় রাজধানীর গুলশানে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি