সাউথইস্ট ব্যাংকের ২,২০০ কোটি টাকার রাইট আবেদনে সাড়া দেয়নি বিএসইসি

bsecনিজস্ব প্রতিবেদক :

মূলধন সক্ষমতা বৃদ্ধির জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সভায় কোম্পানিটির রাইট আবেদনের বিষয়টি পর্যালোচনা করে এ নেয়। এর আগে গত ১৪ জুন কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর জন্য বিএসইসিতে আবেদন করেছিল।

ব্যাংকটির অনুমোদিত মুলধন দেড় হাজার কোটি টাকা আর পরিশোধিত মূলধন ৯১৬ কোটি ৯৫ লাখ টাকা। কোম্পানিটি ব্যাংকের মূলধন সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যাসেল টু এর শর্ত পূরণ করতে চায়।

জানা গেছে, কোম্পানিটি ১:২ অনুপাতে (২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট) শেয়ার ইস্যু করতে আবেদন করেছিল। ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ২.৫০ টাকা প্রিমিয়াম মিলে সাড়ে ১২ টাকায় রাইট শেয়ার পাবে বিনিয়োগকারীরা।

বর্তমানে ব্যাংকটির আউটস্ট্যান্ডিং শেয়ারের সংথ্যা ৯১ কোটির উপরে। এহিসাবে ১৮৩ কোটি ৯০ লাখ রাইট শেয়ার হবে। ১২ টাকায় এর বাজারদর হতো ২,২০০ কোটি ৬৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *