অন্যায় দাবির কাছে মাথানত না করার ঘোষণা বিএসইসি চেয়ারম্যানের

খন্দকার রাশেদ মাকসুদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কোনো ধরনের অন্যায় দাবির কাছে মাথানত করা হবে না বলে মন্তব্য করেছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে কড়া নিরাপত্তা মধ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে। সরকার আমাদের কাজ জোরদার করতে বলেছে।

বিকেল ৩টার দিকে নিজ কার্যালয়ে যান খন্দকার রাশেদ মাকসুদ। সেনাবাহিনী, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা দিয়ে তাকে নিজ অফিসকক্ষে পৌঁছে দেন। তিন কমিশনার মো. মহসীন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখও কার্যালয়ে রয়েছেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘সরকারকে আমরা বিএসইসির বর্তমান পরিস্থিতি জানিয়েছি, তারা আমাদের সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।

আমরা সরকারকে বলেছি, এ পর্যন্ত সাতটি তদন্ত প্রতিবেদন পেয়েছি, এর মধ্যে তিনটির তদন্ত হয়ে গেছে। সেগুলোর এনফোর্সমেন্ট অ্যাকশন চলছে। এনফোর্সমেন্ট শেষ হলে তদন্ত প্রতিবেদন ওয়েবসাইটে দেওয়া হবে।’

খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ‘কোনো ধরনের অন্যায় দাবির কাছে আমরা মাথানত করব না।

স্টকমার্কেটবিডি.কম///

ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ৬২ শতাংশ। আর সার্বিক খাদ্য মূল্যস্ফীতি কমেছে ১ দশমিক ৪৮ শতাংশ। তবে বেড়েছে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

বিবিএসের সবশেষ তথ্য বলছে, ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৩২ শতাংশ হয়েছে, গত জানুয়ারি মাসে যেটি ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। ভোক্তার নাভিশ্বাস ওঠা খাদ্য মূল্যস্ফীতিও কমতির দিকে। ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি ১ দশমিক ৪৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ। জানুয়ারি মাসে যেটি ছিল ১০ দশমিক ৭২ শতাংশ।

এদিকে, জানুয়ারি মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩২ শতাংশ থাকলেও ফেব্রুয়ারি মাসে সেটি বেড়ে ৯ দশমিক ৩৮ শতাংশে দাঁড়িয়েছে। এছাড়া ফেব্রুয়ারি মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫১ শতাংশে।

স্টকমার্কেটবিডি.কম///

বিএসইসিতে সৃষ্ট পরিস্থিতির দ্রুত সমাধান চায় ডিবিএ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের প্রধান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অভ্যন্তরে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সৃষ্ট ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। শেয়ারবাজারের বৃহত্তর স্বার্থে এই ঘটনার দ্রুত সমাধান চেয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করেছে সংগঠনটি।

এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, যেখানে দীর্ঘ বছর ধরে দেশ বিদেশের নানান নেতিবাচক ঘটনা ও সিদ্ধান্তের ফলে দেশের শেয়ারবাজার ক্রান্তিকাল পার করছে, লাখ লাখ বিনিয়োগকারী পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে, বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো অস্তিত্ব সংকটে ভুগছে, সেখানে নিয়ন্ত্রক সংস্থার ন্যায় অতি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মকর্তাদের মাঝে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনা বাজারের জন্য মোটেও সুখকর নয়। এই ঘটনা বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্ট সকলের মাঝে গভীর উদ্বেগ ও হতাশার সৃষ্টি করেছে। কমিশনের অভ্যন্তরে চলমান ঘটনার দ্রুত সমাধান না হলে বাজারে বিদ্যমান আস্থার সংকট আরও প্রকট হতে পারে এবং দেশি বিদেশি বিনিয়োগকারী বাজার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে।

এই বিষয়ে সাইফুল আশংকা করে বলেন, কমিশনের অভ্যন্তরে সৃষ্ট এই ঘটনা বাজারে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বাজারে বিনিয়োগের পরিবেশ নষ্ট করবে এবং সামগ্রীকভাবে বাজারকে অস্থিতিশীল করে দিবে। তাই বাজারের জন্য ক্ষতিকর কমিশনের অভ্যন্তরে চলমান বিশৃঙ্খলা দ্রুত বন্ধ হওয়া দরকার। বাজারের বৃহত্তর স্বার্থে কমিশনে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি এবং এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করছি। বর্তমান সরকারের অর্থনৈতিক উন্নয়নের সকল কর্মকাণ্ড ও নিরলস প্রচেষ্টার সহযোগী হতে আমরা বাজার সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করছি।

স্টকমার্কেটবিডি.কম////

এসিআইয়ের এমডির শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের একজন ব্যবস্থাপনা পরিচালক ২৫ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, এসিআই ফাউন্ডেশন নামে এমডি কোম্পানিটির এসব শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লিন্ডে বিডির বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি লিন্ডে বিডি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৩ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর তেজগাঁয়ে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী কোম্পানিটির ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন; ২য় স্থানে রবি আজিয়াটা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রবি আজিয়াটার শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৫৫ লাখ টাকা।

আলহাজ্ব টেক্সটাইলের ৯ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- হাক্কানী পেপারের ৮ কোটি ৯৫ লাখ, খান ব্রাদার্সের ৮ কোটি ৫৮ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ৬২ লাখ, আইএফআইসি ব্যাংকের ৬ কোটি ৫১ লাখ, ইন্দো বাংলা ফার্মার ৬ কোটি ৬ লাখ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৫ কোটি ৬৩ লাখ ও বিচ হ্যাচারির ৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

দিনশেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকগুলো সামান্য বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৮৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৩ কোটি ৩০ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩১৮ কোটি ২০ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৯শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৯টির আর অপরিবর্তিত আছে ৮৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ইনফিউশন, রবি আজিয়াটা, আলহাজ্ব টেক্সটাইল, হাক্কানী পেপার, খান ব্রাদার্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, আইএফআইসি ব্যাংক, ইন্দো বাংলা ফার্মা, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও বিচ হ্যাচারি।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ৩.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫০২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১১৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৯ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে ৩ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. ওরিয়ন ইনফিউশন
  2. রবি আজিয়াটা
  3. আলহাজ্ব টেক্সটাইল
  4. হাক্কানী পেপার
  5. খান ব্রাদার্স
  6. আলিফ ইন্ডাস্ট্রিজ
  7. আইএফআইসি ব্যাংক
  8. ইন্দো বাংলা ফার্মা
  9. ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স
  10. বিচ হ্যাচারি।

“বিএসইসি‘র কিছু উচ্ছৃঙ্খল কর্মকর্তা বোর্ডরুমে জোরপূর্বক প্রবেশ করে পেশিশক্তি দেখায়”

খন্দকার রাশেদ মাকসুদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, বিএসইসি‘র কিছু উচ্ছৃঙ্খল কর্মকর্তা কমিশনের চেয়ারম্যান এবং কমিশনারদের কমিশনের বোর্ডরুমে চলমান সভায় জোরপূর্বক ঢুকে অবরূদ্ধ করে। তারা কমিশন মূল ফটকে তালা দিয়া দেয়, সিসি ক্যামেরা অফ করে দেয়। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে অরাজক, ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। অকথ্য ভাষা ব্যবহার করে ও পেশিশক্তি প্রদর্শন করে। একই সাথে তারা চেয়ারম্যানের সদ্য যোগ দেয়া পিএস যিনি সরকারের সিনিয়র সহকারী সচিব তাঁকে লাঞ্চিত করেছে।

বুধবার ( ৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, বিগত দিনের শেয়ারবাজার এর বিভিন্ন অনিয়ম অনুসন্ধানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি তদন্ত কমিটি গঠন করে ১২টি লিস্টেড কোম্পানি এর বিভিন্ন অনিয়ম তদন্ত করে। এ পর্যন্ত তদন্তকমিটি ৭টি তদন্ত রিপোর্ট জমা দিয়েছে।

তিনি বলেন, এ ব্যবস্থা নেওয়ার কারণে বিএসইসি’র কিছু উচ্ছৃঙ্খল কর্মকর্তা উপরোল্লেখিতো দুটি ইস্যুতে (সাইফুর রহমানের অবসর ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তি না নেয়া) গৃহীত সিদ্ধান্ত তৎক্ষণাৎ প্রত্যাহারের দাবি জানায়। অন্যথায় কমিশনের তৎক্ষণাৎ পদত্যাগ করতে হবে। এ চরম উচ্ছৃঙ্খল ভীতিকর পরিস্থিতি চার ঘণ্টা চলে। কমিশন অবরুদ্ধ থাকার খবরে এবং বিএসইসি একটি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো প্রতিষ্ঠান হওয়ায় প্রথমে পুলিশ ও পরবর্তীতে সেনাবাহিনী বিএসইসিতে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান কমিশন শেয়ারবাজারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায় বিএসইসি’র কিছু উচ্ছৃঙ্খল কর্মকর্তা ও কর্মচারী এরূপ অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করেছে বলে প্রতীয়মান হয়।

স্টকমার্কেটবিডি.কম///

ঋণ তথ্য ব্যুরো : ভুল তথ্য দিলে ৫ লাখ টাকা জরিমানাসহ শাস্তির ব্যবস্থা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোয় (সিআইবি) ভুল তথ্য দিলে ৫ লাখ টাকা জরিমানা দিতে হবে। ওই তথ্যের পক্ষে সন্তোষজনক কোনও ব্যাখ্যা না পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শাস্তির আওতায় পড়বেন দায়ী কর্মকর্তারাও। বুধবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন বিভাগ এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়, ব্যাংকিং খাতের ঋণ শৃঙ্খলা সুসংহত করার লক্ষ্যে সিআইবিতে সঠিক তথ্য দেওয়া একান্ত আবশ্যক। এ জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণগ্রহীতাদের ঋণের মাসিক ভিত্তিক তথ্য সিআইবিতে পাঠানোর নির্দেশনা রয়েছে। এখন থেকে প্রতিটি ব্যাংক ও ফাইন্যান্স কম্পানিকে তাদের ঋণগ্রহীতাদের সব ঋণতথ্য মাসিক ভিত্তিতে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সিস্টেমে আপলোড করতে হবে। এত দিন এটি পরবর্তী মাসের ২০ তারিখের মধ্যে আপলোডের নির্দেশনা ছিল।

ঋণ তথ্যাবলি সিস্টেমে আপলোড করার ৭ কর্মদিবসের মধ্যে সিস্টেমে সংশোধন করতে হবে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে ঋণতথ্য হালনাগাদ করে যথাসময়ে দাখিল করতে ব্যর্থ হলে তার কারণ উল্লেখ করে বিস্তারিত ব্যাখ্যা তিন দিনের মধ্যে সিআইবিকে জানাতে হবে। ব্যাখ্যার কারণ ব্যুরোর কাছে সন্তোষজনক বিবেচিত না হলে সংশ্লিষ্ট ব্যাংক কিংবা ফাইন্যান্স কম্পানির বিরুদ্ধে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করতে পারবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণযোগ্য হবে।

স্টকমার্কেটবিডি.কম/////