২০২৪-২৫ করবর্ষে রিটার্ন দাখিল করলেন ১২ লাখ ৫০ হাজার জন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২৪-২৫ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। আর অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের উদ্দেশ্যে ১২ লাখ ৫০ হাজার করদাতা রেজিস্ট্রেশন নিবন্ধন নিয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত অর্থবছরের এই সময়ে অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ছিল দুই লাখ ১৭ হাজার ৪৭১।

এখন অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। একই সঙ্গে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য রেজিস্ট্রেশনের সংখ্যা ১২ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, চলতি বছর সব তফসিলি ব্যাংক, সব মোবাইল টেলিকম প্রতিষ্ঠান, কয়েকটি মাল্টিন্যাশনাল কম্পানি প্রতিনিধি, আয়কর আইনজীবী এবং প্রশিক্ষণপ্রার্থী করদাতাসহ প্রায় দুই হাজার ৪০০ জনকে রিটার্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর ফলে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে ও দ্রুত রিটার্ন অনলাইনে দাখিল করতে পারছেন।

একই সঙ্গে দাখিল করা রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন।

স্টকমার্কেটবিডি.কম////

যমুনায় নতুন রেল সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যমুনার ওপর দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে।

নতুন এই সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ৯টা ৪২ মিনিটে তিনটি বগি নিয়ে একটি ইঞ্জিন সেতুর পূর্বপাশের টাঙ্গাইলপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্তে সিরাজগঞ্জে যায়। ট্রেনটি ১০টা ৪১ মিনিটে আবার পূর্বপ্রান্তে ফিরে আসে।

আবার সিরাজগঞ্জ প্রান্ত থেকে আরেকটি ইঞ্জিন তিনটি বগি নিয়ে সকাল ১০টা ২০ মিনিটে পূর্বপ্রান্তে আসে ও ১০টা ২৯ মিনিটে পশ্চিম প্রান্তের দিকে যাত্রা শুরু করে।

প্রথমে ১০ কিলোমিটার বেগে চলাচল করলেও পরে ৪০ কিলোমিটার বেগে ট্রেন দুটি চলাচল করে।

প্রকল্পের পরিচালক আরও জানান, সেতুর কাজ প্রায় শেষ হয়েছে। জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

২ বন্ধ কারখানার শ্রমিকদের নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বকেয়া পাওনা পরিশোধসহ কয়েকটি দাবিতে ঢাকা ইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলসের শ্রমিকরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাবি আদায়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। দুপুর তিনটায় এই প্রতিবেদনে লেখার সময় শ্রমিকরা সড়কটি অবরোধ করে রেখেছিলেন।

শ্রমিকদের অবরোধের কারণে রাস্তার দুই পাশে হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত আছেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা দ্য ডেইলি স্টারকে জানান, চার বছর আগে কারখানা বন্ধ হলেও শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হয়নি। বারবার তারিখ দিয়েও কথা রাখছে না বেপজা কর্তৃপক্ষ। পাওনা পরিশোধ না হলে সড়ক থেকে তারা যাবেন না বলেও জানান।

লেনী অ্যাপারেলস লিমিটেডের শ্রমিক মো. ইসলাম বলেন, ‘এক মাসের বেতনসহ অন্যান্য পাওনা ও সার্ভিস বেনিফিট মিলিয়ে ৪৪ হাজার টাকা পাওনা আছে। এক টাকাও পাইনি। আগামী ৩০ তারিখে শ্রমিকদের টাকা দেওয়ার আশ্বাস দিলেও শ্রমিকদের ধারণা ওই তারিখেও তাদের টাকা দেওয়া হবে না। এ কারণে সকাল আমরা সড়ক অবরোধ করে আছি।’

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘কারখানাটির শ্রমিকদের বকেয়া পাওনা আছে। সকাল সাড়ে ৭টার দিকে তারা সড়ক অবরোধ করেন। তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বেপজা কর্তৃপক্ষ এখন পর্যন্ত চারবার তারিখ দিয়েছে। কিন্তু পাওনা পরিশোধ করতে পারেনি। শ্রমিকরা এখনো রাস্তায় আছে। আমরা বুঝিয়ে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।’

স্টকমার্কেটবিডি.কম////

এবার আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখবে শ্রীলঙ্কা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ও কেনিয়ার পর এবার শ্রীলঙ্কাও আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখবে। ব্যবসা-বাণিজ্যে একের পর এক জালিয়াতির ঘটনা বের হয়ে আসছে ভারতের আদানি গ্রুপের। মার্কিন আদালত থেকে বড় ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে আদানি গ্রুপকে সন্দেহের দৃষ্টিতে দেখছে বিশ্বের বিভিন্ন দেশ।

ভারতীয় গণমাধ্যম জানায়, আদানি গ্রুপের সঙ্গে সই হওয়া বিদ্যুৎ চুক্তি নিরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার নবনির্বাচিত বাম সরকার।

দেশটির সাবেক সরকারের সঙ্গে আদানি গ্রুপের বায়ুবিদ্যুৎ সংক্রান্ত যে চুক্তি হয়েছিল, সে বিষয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবগঠিত মন্ত্রিসভা। সিলোন ইলেকট্রিসিটি বোর্ডের মুখপাত্র ধনুষ্কা পরাক্রমসিঙ্ঘে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, আদানি গ্রুপের ওই বিদ্যুৎ প্রকল্পের ব্যয়, তার পরিবেশগত প্রভাব-এসব কিছু খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে শ্রীলঙ্কার মান্নার ও পুনেরিনে বায়ু বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি করা হচ্ছিল।

চুক্তি বাতিল না হলেও আপাতত এর ভবিষ্যৎ নির্ধারণ করবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে।

স্টকমার্কেটবিডি.কম////

আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলো ভারত সরকার। তাদের উৎপাদিত আলু ও পেঁয়াজ অন্য বাংলাদেশে সরবরাহ করবে না বলে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি, তবে আগের বুকিং করা দুই ট্রাক আলু আমদানি হয়েছে।

প্রতি কেজি আলু ৭০ টাকা দরে বিক্রি হয়েছে বন্দরে। এক দিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে আলুর দাম, তবে স্বাভাবিক রয়েছে পেঁয়াজের দাম।

এদিকে, দুইদিন পেরিয়ে গেলেও স্লট বুকিং সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এদিকে এলসি খুলেও আলু ও পেঁয়াজ আমদানি করতে না পারায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা।

হিলি বন্দর আমদানিকারকরা জানান, ভারতের সৃষ্ট জটিলতা নিরসনে মঙ্গলবার কলকাতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে রপ্তানিকারকদের ব্যবসায়ীদের বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকে ফলপ্রসু সিদ্ধান্ত আসতে পারে।

হিলি স্থলবন্দর আমদানিকারক এস এম রেজা বিপুল বলেন, হঠাৎ করে আলু ও পেঁয়াজ বন্ধ করে দেওয়া বিপাকে পরতে হচ্ছে। ব্যবসায়ীদের দাবি পূর্বের করা এলসির পেঁয়াজ ও আলু রপ্তানির সুযোগ দিক পশ্চিমবঙ্গ সরকার।

স্টকমার্কেটবিডি.কম////

বিডার ওয়ানস্টপ সার্ভিসে মিলবে আরো সাত সেবা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ানস্টপ সার্ভিসে (ওএসএস) মোট ১৩৩টি সেবা দেওয়া হয়, নতুন করে আরো চারটি প্রতিষ্ঠানের সাতটি সেবা যুক্ত হচ্ছে। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন কম্পানি এবং ওএসএসে যুক্ত প্রতিষ্ঠানের এক লাখ ৭০টি সেবা দিয়েছে বিডা, যার বেশির ভাগ বিডার নিজস্ব সেবা। এ সময়ে অন্য প্রতিষ্ঠানের মাত্র পাঁচ হাজার সেবা দেওয়া হয়েছে, যা প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

এটি বাস্তবায়নের জন্য যা যা করা দরকার তা পুরোপুরি করা সম্ভব হয়নি। বিডার সঙ্গে চারটি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চৌধুরী আশিক মাহমুদ। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করে বিডা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য ড. খন্দকার আজিজুল ইসলাম।

https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/26-11-2024/2/kalerkantho-ib-1a.jpgঅনুষ্ঠানে বিডা চেয়ারম্যান বলেন, ‘বিনিয়োগকারীদের উন্নত সেবা নিশ্চিত করতে বিডা ওএসএস প্ল্যাটফরমের মাধ্যমে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের লক্ষ্য হলো সেবা গ্রহণ প্রক্রিয়াকে সহজতর করা। বর্তমানে আমরা ওএসএস প্ল্যাটফরমের মাধ্যমে বিডার ২৩টিসহ মোট ৪৮টি প্রতিষ্ঠানে ১৩৩টি সেবা দিয়ে আসছি।’

তিনি বলেন, ‘২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত মাত্র পাঁচ হাজার অন্য প্রতিষ্ঠানের সেবা দেওয়া হয়েছে, যা প্রত্যাশিত নয়।

আমাদের পাঁচটি আইপিএ, প্রত্যেকের আবার নিজস্ব ওএসএস রয়েছে। ওএসএসগুলোর কোনো কানেক্টিভিটি নেই। ওএসএসগুলোর জন্য একটি ল্যান্ডিং পয়েন্ট তৈরি করা দরকার, সেই চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আলোচনা হয়েছে, যেখানে বিনিয়োগকারীরা একটি আইডি ব্যবহার করে সব আইপিএ থেকে সব ধরনের সেবা গ্রহণ করতে পারেন।’
চৌধুরী আশিক মাহমুদ বলেন, সরকার ও বিনিয়োগকারীদের মধ্যে সেতুবন্ধের কাজ করবে বিডা।

স্টকমার্কেটবিডি.কম////

জুট স্পিনার্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতে কোম্পানি জুট স্পিনার্স লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আগামী ৩ ডিসেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে এনআরবি ব্যাংক; ২য় স্থানে মিডল্যান্ড ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ১১ লাখ টাকা।

অগ্নি সিস্টেমসের ১২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিএসসির ১২ কোটি ২০ লাখ, লাভেলো আইসক্রিমের ১০ কোটি ৮৬ লাখ, ইষ্টার্ণ ব্যাংকের ১০ কোটি ১৪ লাখ, সােনালী আঁশের ৮ কোটি ৮৪ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৮ কোটি ৭১ লাখ, ফাইন ফুডসের ৮ কোটি ২০ লাখ ও বেক্স ফার্মার ৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি