করোনাযুদ্ধে প্রাণ হারানো পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে ওয়ালটন গ্রুপ।
অনুদানের টাকা বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের হাতে তুলে দেন ওয়ালটন গ্রুপের প্রতিনিধি।
এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাণ হারানো ১৪ পুলিশ সদস্যের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হয়।
করোনাযুদ্ধে পুলিশের অসামান্য অবদানের কথা উল্লেখ করে ওয়ালটন গ্রুপের প্রতিনিধি বলেন, বাংলাদেশ পুলিশের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত। পুলিশের পাশে দাঁড়ানোর জন্য ওয়ালটন গ্রুপের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আইজিপি।
স্টকমার্কেটবিডি.কম/