Day: January 22, 2025
বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
বিদেশি বিনিয়োগ আকর্ষণে সব বিনিয়োগ প্রচার সংস্থাকে এক ছাতার নিচে আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কোরিয়ান ইপিজেড) জমি অধিকার সমস্যা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে সমাধানের নির্দেশনা দেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংসহ বেশ কয়েকজন শীর্ষ বিদেশি বিনিয়োগকারী সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এ নির্দেশনা দেন।
কিহাক সাং এসময় বেশ কিছু বিষয় উত্থাপন করেন যেগুলো বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগকে নিরুৎসাহিত করছে বলে মনে করেন তিনি।
প্রধান উপদেষ্টাকে দেশে বড় আকারের বিনিয়োগের পরিবেশ উন্নত করার আহ্বান জানান সাং।
প্রধান উপদেষ্টা কিহাক সাংকে জানান, শিল্পাঞ্চলে এফডিআইয়ের প্রধান বাধা হিসেবে চিহ্নিত কোরিয়ান ইপিজেডের জমি সমস্যাটি আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে সমাধান করা হবে।
তিনি বলেন, আমরা চাই কোরিয়ান ইপিজেড বাংলাদেশে সবার জন্য একটি মডেল হয়ে উঠুক। আমরা আশা করি এটি বড় বিনিয়োগ আকর্ষণ করবে এবং প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করবে।
স্টকমার্কেটবিডি.কম ////
দুয়ারের ৫ কোটি টাকার কিউআইও স্থগিত করলো বিএসইসি
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া দুয়ার সার্ভিসেস লিমিটেডের কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে এ কোম্পানির বিরুদ্ধে আণীত অভিযোগ নিয়ে যৌথভাবে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছেন বিএসইসি ও ডিএসই কর্মকর্তারা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিএসইসির ৯৩৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত বছরের ৯ জুন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯১১তম কমিশন সভায় দুয়ার সার্ভিসেস লিমিটেডের কিউআইও অনুমোদন দেওয়া হয়।
পরবর্তীতে গত ৫ ডিসেম্বর খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন লিখিতভাবে সম্মতিপত্র (কনসেন্ট লেটার) দেয়। এরপর দুয়ার সার্ভিসেস লিমিটেডের কিউআইও আবেদন গ্রহণের জন্য আগামী ১৯ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছিল।
কোম্পানিটির বিরুদ্ধে গত ফ্যাসিস্ট সরকারের সাথে যোগসাজশের অভিযোগ আনা হয়। আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলো কোম্পানিটি।
স্টকমার্কেটবিডি.কম////
অবৈধ বিদেশিদের আবারও সতর্ক করলো সরকার
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
বাংলাদেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের আবারও সতর্ক করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সরকার নির্ধারিত সময়ের মধ্যে বৈধতা অর্জন না করলে তাদের বিরুদ্ধে ফরেন অ্যাক্ট ১৯৪৬ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে সই করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন/কর্মরত রয়েছেন। এমতাবস্থায়, অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত/কর্মরত ভিনদেশি নাগরিক যারা ইতিপূর্বে জারিকৃত সতর্কীকরণ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জন করবেন না, তাদের বিরুদ্ধে দা ফরেন অ্যাক্ট ১৯৪৬ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগেও কয়েক দফায় বাংলাদেশে অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের সতর্ক করেছে সরকার। সবশেষ ৩১ জানুয়ারি পর্যন্ত তাদের বৈধতা অর্জনের সময় বেধে দেওয়া হয়।
স্টকমার্কেটবিডি.কম////
এসএস স্টিলের নতুন সিএস নিয়োগ
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি এসএস স্টিল লিমিটেডের নতুন কোম্পানি সচিব (সিএস) নিয়োগ পেয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান, এফসিএস। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।
সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির নতুন সিএস নিয়োগ দেওয়া হয়েছে।
মোহাম্মদ নুরুজ্জামান, এফসিএস ইতিমধ্যে কোম্পানিটির সচিবের দ্বায়িত্ব পালন শুরু করেছেন।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
মালেক স্পিনিংয়ের বোর্ড সভা আহবান
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২২ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন বেলা ২:৪৫টায় রাজধানীর তেজগাঁয়েঅবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স; ২য় স্থানে মিডল্যান্ড ব্যাংক
স্টকমার্কেটবিডি ডেস্ক :
সপ্তাহের তৃতীয় দিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ১১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৬২ লাখ টাকা।
ফাইন ফুডসের ১১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আফতাব অটোসের ১০ কোটি ৪৯ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ৮৯ লাখ , এশিয়াটিক ল্যাবরেটরিজের ৭ কোটি ৮৪ লাখ, ওআইমেক্স ইলেক্ট্রোডসের ৬ কোটি ৮৫ লাখ, লাভেলো আইসক্রিমের ৬ কোটি ৯৫ লাখ, এসোসিয়েটেড অক্সিজেনের ৬ কোটি ৬৬ লাখ ও ফার্ষ্ট প্রাইম মি. ফান্ডের ৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
- খান ব্রাদার্স
- মিডল্যান্ড ব্যাংক
- ফাইন ফুডস
- আফতাব অটোস
- ওরিয়ন ইনফিউশন
- এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ওআইমেক্স ইলেক্ট্রোডস
- লাভেলো আইসক্রিম
- এসোসিয়েটেড অক্সিজেন
- ফার্ষ্ট প্রাইম মি. ফান্ড।
দিনশেষে সূচকের সাথে কমেছে লেনদেন
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক কমেছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের তৃতীয় দিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৫০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৫৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯০৪ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ১১ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৯৭ কোটি ৮১ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৮১টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩১টির আর অপরিবর্তিত আছে ৮৪টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –খান ব্রাদার্স, মিডল্যান্ড ব্যাংক, ফাইন ফুডস, আফতাব অটোস, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওআইমেক্স ইলেক্ট্রোডস, লাভেলো আইসক্রিম. এসোসিয়েটেড অক্সিজেন ও ফার্ষ্ট প্রাইম মি. ফান্ড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ১৬.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩৮৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ৭২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৬৫ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৪ কোটি ৩ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও ইউসিবি।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
এলপি গ্যাসে ভ্যাট কমাল সরকার
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
এলপি গ্যাস উৎপাদন পর্যায়ে সাড়ে ৭ শতাংশ অতিরিক্ত মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করেছে সরকার। সোমবার (১৩ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত বিশেষ আদেশ জারি করেছে।
এতে বলা হয়, বর্তমানে এলপি গ্যাস বাসাবাড়িতে রান্নার জ্বালানি, অটোগ্যাস স্টেশনে যানবাহনের জ্বালানি এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। আর বর্তমানে গ্যাস বিতরণ কোম্পানিগুলোর সরবরাহকৃত প্রাকৃতিক গ্যাসের অপ্রতুল হওয়ার কারণে পোশাক শিল্পসহ বিভিন্ন প্রকার শিল্প কারখানায় এলপি গ্যাসের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
এতে উল্লেখ করা হয়, এলপি গ্যাসের উৎপাদন ও ব্যবহার সহজলভ্য করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মূল্য সংযোজন কর ও সম্পূলরক শুল্ক আইন অনুযায়ী উৎপাদন পর্যায়ে এলপি গ্যাসে সাড়ে ৭ শতাংশ অতিরিক্ত মূল্য সংযোজন কর অব্যাহতি দিয়েছে।
এই আদেশ ২০২৫ সালের ৯ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।
স্টকমার্কেটবিডি.কম///