নভেম্বরে রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

লতি বছরের নভেম্বর মাসে প্রবাসীরা ২২০ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। এক বছর আগের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ১২ শতাংশের বেশি। গত বছরের নভেম্বরে প্রবাসীরা ১৯৩ কোটি ডলার পাঠিয়েছেন।

রবিবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনের তথ্য মতে, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী এসেছে ৮২ কোটি ডলার। বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীরা দেশে পাঠিয়েছে ১২২ কোটি ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৬২ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

প্রতিবেদন মতে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবরে প্রবাসী আয় এসেছে ২৩০ কোটি ডলার। সেই হিসাবে নভেম্বরে রেমিট্যান্স কমেছে ৪ শতাংশের একটি বেশি। তবে এই অর্থবছরের মধ্যে সেপ্টেম্বরে সবেচেয়ে বেশি ২৪০ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। জুলাই মাসে পাঠিয়েছে ১৯১ কোটি ডলার, আগস্টে ২২২ কোটি ডলার।

স্টকমার্কেটবিডি.কম////

আবারও আলু রপ্তানি বন্ধ করল ভারত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারতের পশ্চিমবঙ্গে রাজ্য সরকার আলু রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দিয়েছে। এ কারণে আগামীকাল সোমবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ হচ্ছে বলে জানা গেছে। এর আগে ২৬ নভেম্বর (মঙ্গলবার) হিলি বন্দর দিয়ে আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল ভারত। পরে স্লপ বুকিং চালু হওয়ায় পুরনায় আমদানি হয় পণ্য দুটি।

আমদানিকারকরা জানিয়েছেন, আজ রবিবার পূর্বের স্লট বুকিং করা আলু আমদানি হয়েছে। নতুন করে স্লট বুকিং বন্ধ হয়ে যাওয়ায় আগামীকাল থেকে আলু আমদানি বন্ধ হয়ে যাবে।

তবে স্থলবন্দরটি দিয়ে পেঁয়াজসহ অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তারা।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা বলেন, ভারত থেকে আলু আমদানি স্বাভাবিক থাকলেও হঠাৎ করে ভারতের পশ্চিমবঙ্গ সরকার স্লট বুকিং বন্ধ করে দেয়।

স্লট বুকিং বন্ধ কারণে ভারত থেকে আলু আমদানি কমে আসে। ব্যবসায়ীদের পক্ষে থেকে স্লট বুকিং চালু করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

দিল্লিকে পাশ কাটিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারতের ট্যুরিস্ট ভিসা এখন বন্ধ রয়েছে। তবে সীমিতভাবে জরুরি মেডিকেল ও শিক্ষার্থীদের জন্য তৃতীয় দেশের ভিসা চালু রয়েছে।

মেডিকেল ও শিক্ষার্থী ভিসা চালু থাকলেও অনেকেই ভারতের ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। সে কারণে, বিশেষ করে শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। একইভাবে ইউরোপের বিভিন্ন দেশের ওয়ার্ক ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এসব সমস্যা বিবেচনায় নিয়ে দিল্লির বিকল্প হিসেবে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

বাংলাদেশি নাগরিকদের পশ্চিম ইউরোপের প্রায় সব দেশের ভিসা ঢাকা থেকেই হয়ে থাকে। আর বেশির ভাগ পূর্ব ইউরোপের দেশগুলোর ভিসা দিল্লি থেকে নিতে হয়। তবে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। আর সীমিতভাবে দেওয়া হচ্ছে জরুরি মেডিকেল ও শিক্ষার্থীদের জন্য তৃতীয় দেশের ভিসা। তবে অনেক শিক্ষার্থীই ভারতের ভিসা না পেয়ে ইউরোপে তাদের গন্তব্যের দেশে যেতে পারছেন না।

পূর্ব ইউরোপের বুলগেরিয়া, রোমানিয়া, পোল্যান্ড প্রভৃতি দেশের ভিসা নিতে বাংলাদেশি নাগরিকদের দিল্লি যেতে হয়। কারণ, এসব দেশের দূতাবাস ঢাকায় নেই। এসব দেশে প্রতি বছর অনেক শিক্ষার্থী পড়তে যান। এছাড়া রোমানিয়ায় এখন প্রচুর বাংলাদেশের কর্মীরাও যান। তবে ভারতীয় হাইকমিশন ভিসা সীমিত করে দেওয়ায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন।

এদিকে দিল্লিকে পাশ কাটিয়ে বিভিন্ন দেশ থেকে যেন তৃতীয় দেশের ভিসা শিক্ষার্থীরা পেতে পারেন, সে উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোমানিয়ার ভিসার জন্য শিক্ষার্থীরা থাইল্যান্ড ও ভিয়েতনামে দেশটির দূতাবাসে আবেদন করতে পারবেন। এছাড়া ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তানে বুলগেরিয়ার ভিসার আবেদন করা যাবে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে ভিয়েতনামের হ্যানয় এবং ইন্দোনেশিয়ার জাকার্তার দূতাবাসে এরই মধ্যেই ৮৬ জন বাংলাদেশের শিক্ষার্থী ভিসা আবেদন করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/////

আইএমএফের চতুর্থ কিস্তি পাওয়ার পথে বাংলাদেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তি পেতে ১২টি শর্তের সবগুলোই পূরণের পথে থাকলেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে বাংলাদেশ।

আইএমএফের শর্তাবলী পর্যালোচনা করতে আইএমএফ মিশনের প্রধান ক্রিস পাপাদাকিসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগামী ৩ থেকে ১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করবে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রতিনিধি দলটি ৩ ডিসেম্বর অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবে।

এই সফরে আইএমএফ প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে।

আইএমএফের শর্তগুলোর মধ্যে আছে নিট আন্তর্জাতিক রিজার্ভ, বাজেট ঘাটতি, আন্তর্জাতিক লেনদেনর ভারসাম্য, রিজার্ভ মানি, কর রাজস্ব, অগ্রাধিকার সামাজিক ব্যয় এবং সরকারের মূলধন বিনিয়োগ। অর্থ বিভাগের এক কর্মকর্তা জানান, সরকার এসব শর্তের ছয়টি পূরণ করলেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

এস আলমের ১৯৬৪ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে চট্টগ্রামে মামলা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রাম অর্থঋণ আদালতে এস আলম গ্রুপের বিরুদ্ধে ১ হাজার ৯৬৪ কোটি টাকার ঋণখেলাপি মামলা দায়ের করেছে জনতা ব্যাংকের চৌমুহনী করপোরেট শাখা। এটি জীবন বীমা শাখা হিসেবেও পরিচিত।

আদালত মামলা গ্রহণ করে গ্রুপটির মালিকানায় থাকা ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের প্রায় ৭ কোটি ৪৩ লাখ শেয়ার হস্তান্তরের নির্দেশনা দিয়েছেন।

আজ রবিবার সকালে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুল রহমানের আদালতে মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

রেজাউল করিম বলেন, মামলার শুনানি চলমান আছে। মামলায় এস আলম গ্রুপের গ্লোবাল ট্রেডিং করপোরেশনের ১ হাজার ৯৬৪ কোটি টাকার ঋণ খেলাপির দায়ে সাইফুল আলম মাসুদ ও তার স্ত্রী ফারজানা পারভিনসহ ১০ জনকে আসামি করা হয়েছে।

জনতা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, ব্যাংকটির জীবন বীমা শাখা থেকে এস আলম গ্রুপের মোট ঋণের পরিমাণ ৮ হাজার ২১৬ কোটি টাকা, যা এ শাখার মোট ঋণের ৯০ শতাংশ।

তবে বিষয়টি নিয়ে জনতা ব্যাংকের কেউ কথা বলতে রাজি হননি।

স্টকমার্কেটবিডি.কম/////

লেনদেনের শীর্ষে এনআরবি ব্যাংক; ২য় স্থানে এমারেল্ড ওয়েল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে এমারেল্ড ওয়েলের শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৯০ লাখ টাকা।

সী পার্লসের ১০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেনেক্স ইনফোসিসের ৯ কোটি ৪৮ লাখ, বিএসসির ৯ কোটি ২৫ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ৮ কোটি ৯৫ লাখ, অগ্নি সিস্টেমসের ৭ কোটি ৭ লাখ, এশিয়াটিক ল্যাবের ৭ কোটি ৫ লাখ, মিডল্যান্ড ব্যাংকের ৬ কোটি ৭৬ লাখ ও আইসিবির ৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. এনআরবি ব্যাংক
  2. এমারেল্ড ওয়েল
  3. সী পার্লস
  4. জেনেক্স ইনফোসিস
  5. বিএসসি
  6. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  7. অগ্নি সিস্টেমস
  8. এশিয়াটিক ল্যাব
  9. মিডল্যান্ড ব্যাংক
  10. আইসিবি।

দিনশেষে সূচকের সাথে কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের সামান্য পতন কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৮৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯১১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৭ কোটি ৩২ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৭৩ কোটি ৭৫ লাথ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৮টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৫টির আর অপরিবর্তিত আছে ৭২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – এনআরবি ব্যাংক, এমারেল্ড ওয়েল, সী পার্লস, জেনেক্স ইনফোসিস, বিএসসি, ইন্ট্রাকো রি-ফুয়েলিং,অগ্নি সিস্টেমস, এশিয়াটিক ল্যাব, মিডল্যান্ড ব্যাংক ও আসিবি।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ২.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৩৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ৮৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৮৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৫ কোটি ৬০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে খান ব্রাদার্স ও লাভেলো আইসক্রিম।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন জমা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে দেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি সংক্রান্ত অর্থনীতির শ্বেতপত্র প্রণয়নের জন্য তৈরি করা প্রতিবেদন জমা দিয়েছে এ সংক্রান্ত কমিটি।

রবিবার দুপুরে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেয়।

আগামীকাল সোমবার প্রতিবেদনের ফলাফল সংবাদ সম্মেলনের মাধ্যমে জনসাধারণের কাছে প্রকাশ তুলে ধরবেন কমিটির সভাপতি ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ প্ল্যানিং কমিশনের এনইসি সম্মেলন কক্ষের একনেক রুমে বেলা ১১টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম////

অগ্নি সিস্টেমসের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেডের দীর্ঘ মেয়াদী ঋণমান এসেছে ‘এ+’। একই সময় কোম্পানিটির স্বল্প মেয়াদী ঋণমান এসেছে এসটি-৩। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেড (বিডিআরএএল)।

২০২৩ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২৪ সালের ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে বিডিআরএএল।

স্টকমার্কেটবিডি.কম/এসএস