বাংলাবান্ধা দিয়ে নেপালে আরও ৪২ মেট্রিক টন আলু রপ্তানি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে বাংলাদেশ থেকে নেপালে আরও ৪২ মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছে। চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে মোট ১,৩৮৬ মেট্রিক টন আলু নেপালে পাঠানো হয়েছে।

রবিবার দুপুরে বাংলাদেশি দুটি ট্রাকে করে ২১ মেট্রিক টন করে মোট ৪২ মেট্রিক টন আলু রপ্তানি করে ‘থিংকস টু সাপ্লাই’ নামে একটি প্রতিষ্ঠান।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশি পাঁচটি ট্রাকে করে নেপালে ১০৫ মেট্রিক টন আলু পাঠানো হয়েছিল।

জানা গেছে, রপ্তানিকৃত আলুগুলো নেপালের ঝাপা জেলার বির্তামোড এলাকার স্থানীয় সবজি ভাণ্ডারে সরবরাহ করা হয়েছে।

এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের পরিদর্শক উজ্জ্বল হোসেন জানান, রবিবার পরীক্ষার পর ৪২ মেট্রিক টন স্টারিজ আলু নেপালে রপ্তানির ছাড়পত্র দেওয়া হয়।

বাংলাদেশি আলুর নেপালের বাজারে চাহিদা বাড়ছে। বন্দর কর্তৃপক্ষ আশা করছে, ভবিষ্যতে এই রপ্তানির পরিমাণ আরও বৃদ্ধি পাবে।

স্টকমার্কেটবিডি.কম////

অনলাইন ব্যবসায়ীদের জন্য হাইকোর্টের ৯ নির্দেশনা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অনলাইন ব্যবসায় প্রতারণা বন্ধ ও গ্রাহক সচেতনতায় নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এখন থেকে অনলাইন ব্যবসার ক্ষেত্রে ৯ নির্দেশনা মানতে হবে বলেও জানিয়েছেন আদালত।

সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

রায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতেমা তনির মালিকাধীন শোরুম ‘সানভিস বাই তনি’র ব্যবসা পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

আইন অনুসারে যথাযথ পর্যবেক্ষণের জন্য প্রতি মাসে অন্তত একবার তার ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকাশিত রায় থেকে অনলাইন ব্যবসার জন্য ৯টি নির্দেশনা পাওয়া গেছে।

স্টকমার্কেটবিডি.কম////

৮ দিনে রেমিট্যান্স এলো ৮১ কোটি ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি মাসের প্রথম আট দিনে দেশে এসেছে ৮১ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৯ হাজার ৯৩৩ কোটি ৪৬ লাখ টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ১০ কোটি ১৮ লাখ ডলার। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, মার্চের প্রথম আট দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৮১ কোটি ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। গত ফেব্রুয়ারি ও জানুয়ারির একই সময়ে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ৬৭ কোটি ১০ লাখ ডলার ও ৫৩ কোটি ৫২ লাখ ডলার। এ হিসাবে মার্চে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।

মার্চের প্রথম আট দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ডলার।

এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ছয় কোটি ৮৪ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৫১ কোটি ২৯ লাখ ৪০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫ লাখ ৪০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক আরো জানায়, ২ থেকে ৮ মার্চ দেশে এসেছে ৭৮ কোটি ৪২ লাখ ডলার রেমিট্যান্স। আর ১ মার্চ রেমিট্যান্স এসেছে তিন কোটি ৮০ হাজার ডলার।

স্টকমার্কেটবিডি////

সিকদার ইন্স্যুরেন্স ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা শিল্প খাতের কোম্পানি সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার থেকে এই বিমা ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে শেয়ারবাজারে।

এই বিমা সমাপ্ত অর্থবছরে ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

উল্লেখ্য, ইতোমধ্যে বিনিয়োগকারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে এই লভ্যাংশ পাঠিয়েছে বিমাটি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন; ২য় স্থানে বিচ হ্যাচারি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে বিচ হ্যাচারির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৭১ লাখ টাকা।

আলিফ ইন্ডাস্ট্রিজের ১৭ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাভেলো আইসক্রিমর ১৩ কোটি ৪৯ লাখ, লিন্ডে বিডির ৯ কোটি ৪৩ লাখ, হাক্কানী পেপারের ৮ কোটি ৫০ লাখ, ব্র্যাক ব্রাংকের ৭ কোটি ৪২ লাখ, খান ব্রাদার্সের ৭ কোটি ৩৬ লাখ, জিপির ৬ কোটি ১৬ ও স্কয়ার ফার্মার ৫ কোটি ৭১লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. ওরিয়ন ইনফিউশন
  2. বিচ হ্যাচারি
  3. আলিফ ইন্ডাস্ট্রিজ
  4. লাভেলো আইসক্রিম
  5. লিন্ডে বিডি
  6. হাক্কানী পেপার
  7. ব্র্যাক ব্রাংক
  8. খান ব্রাদার্স
  9. জিপি
  10. স্কয়ার ফার্মা।

দিনশেষে সূচকের সাথে কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৯০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ৬ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৩৬ কোটি ৬৭ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৭টির আর অপরিবর্তিত আছে ৮৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ইনফিউশন, বিচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইসক্রিম, লিন্ডে বিডি, হাক্কানী পেপার, ব্র্যাক ব্রাংক, খান ব্রাদার্স, জিপি ও স্কয়ার ফার্মা।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ৭.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪৬৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ৯৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৯ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে ৪ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাভেলো আইসক্রিম লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

অনিয়মের অভিযোগে বিএসইসিতে দুদকের অভিযান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নানা অনিয়মের অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কার্যালয়ে সকাল সাড়ে ১১টা থেকে এই অভিযান শুরু হয়েছে।

দুইজন সহকারী পরিচালকের নেতৃত্বে চার সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করছেন।
জানা গেছে, এই টিম প্রথমে বিএসইসির চেয়ারম্যানে সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সার্ভিলেন্স ও মনিটরিং বিভাগসহ বিভিন্ন বিভাগে অভিযান পরিচালনা করছেন।

এর আগে ০২ মার্চ (রোববার) দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে একটি অভিযান পরিচালনা হয়।

অভিযান চলাকালে দুদকের এনফোর্সমেন্ট টিম বিএসইসি থেকে আইপিও অনুমোদন সম্পর্কিত কোম্পানির আবেদন, দাখিলকৃত প্রসপেক্টাস, নিরীক্ষা প্রতিবেদন, প্রয়োজনীয় অন্যান্য নথিপত্র এবং চূড়ান্ত অনুমোদন তালিকা পরীক্ষা-নিরীক্ষা করেছে।

দুদকের জনসংযোগ দপ্তর জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, কোম্পানিগুলোর পক্ষ থেকে দাখিলকৃত বানোয়াট উপার্জন ও সম্পদ বিবরণী এবং উইন্ডো ড্রেসিংয়ের মাধ্যমে তৈরি করা ব্যালেন্স শিটের ভিত্তিতে আইপিও অনুমোদন দেওয়া হয়েছে। এতে অনেক ক্ষেত্রেই ডিএসইর সুপারিশ এবং পর্যবেক্ষণ উপেক্ষা করা হয়েছে, যা ব্যাপক অনিয়মের পরিস্থিতি সৃষ্টি করেছে।

স্টকমার্কেটবিডি////

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২১ বিলিয়ন ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১.৪০ বিলিয়ন ডলার বা দুই হাজার ১৪০ কোটি ডলার। রবিবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি মাস মার্চের ৬ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৬.৬০ বিলিয়ন বা দুই হাজার ৬৬০ কোটি ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমানে রিজার্ভ হলো ২১.৪০ বিলিয়ন বা ২ হাজার ১৪০ কোটি ডলার।

এর আগে গত মাস ফেব্রুয়ারির ২৭ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ২৬.১৩ বিলিয়ন বা দুই হাজার ৬১৩ কোটি ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২০.৯০ বিলিয়ন বা দুই হাজার ৯০ কোটি ডলার।

এদিকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিট্যান্স বা প্রবাস আয় দিন দিন বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত ফেব্রুয়ারি মাসের পুরো সময়ে আড়াই বিলিয়ন (২.৫৩ বিলিয়ন) ডলার রেমিট্যান্স এসেছে।

দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৩০ হাজার ৮২৯ কোটি টাকার বেশি।

স্টকমার্কেটবিডি////

স্কয়ার ফার্মার দুই পরিচালকের শেয়ার ত্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির দুই জন পরিচালক ১৫ লাখ করে শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, স্যামুয়েল এস চৌধুরী ও অন্জন চৌধুরী নামে দুই পরিচালক কোম্পানিটির ১৫ লাখ করে শেয়ার ক্রয় করবেন।

আগামী ৩০ দিনের মধ্যে এই পরিচালকদের উল্লেখিত পরিমাণ শেয়ার ব্লক ও পাবলিক মার্কেট হতে ক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি