অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ছে মুন্নু জুট স্টাফলারসের। সম্প্রতি দরবাড়ার কারণ জানতে চায়লে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)কে দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, সামান্য উত্থান পতনের মধ্য দিয়ে গত ১৩ কার্যদিবসে মুন্নু জুট স্টাফলারসের শেয়ার দর বেড়েছে ৫২ টাকা বা ১৯ শতাংশ। গত ৯ নভেম্বর শেয়ারটির সর্বশেষ দর ছিল ২৭৪.১ টাকা এবং ২৬ নভেম্বর তা ৩২৬.১ টাকায় লেনদেন হয়।
বৃহস্পতিবার আগের দিনের চেয়ে ২.৯ টাকা বা ০.৮৯ শতাংশ দর বেড়ে শেয়ারটি সর্বশেষ ৩২৯ টাকায় লেনদেন হয়েছে।
গত ২ নভেম্বর প্রকাশিত তৃতীয় প্রান্তিকের (জুলাই’১৪-সেপ্টেম্বর’১৪) আর্থিক প্রতিবেদন অনুযায়ী মুন্নু জুট স্টাফলারসের কর পরবর্তী মুনাফা হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ০.৪৮ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৭ লাখ ৫০ হাজার টাকা ও ১.৮৮ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এআর