শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমাখাতের কোম্পানি কন্টিনেটাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ৫ শতাংশ বোনাস শেয়ার বিও একাউন্টে জমা করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ২০ জুলাই অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা বোর্ড।
গত ২৬ জুলাই বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের স্ব স্ব বিও একাউন্টে ৫ শতাংশ বোনাস শেয়ার জমা করা হয়েছে। আর কোম্পানিটি ৫ নগদ লভ্যাংশ প্রদান করেছে।
ক্যাশ ডিভিডেন্ট ওয়ারেন্টস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্ব স্ব শেয়ারহোল্ডারদের ঠিকানায় পাঠানো হয়েছে। গত ২০ জুলাই কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আর কোম্পানিটির রেকর্ড ছিল ৪ জুলাই।
স্টকমার্কেটবিডি.কম/মোদক