ব্যাংক সংস্কারে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিপুল অঙ্কের বেনামি ঋণ এবং খেলাপি ঋণে বিপর্যস্ত দেশের ব্যাংক খাত পুনরুদ্ধারের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৫০ কোটি ডলার ঋণ পাওয়ার আশা করছে অন্তর্বর্তী সরকার। প্রথমবারের মতো আগামী মাসে ঋণ পাওয়ার আশা প্রকাশ করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে আলোচনা সম্পন্ন করা হয়েছে। কর্মকর্তারা বলেন, আমরা এডিবির সঙ্গে আলোচনা সম্পন্ন করেছি।

বাংলাদেশের আর্থিক খাত সংস্কারের কাজ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় ব্যাংকিং খাতে আরও সংস্কারের জন্য তহবিল সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশা করছি এপ্রিলে এডিবি বোর্ড সভায় বাজেটসহায়তা প্রস্তাবটি অনুমোদন পাবে এবং তারপরে দ্রুত একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হবে।

একই সঙ্গে কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার এবং তার সহযোগীরা ব্যাংকিং নিয়ম লঙ্ঘন করে, শত শত কোটি টাকা লুট করে বাংলাদেশের আর্থিক খাতকে ধ্বংস করে দিয়েছে। ব্যাংকিং খাতের অনাদায়ী ঋণ (এনপিএল) বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ স্তরে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ মোট ঋণের ২০.২০ শতাংশে পৌঁছেছে।

কর্মকর্তারা বলেন, বিপুল অঙ্কের খেলাপি ঋণ, আমানত ঘাটতি এবং কার্যক্রমে কেলেঙ্কারির কারণে কমপক্ষে এক ডজন বাণিজ্যিক ব্যাংককে রেডজোনে রাখা হয়েছে। ইআরডির আরেক কর্মকর্তা বলেন, এডিবি প্রদত্ত প্রস্তাবিত ৫০ কোটি ডলার ব্যাংকিংক্ষেত্র সংস্কার-নীতিভিত্তিক ঋণের উপকর্মসূচি-১ এর আওতায় থাকবে।

স্টকমার্কেটবিডি.কম///

আট মাসে ২৬.৭৯ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকে ধারাবাহিকভাবে সফলতা আসছে। একক বৃহত্তম বাজার মার্কিন যুক্তরাষ্ট্রে বড় সফলতার পর এবার বিশ্ববাজারেও তৈরি পোশাক রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। প্রধান প্রায় সব বাজারেই পোশাক রপ্তানিতে আয় বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ের জন্য দেশভিত্তিক রপ্তানি যে তথ্য প্রকাশ করেছে তাতে এসব তথ্য উঠে এসেছে।

ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি থেকে সারা বিশ্বে গড় প্রবৃদ্ধি হয়েছে ১০.৬৪ শতাংশ। একই সময়ে সারা বিশ্বে ২৬.৭৯ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। ইউরোপীয় ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে ভালো রপ্তানি আয় অব্যাহত রয়েছে। বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির ৫০.১০ শতাংশ যায় ইইউতে, যার মোট মূল্য ১৩.৪২ বিলিয়ন মার্কিন ডলার।

অর্থবছরের প্রথম আট মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৫.৬ বিলিয়ন মার্কিন ডলার, যা মোট শেয়ারের ১৮.৯১ শতাংশ। অন্যান্য দেশের মধ্যে কানাডার বাজারে রপ্তানি হয়েছে ৮৪৫ মিলিয়ন মার্কিন ডলারের পোশাক এবং বাজার শেয়ার ৩.১৬ শতাংশ। যুক্তরাজ্যের বাজারে পোশাক রপ্তানি হয়েছে ২.৯৩ বিলিয়ন মার্কিন ডলারের, যা বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির ১০.৯৪ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের আট মাসে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১১.৫৩ শতাংশ। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রবৃদ্ধি ১৬.৩৮ শতাংশ এবং কানাডায় প্রবৃদ্ধি ১৪.১২ শতাংশ। আর যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ৩.৭৪ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম///

এবার ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ঢাকার মর্তুজা

ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া ১০ লাখ টাকার চেক ক্রেতা আলী মর্তুজার হাতে তুলে দেন চিত্রনায়ক আমিন খান।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সুপারব্র্যান্ড ওয়ালটনের রেফ্রিজারেটর কিনে মিলিয়নিয়ার হয়েছেন আরও একজন। তিনি হলেন রাজধানীর শনির আখড়ায় তুষারধারা আবাসিক এলাকার বাসিন্দা আলী মর্তুজা। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ি আলী মর্তুজা ওয়ালটনের কাছ থেকে পেয়েছেন ১০ লাখ টাকা। এর আগে দেশজুড়ে চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এ ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির এবং নেত্রকোণার কৃষক খোকন মিয়া।

শনিবার (১৫ মার্চ, ২০২৫) দুপুরে শনিরআখড়ার নয়াপাড়া এলাকায় ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ‘ইলেক্ট্রো ভিশন’ এ আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সৌভাগ্যবান ক্রেতা মর্তুজার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ।

উল্লেখ্য, আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে ‘দেশজুড়ে তোলপাড়, ওয়ালটন পণ্য কিনে হতে পারেন আবারো মিলিয়নিয়ার’ স্লোগানে সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২। এর আওতায় চলতি বছরের ঈদুল আযহা পর্যন্ত দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান ক্রেতাদের জন্য রয়েছে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ। এছাড়াও আছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ নিশ্চিত উপহার।
এই ক্যাম্পেইনের আওতায় চলতি মাসের ৮ তারিখ শনির আখড়ায় ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ‘ইলেক্ট্রো ভিশন’ থেকে ৪৬ হাজার ৭০০ টাকা দিয়ে একটি ফ্রিজ কেনেন মর্তুজা। ফ্রিজটি কেনার পর তার নাম, মোবাইল নাম্বার এবং ক্রয়কৃত ফ্রিজের মডেল নাম্বার ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। এর কিছুক্ষণ পরেই তার মোবাইলে ওয়ালটনের কাছ থেকে ১০ লাখ টাকা পাওয়ার একটি মেসেজ যায়। ঈদের আগে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ায় আনন্দের জোয়ারে ভাসছেন ১ ছেলে ও ১ মেয়ের বাবা মর্তুজা।

অনুষ্ঠানে আলী মর্তুজা বলেন, ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়া পাবো এটা কখনো ভাবনায় ছিলো না। অনেক কোম্পানি ক্রেতাকে দেয়া কথা রাখে না। ওয়ালটন সেখানে ব্যতিক্রম। সেজন্য ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ।
চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর মনিরুল হক মনা, ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মুস্তাফিজুর রহমান এবং ইলেক্ট্রো ভিশন শোরুমের স্বত্ত্বাধিকারী কাজী বেলায়েত হোসাইন প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম///

গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের গ্রীণডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের দুই উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিমাটির পরিচালক এম মহিবুর রহমান ৫ লাখ ৯৩ হাজার ৬৭৫টি শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে এঞ্জন জে চৌধুরী নামে আরেক পরিচালক ৫ লাখ ৯৩ হাজার ৬৭৫টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেটে তারা এসব শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ইষ্টার্ণ ব্যাংকের বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান গ্লােবাল ইসলামী ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ করে আগামী ২৪ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা দুইটায় রাজধানীর গুলশানে অবস্থিত ব্যাংকটির নিজস্ব কার্যালয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এর আগে বোর্ড সভাটি ২০ মার্চ আহবান করা হয়েছিল।

এ বোর্ড সভায় ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২৪ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় ব্যাংকটির গতবছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ঘোষণা করা হবে।

শেয়ারবাজারে তালিকাভুক্তির পরে ব্যাংকটি এই বছরই প্রথম লভ্যাংশ ঘোাষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি