সোনার দাম ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়ল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বাজারে বেড়েছে সোনার দাম। নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম দুই হাজার ৬১৩ টাকা বেড়ে এক লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা হয়েছে। আগামীকাল সোমবার (১৭ মার্চ) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

রবিবার (১৬ মার্চ) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্যবৃদ্ধির তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৪৬ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ২৫ হাজার ৫৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৩ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়েছে।

অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৫৭৮ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম////

বাংলাদেশে বিনিয়োগ করবে চীনের লঙ্গি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল উৎপাদনকারী প্রতিষ্ঠান লঙ্গি বাংলাদেশে একটি অফিস স্থাপন এবং সৌর প্যানেল উৎপাদনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রাষ্ট্রদূত বলেন, ডিসেম্বরে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় চীনা সোলার প্যানেল নির্মাতা বিনিয়োগের সুযোগ অনুসন্ধানের জন্য বাংলাদেশ সফর করে।

রবিবার (১৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে এসব তথ্য জানা চীনের রাষ্ট্রদূত।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশকে একটি অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার অংশ হিসেবে চীনা কম্পানিগুলোকে তাদের উৎপাদন কারখানা এখানে স্থানান্তরের আমন্ত্রণ জানানোর পর তারা এ সফর করেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ সফরে আসা কম্পানিগুলোর মধ্যে লঙ্গিসহ অন্তত দুটি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে অফিস ও কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে চীনের রাষ্ট্রদূত বলেন, তারা শিগগিরই বাংলাদেশে বিনিয়োগ করবে। তিনি বলেন, চীনের একটি নিবেদিত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল শিগগিরই কাজ করবে বলে আশা করা হচ্ছে।

ইয়াও ওয়েন বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর চীনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী।

স্টকমার্কেটবিডি.কম///

রেলের অ্যাপ বা কাউন্টার থেকে টিকিট কেনার পরামর্শ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন ঈদুল-ফিতর উপলক্ষে ট্রেনযাত্রায় যাত্রী হয়রানি ও প্রতারণা এড়াতে বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অ্যাপ ব্যবহার করে অথবা সরাসরি কাউন্টার থেকে যাত্রীদের টিকিট কেনার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

গত ১৪ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনসমূহের টিকিট বিক্রি শুরু হয়েছে। বিপুল চাহিদার পরিপ্রেক্ষিতে কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান টিকিট কালোবাজারি করতে পারে। ক্ষেত্র বিশেষে বিভিন্ন আইডি থেকে কেনা টিকিট বেআইনিভাবে বিভিন্ন মাধ্যমে বিক্রির চেষ্টা করতে পারে।

এতে যাত্রী সাধারণের হয়রানি ও প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে।

এজন্য বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অ্যাপ (রেল সেবা) ব্যবহার করে কিংবা সরাসরি কাউন্টার থেকে টিকিট কেনার পরামর্শ দিয়েছে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে।

উল্লেখ্য, ঈদযাত্রায় (২৪ থেকে ৩০ মার্চ পর্যন্ত) একটি আইডি থেকে সর্বোচ্চ একবার চারটি টিকিট কেনা যাবে। এক্ষেত্রে আইডিধারী ব্যক্তির সহযাত্রীদের নামও ইনপুট দেওয়ার ব্যবস্থা রয়েছে।

অনুরূপভাবে ফেরত যাত্রার ক্ষেত্রেও (৩ থেকে ৯ এপ্রিল পর্যন্ত) একটি আইডি থেকে সর্বোচ্চ একবার চারটি টিকিট কেনা যাবে। ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অ্যাপ (রেল সেবা) এবং নির্ধারিত কাউন্টার ব্যতীত অন্য কোথাও ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে না।

কোনো যাত্রী বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অ্যাপ (রেল সেবা) এবং নির্ধারিত কাউন্টার ব্যতীত অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা স্থান থেকে টিকিট কিনলে তিনি নিশ্চিতভাবে প্রতারিত হবেন।

স্টকমার্কেটবিডি.কম///

সৌদি আরবে এক সপ্তাহে ২৪ হাজার প্রবাসী গ্রেফতার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাসস্থান, কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২৩,৮৬৫ জন প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অনলাইন আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে আটক প্রবাসীদের মধ্যে ১৬ হাজার ৬৪৪ জনকে আবাসিক আইন লঙ্ঘনের অপরাধে গ্রেফতার করা হয়েছে। ৩ হাজার ৮৯৬ জনকে অবৈধ উপায়ে সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা এবং ৩ হাজার ৩২৫ জনকে শ্রম-সম্পর্কিত বিধি লঙ্ঘনের অপরাধে গ্রেফতার করেছে পুলিশ।

আরব নিউজ জানিয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৪৩২ জনকে আটক করা হয়েছে। যাদের ৬৭ শতাংশ ইউথোপিয়, ২৯ শতাংশ ইয়েমেনি এবং ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এদের পাশাপাশি ৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় এবং ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করার অভিযোগে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রাজ্যে অবৈধ উপায়ে প্রবেশে যে সহায়তা করবে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১ মিলিয়ন রিয়াল জরিমানা দেয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম///

মার্চের ১৫ দিনে রেমিট্যান্স ১৬৫ কোটি ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি মার্চের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৫ কোটি ৬১ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ২০ হাজার ৩৭০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। রবিবার (১৬ মার্চ) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১১ কোটি চার লাখ ছয় হাজার ৬৬৬ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। ঈদে পরিবার-পরিজনের বাড়তি খরচের জন্য প্রবাসীরা রমজানে অর্থ পাঠানো বাড়িয়ে দেন।

আগেও বিভিন্ন সময়ে এমন ধারা দেখা গেছে। এবারো বাড়তি অর্থ পাঠানো অব্যাহত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের বছরের মার্চ মাসে গড়ে প্রতিদিন এসেছিল ছয় কোটি ৬৫ লাখ ৬৯ হাজার ডলার। চলতি বছরের ফেব্রুয়ারিতে গড়ে প্রতিদিন আসে ৯ কোটি দুই লাখ ৭২ হাজার ৮৫৭ ডলার।

এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ১৩ লাখ ৪০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ কোটি ২ লাখ ৪০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ১১৫ কোটি ১৬ লাখ ২০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ লাখ ডলার।

স্টকমার্কেটবিডি.কম////

করমুক্ত আয়সীমা ৪ লাখে উন্নীত করার সুপারিশ সিপিডির

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা তিন লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে চার লাখ টাকা করার সুপারিশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

রবিবার ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আগামী ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট সুপারিশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এ প্রস্তাব করেন।

তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ছে। এমন অবস্থায় স্বল্প আয়ের সুবিধা বঞ্চিত মানুষের স্বার্থ রক্ষা এখন খুব গুরুত্বপূর্ণ।

এ প্রেক্ষিতে ব্যক্তিগত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা থেকে বাড়িয়ে চার লাখ টাকা করা উচিত। যার প্রেক্ষিতে নিম্নআয়ের মানুষের ওপর মূল্যস্ফীতির প্রভাব কম থাকে।

বর্তমান ব্যক্তিশ্রেণির করদাতাদের ওপর ৫, ১০, ১৫, ২০ ও ২৫ শতাংশ হারে কর বসে। প্রথম সাড়ে তিন লাখ টাকার ওপর কর নেই।

স্টকমার্কেটবিডি.কম////

এ্যারামিট জেড থেকেএ ক্যাটাগরিতে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি এ্যারামিট লিমিটেডের ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার থেকে এই কোম্পানি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে শেয়ারবাজারে।

এই কোম্পানি সমাপ্ত অর্থবছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

উল্লেখ্য, ইতোমধ্যে বিনিয়োগকারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে এই লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

জেড থেকে বি ক্যাটাগরিতে কাসেম ইন্ডাস্ট্রিজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার থেকে এই কোম্পানি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে শেয়ারবাজারে।

এই কোম্পানি সমাপ্ত অর্থবছরে ১.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

উল্লেখ্য, ইতোমধ্যে বিনিয়োগকারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে এই লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা; ২য় স্থানে ওরিয়ন ইনফিউশন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৬৮ লাখ টাকা।

বিডিথাই এলুমিনিয়ামের ১১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শাইনপুকুর সিরামিকসের ১০ কোটি ৮৯ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ৫২ লাখ, লাভেলো আইসক্রিমের ১০ কোটি ৪০ লাখ, লিন্ডে বিডির ৯ কোটি ২৫ লাখ, গোল্ডেন হার্ভেষ্ট এগ্রোর ৯ কোটি ৩ লাখ, কাট্টালী টেক্সটাইলের ৮ কোটি ৭ লাখ ও বিচ হ্যাচারির ৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. স্কয়ার ফার্মা
  2. ওরিয়ন ইনফিউশন
  3. বিডিথাই এলুমিনিয়াম
  4. শাইনপুকুর সিরামিকস
  5. আলিফ ইন্ডাস্ট্রিজ
  6. লাভেলো আইসক্রিম
  7. লিন্ডে বিডি
  8. গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো
  9. কাট্টালী টেক্সটাইল
  10. বিচ হ্যাচারি।