বিশ্বব্যাংক-এডিবির ১.১ বিলিয়ন মার্কিন ডলারের অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অন্তর্বর্তী সরকারের সংস্কার ও উন্নয়ন কার্যক্রমকে বেগবান করতে বিশ্বব্যাংক ৫০০ মিলিয়ন মার্কিন ডলার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের দু’টি বাজেট সাপোর্ট সহায়তা অনুমোদন করেছে। মোট ১.১ বিলিয়ন মার্কিন ডলারের এ বাজেট সহায়তা চলতি ডিসেম্বর মাসের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

রবিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। বাজেট সহায়তার পাশাপাশি বিশ্বব্যাংক স্বাস্থ্য ও পুষ্টি খাতে ৩৭৯ মিলিয়ন এবং চট্টগ্রামে পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ২৮০ মিলিয়ন মার্কিন ডলার প্রকল্প সহায়তাও অনুমোদন করেছে।

১৮ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে ‌‘স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রাম, সাব-প্রোগ্রাম ১’ শীর্ষক কর্মসূচির জন্য ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণচুক্তি সই হয়। অর্থ-বিভাগের উদ্যোগে এ কর্মসূচিটি প্রণয়ন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম///

বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যমুনা নদীতে নির্মিত রেল সেতুর নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। সিরাজগঞ্জ ও টাঙ্গাইলকে সংযোগকারী এই রেল সেতুর নাম ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতু’ পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘যমুনা রেল সেতু’।

আজ রবিবার দুপুরে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, যমুনা নদীতে নির্মিত রেলসেতুর নাম বঙ্গবন্ধু রেল সেতু থাকছে না।

এটি এখন যমুনা রেলসেতু নামেই উদ্বোধন করা হবে। ২০২৫ সালের জানুয়ারি মাসে এই রেলসেতু উদ্বোধন করা হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন; ২য় স্থানে রবি আজিয়াটা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রবি আজিয়াটার শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৬২ লাখ টাকা।

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জিপিএইচ ইস্পাতের ৯ কোটি ৪৮ লাখ, ড্রাগন সোয়েটারের ৮ কোটি ২২ লাখ, বিএসসির ৮ কোটি ১৬ লাখ, ফাইন ফুডসের ৭ কোটি ৯১ লাখ, জিপির ৬ কোটি ১৩ লাখ, ওআইমেক্স ইলেক্ট্রোডসের ৬ কোটি ৪ লাখ ও বীকন ফার্মার ৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. ওরিয়ন ইনফিউশন
  2. রবি আজিয়াটা
  3. সেন্ট্রাল ইন্স্যুরেন্স
  4. জিপিএইচ ইস্পাত
  5. ড্রাগন সোয়েটার
  6. বিএসসি
  7. ফাইন ফুডস
  8. জিপি
  9. ওআইমেক্স ইলেক্ট্রোডস
  10. বীকন ফার্মা।

ডিএসইতে ৩১২ ও সিএসইতে ১৫০ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক কমেছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৫.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৩৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩১২ কোটি ৯১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৩৫ কোটি ৫৯ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৬টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৮১টির আর অপরিবর্তিত আছে ৪৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ইনফিউশন, রবি আজিয়াটা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, জিপিএইচ ইস্পাত, ড্রাগন সোয়েটার, বিএসসি, ফাইন ফুডস, জিপি, ওআইমেক্স ইলেক্ট্রোডস ও বীকন ফার্মা।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ৫৪.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৬৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১১০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫০ কোটি ৪০ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৫ কোটি ৪০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে পূবালী ব্যাংক ও একমি ল্যাবরেটরিজ।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

কুইন সাউথ টেক্সটাইলের এজিএমের স্থান নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) স্থান নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির ইজিএমটি হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। এই ইজিএম আগামী ৩১ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

এই ইজিএমে আগ্রহী শেয়ারহোল্ডাররা সাভার আশুলিয়াতে উপস্থিত থাকতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

১৫ কারখানার ৪০ হাজার কর্মী ছাঁটাই জরলো বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গাজীপুরে রপ্তানিমুখী পোশাক ও বস্ত্র কারখানাগুলো কার্যাদেশ পায়নি—এমন কারণ দেখিয়ে বেক্সিমকো শিল্পগোষ্ঠী তাদের ১৫ পোশাক কারখানার প্রায় ৪০ হাজার কর্মী ছাঁটাই করেছে।

গত ১৫ ডিসেম্বর জারি করা বিজ্ঞাপ্তিতে শিল্পগোষ্ঠীটির সব কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের ১৬ ডিসেম্বর থেকে ছাঁটাই কার্যকরের কথা জানানো হয়।

এতে আরও বলা হয়, ছাঁটাই হওয়া শ্রমিকদের কারখানায় রিপোর্ট করার প্রয়োজন নেই। কেননা, আগামী ৩০ জানুয়ারি আবার কারখানা খোলার সম্ভাব্য তারিখ পর্যন্ত সব ধরনের উৎপাদন কাজ বন্ধ থাকবে।

৪৫ দিনের ছাঁটাইয়ের সময়কালে কর্মীদের বেতন সম্পর্কে বিজ্ঞপ্তিতে শ্রম আইনের উল্লেখ করা হয়েছে। এতে শ্রমিকদের মূল বেতনের অর্ধেক ও অন্যান্য সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। বেক্সিমকোর অর্থ ও কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ওসমান কায়সার চৌধুরী বলেন, ‘কাঁচামাল আমদানির জন্য এলসি খুলতে না পারায় উৎপাদন চালানো যাচ্ছে না।’

কারখানাগুলোর মধ্যে আছে—শাইনপুকুর গার্মেন্টস, আরবান ফ্যাশনস, ইয়েলো অ্যাপারেলস, প্রিফিক্স ফ্যাশনস, আরআর ওয়াশিং, বেক্সিমকো ফ্যাশনস, বেক্সিমকো গার্মেন্টস, নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ, ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলস, এসেস ফ্যাশনস, এসকর্প অ্যাপারেলস, ক্রিসেন্ট ফ্যাশন অ্যান্ড ডিজাইন ও ক্রিসেন্ট এক্সেসরিজ লিমিটেড। বাকি দুই কারখানার নাম জানা যায়নি।

ওসমান কায়সার চৌধুরী আরও বলেন, ‘ছাঁটাই হওয়া শ্রমিকরা গত নভেম্বরে পুরো বেতন পেয়েছেন। সরকারি সহায়তার জন্য ধন্যবাদ।’ বেক্সিমকো মোট ৭০ হাজার কর্মীর মধ্যে ৪০ হাজারের বেশি জনকে ছাঁটাই করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

আর্গন ডেনিমসের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমসের ঋণমান প্রকাশ করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ-’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৩’।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও চলতি হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

শেফার্ড ইন্ডাস্ট্রিজের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৩’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)।

সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ১৮ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফারেটিং।

স্টকমার্কেটবিডি.কম/এসবি