Day: February 20, 2025
রাজধানীর ২৫ স্থানে সুলভমূল্যে মিলবে মাংস-ডিম-দুধ
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে রাজধানীর ২৫টি স্থানে সুলভ মূল্যে মাংস, ডিম, দুধ ভ্রাম্যমাণ বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, আসন্ন পবিত্র রমজান মাসে মাংস, ডিম, দুধ ইত্যাদি সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথম রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত ঢাকা শহরে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস এবং সারা দেশে ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রির কার্যক্রম পরিচালনা করা হবে।
ফরিদা আখতার বলেন, এ কার্যক্রমে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএফএ) এবং দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানসহ অন্য অংশীজন এবং প্রান্তিক খামারিরা সার্বিক সহযোগিতা করবেন। পবিত্র মাহে রমজানের এ বিপণন কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর দক্ষিণ বারিধারা আবাসিক এলাকার (ডিআইটি প্রজেক্ট) সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে উদ্বোধন করা হবে। ড্রেসড ব্রয়লার মাংস (প্রতি কেজি) ২৫০ টাকা, দুধ পাস্তুরিত (প্রতি লিটার) ৮০ টাকা, ডিম (প্রতি ডজন) ১১৪ টাকা, গরুর মাংস (প্রতি কেজি) ৬৫০ টাকা।
তিনি বলেন, ঢাকা শহরের ২৫টি স্থানে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যেসব স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সেসব স্থানকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে এবং বস্তি এলাকায় বিক্রির ব্যবস্থা করা হবে।
স্টকমার্কেটবিডি.কম/////
রমজানে ৩০ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
আসন্ন রমজান সামনে রেখে মার্চ এবং এপ্রিল এ দুই মাসে দেড় লাখ টন করে মোট তিন লাখ টন চাল দেওয়া হবে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়। এছাড়াও ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে এ কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবার চাল পাবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে এসব কথা বলেন খাদ্য ও ভূমি উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, রমজান মাসে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশেষে বিনামূল্যে বিতরণ করা হবে। সে কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে বেশির ভাগ ভারতীয়শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে বেশির ভাগ ভারতীয়
তিনি বলেন, টিসিবির মাধ্যমে আরও ৫০ লাখ টন করে দুই মাসে এক লাখ টন চাল যাবে। ওএমএসের মাধ্যমে যাবে আরও এক লাখ টন। এ ছাড়া ঈদের সময় এক কোটি পরিবার ১০ কেজি করে চাল পাবে বিনামূল্যে। এমন আরও কিছু কার্যক্রম রয়েছে।
আলী ইমাম মজুমদার বলেন, এসব চাল বাজারে দাম নিয়ন্ত্রণে বড় সহায়তা করবে। এসব বিতরণ কার্যক্রম বিভিন্ন কর্তৃপক্ষ করবে কিন্তু এর প্রধান তদারকি করবেন ডিসিরা। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটনে এসব কার্যক্রম আগে নিবিড়ভাবে তদারকি হতো না। আমরা ঢাকার সংশ্লিষ্টদের বিশেষভাবে নির্দেশনা দিয়েছি বিষয়টি কঠোরভাবে তদারকি করার জন্য।
তিনি আরও বলেন, ঢাকা বিভাগের কমিশনারের সঙ্গে আলাদাভাবে মিটিং করেছি, আবারো মিটিং করব। এ বিভাগের যে ১২২টি বিক্রয় কেন্দ্র এবং ৭০টি ট্রাকসেল আছে। টিসিবি ছাড়াও প্রয়োজনে সেগুলো ম্যাজিস্ট্রেট দিয়ে তদারকি করতে বলেছি।
এসময় খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের সচিবসহ দুই মন্ত্রণালয়ের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টকমার্কেটবিডি.কম/////
অনলাইনে রিটার্ন জমা দিয়েছে ১৪ লাখেরও বেশি করদাতা: এনবিআর
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত ব্যবস্থা করদাতাগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। চলতি বছর এখন পর্যন্ত ১৪ লাখেরও বেশি করদাতা অনলাইনের মাধ্যমে রিটার্ন জমা দিয়েছেন। এছাড়াও ১৮ লাখেরও বেশি করদাতা ই-রিটার্নের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।
এনবিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মানিত করদাতাদের চাহিদা ও মতামতের ভিত্তিতে অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া ক্রমশ সহজীকরণ ও অধিকতর করদাতা-বান্ধব করা হয়েছে।
এনবিআর ইতোমধ্যে আয়কর দিবস পরবর্তী সময়েও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সেবাটি বছরব্যাপী চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। আয়কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিল করলে আয়কর আইন, ২০২৩ এর ৭৬ ধারা অনুযায়ী বিনিয়োগজনিত কর রেয়াত এবং কোনরূপ কর অব্যাহতি পাবেন না।
এছাড়া কর দিবসে যে পরিমাণ কর অপরিশোধিত থাকবে তার ওপর আয়কর আইন, ২০২৩ এর ১৭৪ ধারা অনুযায়ী মাসিক ২ শতাংশ হারে (সর্বোচ্চ ২৪ মাস) অতিরিক্ত কর আরোপ করা হবে।
স্টকমার্কেটবিডি.কম/////
লেনদেনের শীর্ষে জিপি; ২য় স্থানে বিচ হ্যাচারি
স্টকমার্কেটবিডি ডেস্ক :
সপ্তাহের দ্বিতীয় দিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জিপি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ৪০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে বিচ হ্যাচারির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ২৬ লাখ টাকা।
ব্র্যাক ব্যাংকের ১১ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রবি আজিয়াটার ১১ কোটি ২ লাখ, বিএটিবিসির ৯ কোটি ৩১ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৮ কোটি ৫১ লাখ, লাভেলো আইসক্রিমের ৮ কোটি ৪০ লাখ, বিএসসির ৭ কোটি ২৪ লাখ, মেঘনা পেট্রোলিয়ামের ৬ কোটি ৫১ লাখ ও মিডল্যান্ড ব্যাংকের ৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের দ্বিতীয় দিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৭.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯২৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৩ কোটি ৫৬ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪১৫ কোটি ৯৫ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭৬শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৬টির আর অপরিবর্তিত আছে ৬৪টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – জিপি, বিচ হ্যাচারি, ব্র্যাক ব্যাংক, রবি আজিয়াটা, বিএটিবিসি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইসক্রিম, বিএসসি, মেঘনা পেট্রোলিয়াম ও মিডল্যান্ড ব্যাংক।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ৭১.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৭৬ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ৭০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৯১ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে ৪ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাভেলো আইসক্রিম।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
- জিপি
- বিচ হ্যাচারি
- ব্র্যাক ব্যাংক
- রবি আজিয়াটা
- বিএটিবিসি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
- লাভেলো আইসক্রিম
- বিএসসি
- মেঘনা পেট্রোলিয়াম
- মিডল্যান্ড ব্যাংক।
ওয়ালটন-বিটিভি অফিসার্স ক্লাব শীতকালিন ক্রীড়া উৎসব শুরু
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অফিসার্স ক্লাব আয়োজন করেছে শীতকালিন ক্রীড়া উৎসব-২০২৫। গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি, ২০২৫) উদ্বোধন য়েছে ওয়ালটন-বিটিভি অফিসার্স ক্লাব শীতকালিন ক্রীড়া উৎসবের।
বিকেলে বিটিভি ভবন প্রাঙ্গণে ক্রীড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার ও বিটিভি অফিসার্স ক্লাবের সভাপতি নুরুল আজম পবন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেকইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডভাইজার (স্পোর্টস) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বিটিভি ও ওয়ালটনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
১৫ দিনব্যাপী এই ক্রীড়া উৎসবের ৬টি ইভেন্টে বাংলাদেশ টেলিভিশনের শতাধিক ক্রীড়াবিদ অংশগ্রহণ করতে যাচ্ছেন। ইভেন্টগুলো হলো- ব্যাডমিন্টন (পুরুষ ও নারী), দাবা, ক্যারম, গোলক নিক্ষেপ, লুডু ও পিলো পাসিং।
স্টকমার্কেটবিডি.কম///
সিটি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি সভা ২০ ফেব্রুয়ারি
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্ট্রি সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ ফেব্রুয়ারি বিকাল ৩টায় বন্ডটির ট্রাস্ট্রি সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ১মার্চ,২০২৫ থেকে ৩১ আগস্ট,২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ট্রাস্ট্রি এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে বন্ডটি।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
মূলধনী মেশিনারিজ কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পক ইন্ডাস্ট্রিজের পরিচলনা পর্ষদ ব্রান্ড নিউ মূলধনী যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল (১৬ ফেব্রুয়ারি) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি মাল্টি-ফাংশোনাল চকলেট প্লান্ট কিনবে এবং আমদানি করবে।নতুন যন্ত্রপাতির মাধ্যমে কোম্পানিটির ৩ হাজার ৩০০ মেট্রিকটন উৎপাদন বাড়বে।
কোম্পানিটির হংকং থেকে যন্ত্রপাতি আমদানি করতে ১৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা ব্যয় হবে। কোম্পানিটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কারখানায় নতুন যন্ত্রপাতি স্থাপন করবে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি