৫৫ বিলিয়ন ডলার বাজার মূলধন হারিয়েছে আদানি গ্রুপ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাষ্ট্রে আদানি গ্রুপের কয়েকজন নির্বাহীর বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ আনার পর ভারতীয় ব্যবসায়ী গোষ্ঠীটি বড় ধরনের সমস্যায় পড়েছে। আদানি গ্রুপের পক্ষ থেকে আজ বুধবার জানানো হয়েছে, শেয়ারবাজারে তাদের কোম্পানিগুলোর শেয়ারের দাম কমে যাওয়ার কারণে তারা ৫ হাজার ৫০০ কোটি ডলার হারিয়েছে। গত সপ্তাহে গৌতম আদানি ও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

আদানিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে নিউইয়র্কে। ভারতীয় শতকোটিপতি গৌতম আদানি ও তাঁর বেশ কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করে বলা হয়েছে যে ঘুষ লেনদেনের অংশ হিসেবে তাঁরা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করেছেন। নভেম্বর মাসের ২০ তারিখে এই অভিযোগ আনা হয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সরকারি কর্মকর্তাদের প্রথমে ঘুষ দেওয়ার প্রতিশ্রুতি ও পরে ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগে বলা হয়েছে। সরকারি কাজ পেতে ৬২ বছর বয়সী গৌতম আদানি ২৫ কোটি ডলার ঘুষ দেওয়ার ঘটনায় জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

আদানি গ্রুপ অভিযোগ অস্বীকার করেছে। আজ এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, ‘যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অভিযোগ আনার পর গ্রুপের ১১টি তালিকাভুক্ত কোম্পানির বাজার মূলধন প্রায় ৫ হাজার ৫০০ কোটি ডলার কমেছে।’

স্টকমার্কেটবিডি.কম////

ক্ষতিগ্রস্ত আমদানিকারকেরা ঋণ পরিশোধে ৮ বছর সময় পাবেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডলারের দাম বাড়ার কারণে যেসব আমদানিনির্ভর শিল্প খাত ক্ষতির মুখে পড়েছে, সেই ব্যবসায়ীরা ঋণ পরিশোধে আট বছর পর্যন্ত সময় পাবেন। এসব ঋণ আলাদাভাবে হিসাব করে এক বছরের বিরতিসহ প্রতি মাসে বা ত্রৈমাসিক ভিত্তিতে পরিশোধ করা যাবে। যেসব আমদানিকারক বিলম্বে ঋণ পরিশোধের শর্তে আমদানি করেছিলেন এবং ক্ষতির শিকার হয়েছেন, শুধু তাঁরাই এই সুযোগ পাবেন। বাংলাদেশ ব্যাংক আজ বুধবার এক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে এই নির্দেশনা দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কোভিড-১৯–এর দীর্ঘমেয়াদি প্রভাব, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব অর্থনৈতিক মন্দাসহ নানা কারণে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার মূল্যমান উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় স্থানীয় উৎপাদনমুখী শিল্পগুলো কাঁচামাল আমদানিকালে বিনিময় হারজনিত ক্ষতির সম্মুখীন হয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা হ্রাসসহ ফোর্সড ঋণ সৃষ্টি হচ্ছে এবং চলতি মূলধনের ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। এ

কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার ফলে খাদ্যপণ্য আমদানিকারকদের অনেকে এই সুবিধা পাবেন। কারণ, তেল, চিনিসহ নানা পণ্যের দাম সরকার কর্তৃক নির্ধারণ করে দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামাল আমদানির জন্য ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খোলা ঋণপত্রের ক্ষেত্রে বিনিময় হারজনিত ক্ষতির মোট পরিমাণ সংশ্লিষ্ট ব্যাংক নির্ধারণ করবে। অপ্রত্যাশিত বিনিময় হারজনিত ক্ষতির মোট পরিমাণ নির্ণয়ের পদ্ধতিও জানিয়ে দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, এই সুবিধা দেওয়ার ক্ষেত্রে একক গ্রাহক ঋণসীমা কোনোভাবেই অতিক্রম করা যাবে না। কোনো খেলাপি গ্রাহক প্রতিষ্ঠান এই সুবিধা পাবে না। এ সুবিধা নিতে চাইলে গ্রাহকদের আগামী ৩১ মার্চের মধ্যে নিজ নিজ ব্যাংকে আবেদন করতে হবে। এ ছাড়া গ্রাহক বৈদেশিক মুদ্রা বিনিময় হারের কারণে প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না, তা ব্যাংক কর্তৃক নিশ্চিত হতে হবে এবং এ–সংক্রান্ত নথিপত্র বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগের যাচাইয়ের জন্য যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম////

ভারত থেকে আলু-পেঁয়াজ আমদানি শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারতের অভ্যন্তরে রপ্তানি স্লট বুকিং চালু হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও পেঁয়াজ ও আলু আমদানি শুরু হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে পেঁয়াজ ও আলুবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে। বিকেল ৫টা পর্যন্ত ২০ ট্রাক পেঁয়াজ এবং ২০ ট্রাকের মতো আলু আমদানি করা হয়েছে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।

এর আগে ভারতের অভ্যন্তরে স্লট বুকিং বন্ধ থাকায় দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে তিন দিন ধরে পেঁয়াজ ও আলু আমদানি বন্ধ ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।

তিনি জানান, স্লট বুকিং বন্ধ থাকায় পেঁয়াজ, আলু রপ্তানি করতে পারেননি ভারতীয় ব্যবসায়ীরা। এ কারণে অনেক ব্যবসায়ী লোকসানের শিকার হন। ফলে তারা সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ রেখেছিলেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে সমস্যার সমাধান হলে ফের বুধবার সকাল থেকে পেঁয়াজ ও আলু আমদানি শুরু করা হয়।

স্টকমার্কেটবিডি.কম////

ডিম ও ইলিশের অতিরিক্ত দামের জন্য সিন্ডিকেট দায়ী : প্রাণিসম্পদ উপদেষ্টা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাজারে ডিম ও ইলিশের অতিরিক্ত দামের পেছনে সিন্ডিকেট দায়ী বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন উপলক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অগ্রগতি ও পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, বাজারে ইলিশের দাম কেজিপ্রতি এখনো ১৫০০ টাকার ওপরে থাকায় সাধারণ মানুষের চাহিদা মেটানো যাচ্ছে না। ইলিশের অতিরিক্ত দামের জন্য সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগী ও দাদন ব্যবসাই দায়ী।

তিনি বলেন, এ বছর ইলিশের প্রজনন হার বেড়ে ৫৪ শতাংশ হয়েছে। গত ১০ বছর ধরে ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে, এ বছর দুর্গাপূজার সময়ে ভারতে তিন হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেয়া হয়। তবে, ভারতে গেছে মাত্র ৬৬৫ মেট্রিক টন।

স্টকমার্কেটবিডি.কম///

বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলাচলে উদ্যোগ শিগগিরই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শিগগিরই বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলাচল করবে বলে জানিয়েছেন মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার সকালে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা বলেন তিনি।

মালদ্বীপের হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শিগগিরই সরাসরি জাহাজ চলাচলের উদ্যোগ নেওয়া হবে।

মালদ্বীপের ব্যবসায়ীরাও এ বিষয়ে অত্যন্ত ইতিবাচক।
তিনি বলেন, উভয় দেশের মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ আরও বাড়াতে সরাসরি জাহাজ চলাচল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কনটেইনার, সাধারণ যাত্রী বা মালামাল পরিবহনের পাশাপাশি সমুদ্রপথে উভয় দেশের মধ্যে ক্রুজ সার্ভিস চালু করা যেতে পারে। এর মধ্য দিয়ে দুই দেশের পর্যটন বিকশিত হবে।

নৌ-পরিবহন উপদেষ্টা বলেন, মালদ্বীপ বাংলাদেশ থেকে পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্য আমদানি করতে পারে।

এছাড়া, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সরাসরি জাহাজ চলাচল চালু হলে দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য আরও সম্প্রসারিত হবে বলেও আশা করেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম//

লেনদেনের শীর্ষে এনআরবি ব্যাংক; ২য় স্থানে জিপি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে জিপির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ২৭ লাখ টাকা।

অগ্নি সিস্টেমসের ১৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিএসসির ১২ কোটি ৬৪ লাখ, মিডল্যান্ড ব্যাংকের ১১ কোটি ৫৫ লাখ, জেনেক্স ইনফোসিসের ১১ কোটি ৪৩ লাখ, আইসিবির ১০ কোটি ৮৬ লাখ, লাভেলো আইসক্রিমের ৯ কোটি ৩৪ লাখ, ফারইষ্ট নিটিংর ৮ কোটি ৬২ লাখ ও ইসলামী ব্যাংকের ৮ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. এনআরবি ব্যাংক
  2. জিপি
  3. অগ্নি সিস্টেমস
  4. বিএসসি
  5. মিডল্যান্ড ব্যাংক
  6. জেনেক্স ইনফোসিস
  7. আইসিবি
  8. লাভেলো আইসক্রিম
  9. ফারইষ্ট নিটিং
  10. ইসলামী ব্যাংক।

দিনশেষে দুই এক্সচেঞ্জেই সূচকের বড় উত্থাণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের উত্থাণ হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৮.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯১৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫১ কোটি ১৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৫৯ কোটি ৭৭ লাথ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩২৯টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৭টির আর অপরিবর্তিত আছে ২৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – এনআরবি ব্যাংক, জিপি, অগ্নি সিস্টেমস, বিএসসি, মিডল্যান্ড ব্যাংক, জেনেক্স ইনফোসিস, আইসিবি, লাভেলো আইসক্রিম, ফারইষ্ট নিটিং ও ইসলামী ব্যাংক।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ১৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৭৬৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৫২টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৪৪ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৭ কোটি ৫০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ফাইন ফুডস ও রবি আজিয়াটা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

এপেক্স ফুটওয়্যারের ৩৪তম এজিএম অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

এপেক্স ফুটওয়্যার লিমিটেড এর ৩৪তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে আজ ২৭ নভেম্বর ২০২৪ইং তারিখে অনুষ্ঠিত হয়।

সভায় কোম্পানীর অন্যান্য আলোচ্য সূচীর পাশাপাশি ২০২৩-২০২৪ অর্থবছরের ৩৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডাদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।

সভায় কোম্পানীর চেয়ারম্যান জনাব সৈয়দ মঞ্জুর এলাহী, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর ও অন্যান্য পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/////

১০ লাখ পোশাক শ্রমিক টিসিবির পণ্য পাবে : অর্থ উপদেষ্টা

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

কার্ডধারী এক কোটি পরিবারের বাইরে ১০ লাখ পোশাক শ্রমিককে ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেছেন, নিম্ন আয়ের মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য দিতে ফ্যামিলি কার্ড চালু করেছে টিসিবি। এই কার্ডধারী এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি দিচ্ছে সরকার।

এবার এই এক কোটি পরিবারের বাইরে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) আওতাভুক্ত ১০ লাখ পোশাক শ্রমিককে সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার।
কবে নাগাদ গার্মেন্টস শ্রমিকদের মধ্যে ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, টিসিবি যখনি বিক্রি কার্যক্রম শুরু করবে, এটা করব। টিসিবির পরবর্তী বিক্রি কার্যক্রমের মধ্যে গার্মেন্টস শ্রমিকরা সংযুক্ত থাকবেন। এটা ঢাকার আশপাশের বিশেষ এলাকার জন্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টঙ্গী, গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া, সাভারসহ ঢাকার আশপাশের পোশাক কারখানার শ্রমিকদের মাঝে প্রাথমিকভাবে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি করা হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এ