টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে ২২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন টাকা ছাপিয়ে দেশের দুর্বল ছয়টি ব্যাংকে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বন্ড ছাড়ার মাধ্যমে এসব টাকা তুলে নেবো। আমাদের টাইট পলিসি থাকবে। এক হাতে দেবো, অন্য হাতে তুলে নেবো। এতে বাজারেও অস্থিরতা তৈরি হবে না।

গভর্নর বলেন, আমরা দুর্বল ব্যাংকগুলো তারল্য সহযোগিতা দিচ্ছি। আমানতকারীদের সুরক্ষার জন্য এটি দেওয়া হচ্ছে।

এরই মধ্যে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। তবে শাখাগুলোয় যে অস্থিরতা ছিল সেটি থেকে বেরিয়ে এসেছি। শাখাগুলোয় রোববার থেকে সবাই (গ্রাহক) নিজ নিজ চাহিদা অনুযায়ী টাকা পাবেন।

আমানতকারীদের উদ্দেশে গভর্নর বলেন, আমানতকারীদের টাকা নিরাপদে আছে, আপনারা নিশ্চিন্তে থাকুন।

তিনি জানান, আন্তঃব্যাংকের মাধ্যমে সমস্যায় থাকা ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে এবং সেখানে গ্যারান্টার হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করবে। তারল্য সংকট কাটাতে পুরো সাপোর্ট দিতে হলে দুই লাখ কোটি টাকার প্রয়োজন হবে। এতে মূল্যস্ফীতি বেড়ে যাবে বহুগুণ।

স্টকমার্কেটবিডি.কম//

৯০ দিন অনাদায়ী থাকলেই খেলাপি হবে ব্যাংকঋণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত পূরণে আগামী মার্চের মধ্যে সব ধরনের ঋণ শ্রেণিকরণে আন্তর্জাতিক চর্চা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো ঋণ পরিশোধ না করলে তা মেয়াদোত্তীর্ণ হিসেবে গণ্য করা হবে। এরপর অনাদায়ী হিসেবে ওই ঋণ ৯০ দিন অতিক্রম করলে খেলাপি হয়ে যাবে।

গতকাল বুধবার খেলাপি ঋণ বিষয়ে সর্বশেষ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এই নীতিমালা আগামী বছরের এপ্রিল মাস থেকে কার্যকর হবে বলে জানা গেছে।

সাবেক আওয়ামী লীগের রাজনীতি-ঘনিষ্ঠ ব্যবসায়ী ও বড় ঋণখেলাপিদের চাপে বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণসংক্রান্ত নীতিমালা শিথিল করেছিল। বর্তমানে কোনো ঋণ মেয়াদোত্তীর্ণ হওয়ার এক বছর সময় পর্যন্ত গ্রাহক খেলাপিমুক্ত থাকার সুযোগ পান। ফলে গ্রাহক নতুন করে ঋণ নিতে পারেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের সহযোগী ব্যবসায়ীদের দেওয়া ঋণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ রেকর্ড দুই লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকায় পৌঁছেছে।

স্টকমার্কেটবিডি.কম////////

দেশের অর্থনৈতিক পরিস্থিতি জানতে শুমারি শুরু ১০ ডিসেম্বর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সারা দেশে আগামী ১০ ডিসেম্বর থেকে অর্থনৈতিক শুমারি শুরু হবে। ১৫ দিনব্যাপী চলা শুমারি চলবে থেকে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত। ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর মূল তথ্য সংগ্রহ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি ১০ বছর পর এ শুমারি করে থাকে সংস্থাটি।

এরই মধ্যে প্রচারসহ অন্যান্য প্রস্তুতিও শেষ করা হয়েছে। এবারের শুমারিতে এক কোটি ২২ লাখ ইউনিট থেকে তথ্য সংগ্রহ করবেন ৯৫ হাজার তথ্য সংগ্রহকারী।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বিবিএস সম্মেলনকক্ষে আয়োজিত অর্থনৈতিক শুমারি প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রচার ও প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন শুমারির উপপ্রকল্প পরিচালক মিজানুর রহমান।

এ সময় জানানো হয়, ২৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত তিন দিনের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন পরিসংখ্যান ব্যুরোর বিভাগীয়, জেলা শুমারি সমন্বয়কারী ও মনিটরিং কর্মকর্তারা। এবারের অর্থনৈতিক শুমারিতে প্রশ্ন রয়েছে ৬৫টি। এবারই প্রথম ট্যাবের মাধ্যমে ক্যাপি পদ্ধতিতে এই শুমারির তথ্য সংগ্রহ করা হবে। এরই মধ্যে লিস্টিংয়ের মাধ্যমে এক কোটি ২২ লাখ ইউনিট চিহ্নিত করা হয়েছে। সেখান থেকে এবং এর বাইরে থেকেও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।

অনুষ্ঠানে জানানো হয়, এবারের শুমারিতে প্রথমবারের মতো দেশে কতজন বিদেশি কর্মী নিয়োজিত রয়েছেন, তারা কোন ধরনের প্রতিষ্ঠানে কোন ধরনের পদে কর্মরত এবং নারী-পুরুষ কতজন সেসব তথ্য তুলে ধরা হবে।

স্টকমার্কেটবিডি.কম////////

লেনদেনের শীর্ষে এনআরবি ব্যাংক; ২য় স্থানে জেনেক্স ইনফোসিস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ১৬ লাখ টাকা।

বিএসসির ১০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অগ্নি সিস্টেমসের ৯ কোটি ৬৮ লাখ, খান ব্রাদার্সের ৯ কোটি ৬৬ লাখ, লাভেলো আইসক্রিমের ৯ কোটি ৪৮ লাখ, বেক্স ফার্মার ৮ কোটি ৫৪ লাখ, এমারেল্ড ওয়েলের ৮ কোটি ২৬ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ৭ কোটি ৫০ লাখ ও সোনালী আঁশের ৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

দিনশেষে সূচকের মিশ্রাবস্থা বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের মিশ্রাবস্থা দেখা গেছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯১৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৩ কোটি ৭৫ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৫১ কোটি ১৬ লাথ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৬টির আর অপরিবর্তিত আছে ৬৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – এনআরবি ব্যাংক, জেনেক্স ইনফোসিস, বিএসসি, অগ্নি সিস্টেমস, খান ব্রাদার্স, লাভেলো আইসক্রিম, বেক্স ফার্মা, এমারেল্ড ওয়েল, ইন্ট্রাকো রি-ফুয়েলিং ও সোনালী আঁশ।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ৬২.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৩২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৭৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৬০ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৫ কোটি ৪৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ফাইন ফুডস ও বিএসসি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. এনআরবি ব্যাংক
  2. জেনেক্স ইনফোসিস
  3. বিএসসি
  4. অগ্নি সিস্টেমস
  5. খান ব্রাদার্স
  6. লাভেলো আইসক্রিম
  7. বেক্স ফার্মা
  8. এমারেল্ড ওয়েল
  9. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  10. সোনালী আঁশ।

দেশের অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ সোমবার : দেবপ্রিয় ভট্টাচার্য

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের অর্থনীতির শ্বেতপত্র আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এর আগে আগামী রবিবার তা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হবে।

আজ বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলতনায়তনে কারেন্ট ইকনোমিক সিচুয়েশন অ্যান্ড লঞ্চিং অব ওপেন বাজেট সার্ভে রেজাল্ট শীর্ষক এক ডায়ালগে এ কথা জানান শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এ সংক্রান্ত (শ্বেতপত্র প্রণয়ন) যে কমিটি সরকার করে দিয়েছে, সে কমিটিকে তিম মাসের দেওয়া হয়েছিল। আমাদের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। মিলিয়ন ডেটা আমরা পেয়েছি। এডিটিং চলছে। আশা করি, আমরা আগামী রবিবার সেটা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করব।’

তিনি বলেন, ‘সরকার পরিবর্তনের মধ্য দিয়ে অর্থনীতিতে পরিবর্তন আনার অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে।’

‌‘দুর্নীতির মাধ্যমে সম্পদের যে পাহাড় গড়ে তোলা হয়েছে, সেই সম্পদ যদি জনগণের হাতে ফিরিয়ে দিতে না পারি তবে সেটা কীসের বিপ্লব,’- বলেন দেবপ্রিয় ভট্টাচার্য।

স্টকমার্কেটবিডি.কম////

দুবাইয়ে বাংলাদেশিদের ভিসা সহজ করার অনুরোধ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দুবাইয়ে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভিসা সহজ করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান।

গতকাল বুধবার দুবাই ইমিগ্রেশনের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্সের (জিডিআরএফএ) ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আহমদ আল মারীর সঙ্গে সাক্ষাৎ করে এ অনু‌রোধ জানান তিনি।

জিডিআরএফএ’র ডিরেক্টর জেনারেল তার দপ্তরে নবনিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামানকে স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনের সময়ে দুবাই ইমিগ্রেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ডিরেক্টর জেনারেল এবং কনসাল জেনারেল দুবাইয়ে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ এবং অধিক সংখ্যক বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভিসা সহজ করাসহ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

স্টকমার্কেটবিডি.কম////

রহিমা ফুডের এজিএমের দিন পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের প্রতিষ্ঠান রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের আসন্ন বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন ও স্থান পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন এই এজিএমটি আগামী ২৩ ডিসেম্বর এই এজিএমটি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এর আগে ২৬ ডিসেম্বর এই এজিএমের দিন নির্ধারণ করা হয়েছিল।

এজিএমটি হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। এজন্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে গাজিপুরের ভালুকা। এই এজিএমটিতে এই লিংকে https://rahimafood.bdvirtualagm.com অনলাইনে প্রচার করা হবে।

এজিএমের এজেন্ডাসহ অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

আমরা নেটওয়ার্কের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্ক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ’। আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৩’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।

২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/এসবি