ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড-এর ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার প্রতিষ্ঠানটির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লে: জেনারেল এম. নুর উদ্দিন খান পিএসসি (অব:) সভাপতিত্ব করেন।
সভায় ২০১৮ সালের নিরীক্ষিত হিসাব, বার্ষিক প্রতিবেদন ও উক্ত বছরের জন্য প্রতিটি ১০ টাকার শেয়ারের বিপরীতে ২৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য জেয়াদ রহমান, কাজী ফজলুর রহমান, মোহাম্মদ শামস্-উল ইসলাম,
সালাহ্উদ্দিন আহমদ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান এসিআইআই (ইউকে) উপস্থিত ছিলেন।
স্টকমার্কেটবিডি.কম/