- ওরিয়ন ইনফিউশন
- বিএসসি
- ফাইন ফুডস
- যমুনা ওয়েল
- রবি আজিয়াটা
- খান ব্রাদার্স
- আইসিবি
- জিপিএইচ ইস্পাত
- ফার্ষ্ট প্রইম মি. ফান্ড
- রূপালী লাইফ ইন্স্যুরেন্স।
Day: December 23, 2024
ডিএসইতে ৩০৩ ও সিএসইতে ১২৪ কোটি টাকার লেনদেন
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক কমেছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৬.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯২২ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৩ কোটি ২৭ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩১২ কোটি ৯১ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯৯টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১৬টির আর অপরিবর্তিত আছে ৮১টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ইনফিউশন, বিএসসি, ফাইন ফুডস, যমুনা ওয়েল, রবি আজিয়াটা. খান ব্রাদার্স, আইসিবি, জিপিএইচ ইস্পাত, ফার্ষ্ট প্রইম মি. ফান্ড ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ১৩.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৬৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ১১১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২৪ কোটি ২৫ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৫০ কোটি ৪০ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সিটি ব্যাংক ও মবিল যমুনা।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির ২৪তম বার্ষিক সাধারণ সভা,(এজিএম) স্বতস্ফুর্তভাবে সম্পন্ন হয়েছে। সভায় শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২৪ সালে সমাপ্ত হিসাববছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ১১শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এবং স্পন্সর পরিচালকদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডসহ অন্যান্য এজেন্ডা অনুমোদন দেয়।
সোমবার (২৩ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কুর্মিটোলা গলফ ক্লাবে এজিএম এ এটি অনুমোদন দেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও বিগত বছরের আর্থিকঅবস্থা ও শেয়ারহোল্ডারদের প্রশ্ন উত্তরপর্ব সম্পাদন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নজরুল ইসলাম এফসিএ, সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মিজানুর রহমান, সভায় উপস্থিত ছিলেন সিএফও সনৎ দত্তসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ারহোল্ডারগণ। জনাব হাফিজুর রহমান খান রানার অটোমোবাইলস পিএলসি এর চেয়ারম্যান এর দিক নির্দেশনামূলক বক্তব্য এর মাধ্যামে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।
স্টকমার্কেটবিডি.কম////
এপেক্স ফুটওয়ারের ঋণমান প্রকাশ
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ফুটওয়ারের ঋণমান প্রকাশ করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৩’।
সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও চলতি হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।
স্টকমার্কেটবিডি.কম/বি
ঢাকা ডায়িংয়ের বোর্ড সভা আহবান
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি ঢাকা ডায়িং লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ ডিসেম্বর আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন বেলা ৪টায় সাভারে অবস্হিত নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
পিপলস লিজিংয়ের শেয়ার প্রতি লোকসান ৯.৯০ টাকা
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯.৯০ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কন্সোলিডেটেড লোকসান দাঁড়িয়েছে ৯.৯০ টাকা। আগের প্রান্তিকে যা ছিল ৫.৭৬ টাকা।
এ সময় কোম্পানিটির প্রতি শেয়ারে কন্সোলিডেটেড সম্পদের দায় মূল্য (ন্যাভ) কমে দাঁড়িয়েছে হয়েছে ১৪৫ টাকা। যা গত একই সময়ে ছিল ১৩৪ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
ন্যাশনাল ব্যাংকের নো ডেভিডেন্ট ঘোষণা
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড সমাপ্ত অর্থবছরের জন্য নো ডেভিডেন্ট ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ জানুয়ারি।
স্টকমার্কেটবিডি.কম///
বেস্ট হোল্ডিংসের এজিএমের স্থান নির্ধারণ
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও পণোদনা খাতের কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) স্থান নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির ইজিএমটি হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। এই ইজিএম আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
এই ইজিএমে আগ্রহী শেয়ারহোল্ডাররা ডিওএইচএস বারিধারা কনভেনশন সেন্টার উপস্থিত থাকতে পারবেন।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
ইন্দো বাংলা ফার্মার আর্থিক প্রতিবেদন প্রকাশ
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ঔষুধ শিল্প খাতের কোম্পানি ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত বোর্ড সভায় এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়।
আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.০১ টাকা।
এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.৫৮ টাকা। গত ২০২৪ সালের ৩০ জুন এই এনএভি ছিল ১৩.৬০ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এসবি