- তাওফিকা ফুডস
- রবি আজিয়াটা
- ওরিয়ন ইনফিউশন
- কোহিনূর কেমিক্যাল কোম্পানী l
- আলহাজ্ব টেক্সটাইল
- সিমটেক্স ইন্ডাস্ট্রি
- নিউ লাইন ক্লোথিংস
- এসবিএসি ব্যাংক
- সিটি ব্যাংক
- রংপুর ডেইরি।
Day: February 20, 2025
লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান চেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১২ ফেব্রুয়ারি) কোম্পানিটির ১৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ২১ লাখ টাকার। ১০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- কোহিনূর কেমিক্যাল কোম্পানী লিমিটেড, আলহাজ্ব টেক্সটাইল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, নিউ লাইন ক্লোথিংস, এসবিএসি ব্যাংক, সিটি ব্যাংক এবং রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।
স্টকমার্কেটবিতি//
এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
আর্থিক খাতে ব্যাপক সমালোচিত এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা ৪২টি কোম্পানির ৪৩৭ কোটি ৮৫ লাখ লাখ ২ হাজার ২৪৪টি শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ৫ হাজার ১০৯ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ২৬০ টাকা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। আদালতে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে ১ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানকালে তার ও তার পরিবারের সদস্যদের নামে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর, বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রামের সিডিএ এনেক্স ভবন (৬ষ্ঠ তলা) থেকে প্রাপ্ত তথ্য থেকে ৪২ কোম্পানিতে ৪৩৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ২৪৪টি শেয়ারের মালিকানার তথ্য পাওয়া যায়। এসব শেষের অভিহিত মূল্য ৫ হাজার ১০৯ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ২৬০ টাকা।
অনুসন্ধানকালে জানা যায়, মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা মালিকানাধীন এসব শেয়ার হস্তান্তরের চেষ্টা করছেন। যা করতে পারলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা রুজু, আদালতে চার্জশিট দাখিল ও বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সকল উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই এসব শেয়ারসমূহ এবং শেয়ারসমূহ থেকে উদ্ভূত সকল মুনাফা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ১৪ ধারায় অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে আদালত এসব সম্পদ অবরুদ্ধের আদেশ দেন।
এর আগে গত ৩০ জানুয়ারি এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকার ১৭৫ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
স্টকমার্কেটবিডি.কম////
দিনশেষে কমেছে সূচক ও লেনদেন
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)বুধবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২০৯ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।
বুধবার ডিএসইতে ৩৯১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। আজ ডিএসইতে আগের দিন থেকে ১২৮ কোটি ৪০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৫১৯ কোটি ৫২ লাখ টাকার।
সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে ৫ হাজার ১৮৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক দশমিক ৬৮ পয়েন্ট কমে ১ হাজার ৯১৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩৪ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, দর কমেছে ২০৯টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৭টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৮২ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি////
গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই’র সূত্রে এ তথ্য জানা যায়।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় বিমাটি।
এসময় বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩৯ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৭০.৪০ টাকা।
বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ৪ মার্চ ।
স্টকমার্কেটবিডি.কম/এমএম
রবি আজিয়াটার বোর্ড সভা আহবান
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৭ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩ টায় রাজধানীর গুলশানে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।
স্টকমার্কেটবিডি.কম/বি
কাট্টালী টেক্সটাইলের মূল্য সংবেদনশীল তথ্য নেই
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ক্র ও শিল্প খাতের কোম্পানি কাট্টালী টেক্সটাইল মিলস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।
কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।
এ সময় রহিম মিলর্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
আলহাজ টেক্সটাইলের মূল্য সংবেদনশীল তথ্য নেই
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি আলহাজ টেক্সটাইল লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।
এ সময় আলহাজ টেক্সটাইল লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।
স্টকমার্কেটবিডি.কম/এম