ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজনৈতিকভাবে যাই ঘটুক, ভারতের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের যে টানাপোড়েন চলছে সেটি রাজনৈতিক, বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। ব্যবসায়ীরা যারা পণ্য বিক্রি করেন তারা রাজনীতিবিদের বক্তব্যে বিভ্রান্ত হয় না, তারা পণ্য বেচেন। যেখান থেকে বাংলাদেশ কম দামে পণ্য পাবে, সেখান থেকেই কিনবে।

ভারত, মিয়ানমার ও ভিয়েতনামের কাছ থেকে চাল আমদানির কথা চলছে জানিয়ে তিনি বলেন, রমজানে পণ্যের সংকট হবে না। বিশ্ববাজারে সয়াবিনের দাম অনেক বেড়ে গেছে, যে কারণে বাজারে কিছুটা সংকট চলছে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ২৪ বিলিয়ন ডলার দেশের বাইরে চলে গেছে। যে কারণে ব্যাংকে আমানত বাড়ছে না। জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে বলে জানান তিনি।

নিত্যপণ্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জিনিসপত্রের দাম কমছে না। কারণ, রাজনৈতিক চাঁদাবাজির সিন্ডিকেট এখনো আছে।

স্টকমার্কেটবিডি.কম////

পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন চিনি কিনল বাংলাদেশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ। উচ্চমান সম্পন্ন এ চিনি আগামী মাসে করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

মঙ্গলবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কয়েক দশক পর ভ্রাতৃপ্রতিম দেশ পাকিস্তানের কাছ থেকে চিনি কিনেছে বাংলাদেশ। এর আগে ভারতের কাছ থেকে চিনি কিনতো বাংলাদেশ। গত সোমবার আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রতি টনে ৫৩০ মার্কিন ডলারে পৌঁছেছে।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, পাকিস্তানের চিনি শিল্প প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুমোদনে এই বছর কমবেশি ৬ লাখ টন চিনি রফতানির চুক্তি করেছে। এর মধ্যে ৭০ হাজার টন চিনি পাকিস্তান থেকে পাঠানো হবে মধ্য এশিয়ার দেশগুলোতে। থাইল্যান্ড পাকিস্তানের চিনি শিল্প থেকে ৫০ হাজার টন চিনি কিনেছে। পাকিস্তানের চিনি ব্যবসায়ীদের কর্মকর্তা মজিদ মালিকের মতে, উপসাগরীয় রাষ্ট্র, আরব দেশ এবং আফ্রিকান দেশগুলোও পাকিস্তান থেকে চিনি কেনার চুক্তি করেছে।

চিনি রফতানি থেকে পাকিস্তান ৪০০-৫০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করবে। মূলত পাকিস্তানের চিনি শিল্প দক্ষিণ এশিয়ার এই দেশটির জন্য একটি প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনকারী শিল্প হয়ে উঠেছে। দ্য নিউজ ইন্টারন্যাশনাল

স্টকমার্কেটবিডি.কম////

একমি ল্যাবের ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এক পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

পারভীন আক্তার খানম নামে কোম্পানিটির এই পরিচালক ২০ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন। তার হাতে মোট ৬৫ লাখ ১৯ হাজার ১৫৮টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক অথবা পাবলিক মার্কেটে বিক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

অবশেষে আইপিও অর্থ ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসলো সিকদার ইন্স্যুরেন্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

নানান দূর্নীতি করে সিকদার ইন্স্যুরেন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করে বাংলাদেশ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রায় এক বছর পরে আইপিও অর্থ ব্যবহার করার পূর্বের মনগড়া সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে বিমাটি।

বিমাটির আইপিও প্রসপেক্টাসে বলা হয়, শেয়ারবাজার থেকে উত্তোলিত টাকা দিয়ে একটি অব্যবহৃত ফ্লোর স্পেস ক্রয় করবে। উত্তোলিত অর্থ দিয়ে বিমাটি সরকারী ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট, শেয়ারবাজারে বিনিয়োগ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে বলে জানানো হয়।

সম্প্রতি বিএসইসি এই বিমাটির আইপিও অর্থ ব্যবহারে তদন্ত শুরু করে। এতেই বদলে যায় এসব অর্থ ব্যয়ের পরিকল্পপনা।

অবশেষে বিএসইসির চাপে পড়ে আইপিও অর্থ ব্যবহারের পূর্বের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে বিমাটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অব্যবহৃত ফ্লোর স্পেস ক্রয়ের টাকা বাংলাদেশ গর্ভমেন্ট ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হবে।

২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর কমিশনের ৮৮২তম কমিশন সভায় বিমাটির আইপিও অনুমোদন দেয় বিএসইসি। বিমাটিকে শেয়ারবাজারে ১.৬ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৬ কোটি টাকা উত্তোলন করার অনুমোদন দেওয়া হয়।

দেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবিরের মালিকানাধীন প্রতিষ্ঠান সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড বিমাটির আইপিও কার্যক্রমে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করে ।

স্টকমার্কেটবিডি.কম/সি

ইষ্টার্ণ হাউজিংয়ের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদে ঋণমান এসেছে ‘এসটি-১’।

২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ঢাকা ডায়িংয়ের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতে কোম্পানি ঢাকা ডায়িং মেনুফেকচারিং লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আগামী ১১ ডিসেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

জুট স্পিনার্সের নো ডেভিডেন্ট ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি জুট স্পিনার্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ট ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬৪.৪৫ টাকা। এসময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের দায় মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৮৭ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এর দিন পরে জানানো হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ফেব্রুয়ারি-মার্চে পাওয়া যাবে আইএমএফের ঋণের চতুর্থ কিস্তি: অর্থ উপদেষ্টা

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের চতুর্থ কিস্তির ১.১ বিলিয়ন মার্কিন ডলার আগামী ফেব্রুয়ারি-মার্চে পাওয়া যাবে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এসময় অর্থ উপদেষ্টা জানান, আজকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল এসেছিল। তাদের সঙ্গে ঋণ প্যাকেজ ৪.৭ বিলিয়ন ডলারের মধ্যে চতুর্থ কিস্তির ১.১ বিলিয়ন ডলার নিয়ে আলোচনা হয়েছে।

আমরা আশা করছি, আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে এটা পেয়ে যাব। আজকে মূলত তারা এসেছে রাজস্ব খাত, বাজেটের লক্ষ্যমাত্রা, মূল্যস্ফীতি এগুলো দেখার জন্য। এসব বিষয়ে তারা আমাদের সঙ্গে আলাপ করেছে, এরপর বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলাপ করবে।

সম্পূর্ণ আসে নাই, তবে এখন সময় বিনিয়োগের। আপনারা দেখবেন, ফরেন এক্সচেঞ্জ রেট আগের মতো ওঠানামা করছে না। ব্যাংকিং খাতের মধ্যে বেশ কয়েকটি ব্যাংকের লিকুইডি সার্পোট লাগছে। তবে ইসলামী ব্যাংকের মতো বড় ব্যাংকে কিছুটা ফিরে আসছে।

ইসলাসী ব্যাংক সব বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্যাংক। অন্যান্য ব্যাংকগুলোও আস্তে আস্তে ফিরে আসবে।

স্টকমার্কেটবিডি.কম///

৪ মাসে এক লাখ কোটি টাকার বেশি রাজস্ব আদায়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে রাজস্ব আদায় হয়েছে এক লাখ এক হাজার ২৮১ কোটি ৫৩ লাখ টাকা। আগের বছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল এক লাখ দুই হাজার ৩৩৬ কোটি ৪৫ লাভ টাকা। যা এক হাজার ৫৫ কোটি টাকা কম। রাজস্ব কমার হার ১ শতাংশ। এসব তথ্য জাতীয় রাজস্ব বোর্ডের।

জুলাই-অক্টোবর চার মাসে আমদানি শুল্ক থেকে রাজস্ব আদায় হয়েছে ৩২ হাজার ৬৭১ কোটি ১৪ লাখ টাকা। মূল্য সংযাজন কর (ভ্যাট) বাবদ আদায় হয়েছে ৩৬ হাজার ৭২৯ কোটি ৯৬ লাখ টাকা। আয়কর থেকে এসেছে ৩১ হাজার ৮৮০ কোটি ৪৩ লাখ টাকা।

চলতি বছরের প্রথম চার মাসে আমদানি থেকে আদায় ইতিবাচক ধারায় আছে। আর সব চেয়ে বেশি কমেছে মূল্য সংযোজন কর বাবদ আদায়।

আগের বছর ২০২৩-২৪ সালের এ সময়ে আমদানি শুল্ক আদায় হয়েছিল ৩২ হাজার ৪০০ কোটি ৮৫ লাখ টাকা। এবার এ চার মাসে শুল্ক আদায় শূন্য দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। আগের বছর ভ্যাট আদায় হয়েছিল ৩৮ হাজার ৬১২ কোটি ৪৫ লাখ টাকা, যা এবার প্রায় ৫ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/////

‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ নিয়ে আসছে নতুন টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসছে নতুন নোট। নোটে নতুন করে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্যসহ ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘।

ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে এসব চূড়ান্ত অনুমোদন হয়েছে। এরই মধ্যে নোট ছাপানোর কাজও শুরু হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসবে নতুন টাকা।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্র।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হচ্ছে। পরবর্তীতে ধাপে ধাপে দেশের সব ধরনের ব্যাংক নোটের ডিজাইন নতুন করা হবে। নতুন ডিজাইনের থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়। তবে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-১। কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন।

এসব বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, নতুন টাকা ছাপার বিষয়টি অনেক দূর এগিয়েছে। আশা করি আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসতে পারে নতুন টাকা।

স্টকমার্কেটবিডি.কম/////