ব্যবসায়ীরা ব্যবসা করবেন, কিন্তু অতিরিক্ত মুনাফা নয়: অর্থ উপদেষ্টা

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা চাই ব্যবসায়ীরা ব্যবসা করবেন। তবে অতিরিক্ত লাভ বা মুনাফা না করুক।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, আমরা পণ্য সরবরাহ নিশ্চিত করতে চাই। আজকে আমরা সার, সয়াবিন তেল, চাল, মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছি। এতে করে সয়াবিন তেলের দাম সহনীয় হতে পারে। রমজান পর্যন্ত যতো ধরনের নিত্যপণ্য আছে চাল, ডাল, ছোলা, তেল, চিনি এগুলোর সরবরাহ নিশ্চিত করে মোটামুটি চেষ্টা করছি বাজারটা আরেকটু সহনীয় রাখতে। তবে একটু সময় লাগবে৷

বাজারে এখনও সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, যেটা পাওয়া যাচ্ছে সেটা ২০০ টাকার ওপরে দাম নিচ্ছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাজারের বিষয়ে আমাদের একটু গ্যাপ আছে। যেদিন দাম আট টাকা বাড়ানো হলো তার পরের দিন সরবরাহ অনেক কমে গেছে। ব্যবসায়ীদের একটা প্রত্যাশা আছে আট টাকা বাড়ানো হয়েছে আরও হয়তো বাড়বে৷ আজকে আমরা সয়াবিন তেল আমদানির অনুমোদন দিয়েছি। আমরা চাচ্ছি আমাদের দিক থেকে সরবরাহটা থাকুক।

ভোক্তাদের পক্ষ থেকে অভিযোগ আছে যে বাজারে মনিটরিং হচ্ছে না সেজন্য দাম বাড়ছে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাজার মনিটরিং হচ্ছে না, বিষয়টা কিন্তু এমন নয়। অন্যান্য দেশে কিন্তু এরকম হয় না। বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কয়টা জায়গায় যেতে পারে৷ কিছু দিন আগে আমি পাবনা গেলাম সেখানেও একই অবস্থা।

স্টকমার্কেটবিডি.কম////

এডিএন টেলিকমের ২১তম এজিএম অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এডিএন টেলিকম লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে সম্পন্ন হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্তির পর এটি ছিল কোম্পানির প্রথম হাইব্রিড এজিএম যেখানে সরাসরি ও অনলাইনে অংশগ্রহণের সুযোগ ছিল।

সভার সভাপতিত্ব করেন পরিচালক বোর্ডে চেয়ারম্যান আসিফ মাহমুদ। এতে পরিচালকদের মধ্যে জনাব মো. মঈনুল ইসলাম, জনাব মো. মাহফুজ আলী সোহেল ও জনাব ওয়াকার আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া ছিলেন ইন্ডিপেন্ডেন্ট পরিচালক জনাব মো. মারুফ, ব্যবস্থাপনা পরিচালক জনাব হেনরি হিলটন। উপদেষ্টাদের মধ্যে ছিলেন মো. জিয়াউল হক খন্দকার ও জনাব শাহরিয়ার আকবর চৌধুরী এবং প্রধান অর্থকর্মকর্তা জনাব মো. নাজিম উদ্দিন, এফসিএ।

সভাটি পরিচালনা করেন কোম্পানির সেক্রেটারি মো. মনির হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক জনাব হেনরি হিলটন।

বার্ষিক এই সাধারণ সভায় কোম্পানির ২০২৩-২৪ অর্থবছরের কার্যক্রম এবং ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থকর্ম কর্তা শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কোম্পানির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

সভায় শেয়ারহোল্ডারগণ, সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন। শেয়ারহোল্ডাররা মূল্যবান পরামর্শ ও ইতিবাচক মতামত দেন। তারা কোম্পানির চলমান উদ্যোগ ও সামগ্রিক কার্যক্রমের প্রশংসা করেন।উক্ত সভায় শেয়ারহোল্ডাররা ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও ডিরেক্টরস রিপোর্ট অনুমোদন করেন। এছাড়া ১০শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাবেও অনুমোদন দেন।

সমাপনী বক্তব্যে কোম্পানি সেক্রেটারি মো. মনির হোসেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি শেয়ারহোল্ডার, অংশীদার, নিয়ন্ত্রকসংস্থা, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণ ও অব্যাহত সমর্থনের প্রশংসা করেন।

স্টকমার্কেটবিডি.কম////

৬০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী, সরকারি সংস্থাগুলোর বিনিয়োগ পরিবেশ উন্নীতকরণসহ বাণিজ্য নীতি-লজিস্টিক শক্তিশালী করতে বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যা দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ দাড়াঁয় ৭ হাজার ১৬২ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১১৯ টাকা ৩৭ পয়সা)।

আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রামের আওতায় এই ঋণ চুক্তি অনুষ্ঠিত হয়। এই ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও এডিবির পক্ষে অফিসার্স ইনচার্জ জিংবো নিং।

ঋণ চুক্তি অনুযায়ী এই কর্মসূচির পূর্বশর্তগুলো ইতোমধ্যে অর্জিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর, পরিকল্পনা কমিশনের আওতাধীন কার্যক্রম বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়িত হবে।

কর্মসূচির নীতি সংস্কারের উদ্দেশ্য হলো দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং বেসরকারি খাতের উন্নয়নে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার।

স্টকমার্কেটবিডি.কম////

ইনডেক্স এগ্রোর ক্যাটাগরি পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইনডেক্স এগ্রো লিমিটেড সর্বশেষ বছরে লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামীকাল বৃহস্পতিবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

জানা গেছে, ইনডেক্স এগ্রো লিমিটেড সর্বশেষ অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন ‘এ’ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা; ২য় স্থানে একমি ল্যাব

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে একমি ল্যাবের শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ২৬ লাখ টাকা।

বিএসসির ১৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মার ১৫ কোটি ৫৮ লাখ, অগ্নি সিস্টেমসের ১২ কোটি ৪৩ লাখ, জিপির ১১ কোটি ৭৪ লাখ, ড্রাগন সোয়েটারের ১০ কোটি ৮ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ৭০ লাখ, বেক্স ফার্মার ৮ কোটি ৪ লাখ ও ফাইন ফুডসের ৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক কমেছে। তবে এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২০৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৩০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪০২ কোটি ৪৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৫০ কোটি ১৬ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৯টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৫৮টির আর অপরিবর্তিত আছে ৬৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – রবি আজিয়াটা, একমি ল্যাব, বিএসসি, স্কয়ার ফার্মা, অগ্নি সিস্টেমস, জিপি, ড্রাগন সোয়েটার, ওরিয়ন ইনফিউশন, বেক্স ফার্মা ও ফাইন ফুডস।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ১৮.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৮৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ৯২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৯ কোটি ৭৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এপেক্স ফুট ও ওয়াটা কেমিক্যালস।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

২৬ শতাংশ রেমিট্যান্স বেড়েছে হাসিনার পতনের পর : আসিফ নজরুল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, শেখ হাসিনার পতন ও পলায়নের পর দেশে রেমিট্যান্স প্রবাহ ২৬ শতাংশ বেড়েছে। তিনি বলেন, ‘প্রবাসীরা উজাড় করে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে চলেছেন। তারা আমাদের দেশ গড়ার মূল চালিকাশক্তি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় এই তথ্য দেন তিনি।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘প্রবাসীদের সব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি দ্রুতই তা বাস্তবায়ন হবে। সব ধরনের হয়রানি বন্ধে কাজ করা হচ্ছে।

অভিবাসন ব্যয় কমানোর চেষ্টা চলছে। এজেন্সিগুলোকে বলা হচ্ছে। ইউরোপের দেশগুলোতেও দক্ষ শ্রমিক পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ইন্ট্রিগেশনের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।

আসিফ নজরুল বলেন, ‘প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ফ্যাসিস্টরা লুটপাট করে বিদেশে পাচার করলে আমাদের খুব কষ্ট লাগে। প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠান ইসলামী ব্যাংকের মাধ্যমে। তাদের সবচেয়ে পছন্দ ইসলামী ব্যাংক। সেই ইসলামী ব্যাংক ফ্যাসিস্ট হাসিনা সরকার দখল করে লুটপাট করেছে। হাজার হাজার টাকা পাচার করেছে।

পাসপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকেই পাসপোর্টের সমস্যা নিয়ে আসেন। এটি আমার মন্ত্রণালয়ের অধীনে না। পাসপোর্টের হয়রানি বন্ধে আমরা হয়তো অনুরোধ করতে পারি। তবুও আমরা চেষ্টা করব।’

স্টকমার্কেটবিডি.কম////

ভারত থেকে আসছে ২৫ হাজার টন চাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারত থেকে আসছে ২৫ হাজার মেট্রিক টন চাল। আগামী ২৩ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে চালের এ চালান পৌঁছার কথা রয়েছে।

দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সম্প্রতি চাল ও গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে চালের প্রথম চালানটি আসছে ভারত থেকে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে খাদ্য অধিদপ্তরের জন্য এ চাল কেনা হয়েছে বলে জানা গেছে। এর আগে ইউক্রেন থেকে সরকারি পর্যায়ে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে গত ১২ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে একটি জাহাজ।

চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দপ্তর, চট্টগ্রামের নিয়ন্ত্রক জ্ঞান প্রিয় বিদূর্ষী চাকমা জানান, ভারত থেকে ২৫ হাজার টন সেদ্ধ চাল ১৮ ডিসেম্বর আসার কথা ছিল। পরে ২০ ডিসেম্বর সময় নির্ধারণ করা হয়। এখন আরও পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর আসার কথা রয়েছে। ’তানাইস ড্রিম’ নামের জাহাজযোগে চট্টগ্রাম বন্দরে আসবে চাল। পর্যায়ক্রমে সরকারিভাবে আমদানি করা চালের আরও চালান আসার কথা।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৫ ডিসেম্বর পর্যন্ত সরকারি গুদামে খাদ্যশস্যের মজুত রয়েছে ১১ লাখ ৫৫ হাজার ৫৭৯ মেট্রিক টন। এর মধ্যে প্রধান খাদ্যশস্য চালের মজুত ৭ লাখ ৩৪ হাজার ১৭৯ টন। গমের মজুত ৪ লাখ ১৯ হাজার ৫৩৭ টন ও ধানের মজুত ২ হাজার ৮০২ টন।

স্টকমার্কেটবিডি.কম////

বিটকয়েনের নতুন রেকর্ড

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ক্রমেই ওপরে উঠছে ক্রিপ্টোমুদ্রা বিটকয়েন। এবার কিছু সময়ের জন্য ১ লাখ ৬ হাজার ডলারে উঠে এ ডিজিটাল মুদ্রা।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মূল্যবৃদ্ধির ধারায় রবিবার (১৫ ডিসেম্বর) বিটকয়েনের দাম কিছু সময়ের জন্য এ রেকর্ড দাম উঠে।

গত ৫ নভেম্বর মার্কিন নির্বাচনের পর এ নিয়ে ক্রিপ্টোমুদ্রা বিটকয়েনের দাম ৫০ শতাংশের বেশি বেড়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) বিটকয়েনের দাম নতুন রেকর্ড গড়ার পর কিছুটা কমেছে। আজ সোমবার সকালে এশিয়ার বাজারে বিটকয়েনের দাম ১ লাখ ৪ হাজার ৫০০ ডলারে নেমে আসে।

ডিজিটাল মুদ্রার এ উত্থান শুরু হয় ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর, কারণ তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়েও ক্রিপ্টো বান্ধব শাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সূত্র : বিবিসি।

স্টকমার্কেটবিডি.কম////