ইষ্টার্ণ ব্যাংকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইষ্টার্ণ ব্যাংক পিএলসির বাৎসরিক বোর্ড সভা আগামী ২০ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ২টায় রাজধানীর গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

কানাডায় মার্কিন পণ্য বয়কটের হিড়িক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিবাদে কানাডায় মার্কিন পণ্য বয়কটের হিড়িক পড়েছে। দেশপ্রেমের অংশ হিসেবে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে মার্কিন পণ্য বর্জন শুরু করেছে, যা দুই দেশের মধ্যকার অর্থনৈতিক টানাপোড়েনকে আরও তীব্র করে তুলছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, টরন্টোর একটি জনপ্রিয় পানশালা ‘ম্যাডিসন অ্যাভিনিউ পাব’। প্রতিষ্ঠানটি তাদের মেন্যু থেকে সব ধরনের মার্কিন পণ্য সরিয়ে ফেলেছে। এতে নাচোস, উইংস এবং বিয়ারের মতো জনপ্রিয় খাবার ও পানীয় এখন কেবল কানাডার স্থানীয় উপাদান বা ইউরোপ ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্য দিয়েই তৈরি করা হচ্ছে।

পানশালাটির ব্যবস্থাপক লিয়া রাসেল বলেন, আমাদের জন্য এটি একদমই স্বাভাবিক সিদ্ধান্ত। আমরা আমাদের স্থানীয় ব্যবসাগুলোকে সমর্থন করতে চাই।

কানাডার বিখ্যাত অভিনেতা জেফ ডগলাস, যিনি একসময় ‘আই অ্যাম কানাডিয়ান’ বিজ্ঞাপনের মুখ ছিলেন। সম্প্রতি এক ভিডিওবার্তায় ট্রাম্পের ‘কানাডাকে ৫১তম রাজ্য বানানোর’ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ‘আমরা কারও ৫১তম কিছু নই,’ বলে মন্তব্য করেন তিনি। ভিডিওটি দ্রুতই কানাডাজুড়ে ভাইরাল হয়ে যায়।

মন্ট্রিয়লের একটি ক্যাফে তাদের মেন্যু থেকে ‘আমেরিকানো’ কফির নাম পরিবর্তন করে ‘কানাডিয়ানো’ করেছে, যা দেশপ্রেমের প্রতীকী প্রকাশ হিসেবে ব্যাপক সমাদৃত হয়েছে।

সূত্র: বিবিসি

স্টকমার্কেটবিডি.কম///

মার্কিন শেয়ারবাজার টালমাটাল, অস্ট্রেলিয়া-ইউরোপেও নিম্নমুখী সূচক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

মার্কিন অর্থনৈতিক মন্দার শঙ্কা পুরোপুরি উড়িয়ে দেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরই উদ্বেগ বৃদ্ধি পেয়েছে মার্কিন শেয়ারবাজারে। ধস নেমেছে ওয়াল স্ট্রিটে।

পশ্চিমা বিশ্বের একাধিক দেশের শেয়ারবাজারেও বিনিয়োগকারীদের মাথায় হাত পড়েছে। ২০২২ সাল থেকে রিপোর্ট লেখা পর্যন্ত সোমবার সর্বকালীন পতন হয়েছে ন্যাসড্যাক-এর সূচকে। ‘এস অ্যান্ড পি ৫০০’-এর সূচকেও ফেব্রুয়ারির সর্বোচ্চ স্থান থেকে আট শতাংশ পতন হয়েছে।

সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া ট্রাম্পের এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে অনিশ্চয়তার মেঘ জমতে শুরু করেছে। সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে মন্দার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি তিনি। অনুমান করা হচ্ছে, ট্রাম্পের ওই সাক্ষাৎকারেরই প্রভাব পড়ছে ওয়াল স্ট্রিটে।

গত রবিবার সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর থেকেই রিপোর্ট লেখা পর্যন্ত মার্কিন অর্থনীতি নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি ট্রাম্প। যার ফলে মার্কিন শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আরও উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। যদিও মার্কিন শীর্ষ কর্মকর্তারা বিনিয়োগকারীদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। তবে ট্রাম্পের মন্তব্যের পরে বিনিয়োগকারীরা নিজেদের বিনিয়োগকে সুরক্ষিত করার চেষ্টায় ব্যস্ত।

সংবাদমাধ্যমকে কেন্টাকির বাজার বিশেষজ্ঞ রস মেফিল্ড জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনকে দেখে মনে হচ্ছে যেন শেয়ারবাজারে পতন রুখতে তারা কিছু করতে চাইছে না। নিজেদের বৃহত্তর লক্ষ্য পূরণের জন্য তারা হয়তো মন্দাকেও মেনে নেবে।

সূত্র: রয়টার্স, সিএনএন

স্টকমার্কেটবিডি.কম///