মিরাকল ইন্ডাস্ট্রিজের এজিএমের ভেণ্যু নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেণ্যু ও সময় নির্ধারণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, আগামী ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় গাজীপুরের কারখানাতেই এজিএমটি অনুষ্ঠিত হবে। এই এজিএমটি হাইব্রিড সিস্টেমে করা হবে।

এজিএমের এজেন্ডা ও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম///

ইউনাইটেড পাওয়ারের ঝণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও শক্তি শিল্প খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসট্রিবিউন কোম্পানি লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে এমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-১’।

২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম///

ইউরোপের ৮ দেশের ভিসা দেবে ঢাকার সুইডিশ দূতাবাস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আগামী ১০ ডিসেম্বর থেকে ইউরোপের ৮ দেশের ভিসা দেবে ঢাকার সুইডিশ দূতাবাস। বহুজাতিক ভিসা প্রোসেসিং সার্ভিস সংস্থা ভিএফএস গ্লোবাল ঢাকায় সুইডিশ দূতাবাসের সহযোগিতায় বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া বা সুইডেনে যাওয়ার জন্য শেনজেন ভিসা আবেদনের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করবে।

রবিবার (৮ ডিসেম্বর) ঢাকার সুইডিশ দূতাবাস থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়- আগামী ১৭ ডিসেম্বর থেকে সব আবেদনকারীকে অবশ্যই ঢাকায় ভিএফএস গ্লোবাল সুইডেনের সঙ্গে শেনজেন ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে আগাম একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। ওয়াক-ইন আবেদন আর গ্রহণ করা হবে না। অ্যাপয়েন্টমেন্ট স্লটটি আপনার ব্যক্তিগত তাই নিজেকেই বুক করতে হবে। আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তখন ভিএফএস গ্লোবাল দ্বারা একটি পরিষেবা ফি চার্জ করা হবে।

আপনি যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য উপস্থিত না হন বা আপনার নির্ধারিত সময়ের স্লটের ২৪ ঘণ্টা আগে আপনি এটি বাতিল করেন তবে ফি ফেরত দেওয়া হবে না।

স্টকমার্কেটবিডি.কম/

ইন্টারন্যাশনাল লিজিংয়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং লিমিটেডের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ড সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে ৩ মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১.০৫ টাকা। গত বছরের এ সময়ের প্রতিষ্ঠাটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.২৭ টাকা।

এ সময়ে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের দায় মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭৬ টাকা। যা ৩১ ডিসেম্বর এই দায় ছিল ১৭৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

জুট স্পিনার্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত পাট শিল্প খাতের কোম্পানি জুট স্পিনার্স লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১১ ডিসেম্বর বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি