স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২০৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯০ কোটি ৯৫ লাখ টাকার।
বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির লেনদেন হয়েছে ৮৫ কোটি ৫৯ লাখ টাকার।
এই তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৫৫ কোটি ৬০ লাখ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৪৯ কোটি ৪১ লাখ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৪৮ কোটি ৮৯ লাখ, বেক্সিমকো ফার্মার ৪৫ কোটি ২৯ লাখ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৪৫ কোটি ২ লাখ, লংকাবাংলা ফাইন্যান্সের ৪৪ কোটি ৩১ লাখ, লাফার্জহোলসিম বিডির ৪৩ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/