স্টকমার্কেটবিডি ডেস্ক :
যুক্তরাষ্ট্রে আদানি গ্রুপের কয়েকজন নির্বাহীর বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ আনার পর ভারতীয় ব্যবসায়ী গোষ্ঠীটি বড় ধরনের সমস্যায় পড়েছে। আদানি গ্রুপের পক্ষ থেকে আজ বুধবার জানানো হয়েছে, শেয়ারবাজারে তাদের কোম্পানিগুলোর শেয়ারের দাম কমে যাওয়ার কারণে তারা ৫ হাজার ৫০০ কোটি ডলার হারিয়েছে। গত সপ্তাহে গৌতম আদানি ও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
আদানিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে নিউইয়র্কে। ভারতীয় শতকোটিপতি গৌতম আদানি ও তাঁর বেশ কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করে বলা হয়েছে যে ঘুষ লেনদেনের অংশ হিসেবে তাঁরা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করেছেন। নভেম্বর মাসের ২০ তারিখে এই অভিযোগ আনা হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সরকারি কর্মকর্তাদের প্রথমে ঘুষ দেওয়ার প্রতিশ্রুতি ও পরে ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগে বলা হয়েছে। সরকারি কাজ পেতে ৬২ বছর বয়সী গৌতম আদানি ২৫ কোটি ডলার ঘুষ দেওয়ার ঘটনায় জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
আদানি গ্রুপ অভিযোগ অস্বীকার করেছে। আজ এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, ‘যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অভিযোগ আনার পর গ্রুপের ১১টি তালিকাভুক্ত কোম্পানির বাজার মূলধন প্রায় ৫ হাজার ৫০০ কোটি ডলার কমেছে।’
স্টকমার্কেটবিডি.কম////