৩ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ১৮ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও দেশে শ্রমিক অসন্তোষ সত্ত্বেও দেশের পোশাক শিল্পের বিকাশ অব্যাহত আছে বলে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে।

চলতি অর্থবছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১০ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। এটি আগের প্রান্তিকের তুলনায় নয় শতাংশ বেশি।

আগের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি ১৮ দশমিক ছয় শতাংশ।

সম্প্রতি প্রকাশিত তৈরি পোশাক নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ত্রৈমাসিক পর্যালোচনায় বলা হয়, পশ্চিমের দেশগুলোর অর্থনীতি ঘুরে দাঁড়ানোয় এই প্রবৃদ্ধি হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের দোকানগুলোয় ক্রেতাদের চাহিদা মেটাতে কার্যাদেশ বাড়িয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়—দেশের পোশাক খাতকে মূল্যস্ফীতির চাপ, বিঘ্নিত সরবরাহ ব্যবস্থা, জ্বালানি তেলের অস্থিতিশীল দাম ও বাড়তি পরিবহন খরচের মতো সংকট মোকাবিলা করতে হয়েছে। তবে প্রধান রপ্তানি বাজারগুলোয় পোশাকের চাহিদা বেশি ছিল।

স্টকমার্কেটবিডি.কম////

ভারতের ৪ কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনের অভিযোগে চারটি ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন ট্রেজারি বিভাগ এই ঘোষণা দেয়।

তেহরানের তেল ব্যবসায় ওয়াশিংটনের অব্যাহত চাপের অংশ হিসেবে নতুন এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ট্রেজারি বিভাগের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় (ওএফএসি) থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্টিনশিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, বিএসএম মেরিন এলএলপি, কসমস লাইনস ইনক এবং ফ্লাক্স মেরিটাইম এলএলপি-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এই কোম্পানিগুলোর বিরুদ্ধে ইরানের পেট্রোলিয়াম পণ্য পরিবহনে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৪ ফেব্রুয়ারি একটি জাতীয় নিরাপত্তা স্মারক জারি করে ইরানের ওপর চাপ বাড়ানোর নির্দেশ দেওয়ার পর এটি ইরানের তেল রপ্তানির ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার অংশ হিসেবে, সংযুক্ত আরব আমিরাত, চীন এবং হংকংসহ একাধিক দেশের ৩০ জনেরও বেশি ব্যক্তি এবং জাহাজে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

মেঘনা পেট্রোলিয়ামের ৬ মাসের ইপিএস ২৭.৮২ টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়ামের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫.০৯ টাকা। যা আগের বছর একই সময় আয় ছিল ৯.০৬টাকা।

কোম্পানিটির চলতি বছরের ৬ মাসে (জুলাই- ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭.৮২ টাকা। যা আগের বছর একই সময় আয় ছিল ১৭.৪৮ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ২৪৪ টাকা, যা গত ৩০ জুন ২০২৪ সালে ছিল ২৩৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

জেড থেকে বি ক্যাটাগরিতে ইন্ট্রাকো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং লিমিটেডের ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার থেকে এই কোম্পানি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে শেয়ারবাজারে।

এই কোম্পানি সমাপ্ত অর্থবছরে ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

উল্লেখ্য, ইতোমধ্যে বিনিয়োগকারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে এই লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত সিএস নিয়োগ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত কোম্পানি সচিব (সিএস) নিয়োগ পেয়েছেন অনুপ সাহা। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় বিমাটির নতুন সিএস হিসাবে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

এখন থেকে অনুপ সাহা বিমাটির ভারপ্রাপ্ত সচিবের দ্বায়িত্ব পালন করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বসুন্ধরা পেপারের বড় লোকসান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা শিল্প খাতের কোম্পানি বসুন্ধরা পেপার মিলস চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪.০৪ টাকা। যা আগের বছর একই সময় আয় ছিল ০.৫২ টাকা।

কোম্পানিটির চলতি বছরের ৬ মাসে (জুলাই- ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫.৮৪ টাকা। যা আগের বছর একই সময় আয় ছিল ১.৪৯ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ৭১.২৬ টাকা, যা গত ৩০ জুন ২০২৪ সালে ছিল ৭৭.০৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি