ইভ্যালির লেনদেনের তথ্য দিতে বিকাশ-নগদকে নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনের ব্যাংক হিসাবে ২৮ লাখ টাকার উৎস সংক্রান্ত তথ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) সরবরাহ করতে বিকাশ ও নগদের ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সেশন জজ কেএম ইমরুল কায়েশের আদালতে মামলাটির তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার দাস আর্থিক লেনদেনের তথ্য সরবরাহে আদালতের নির্দেশনা চেয়ে আবেদন করেছিলেন।

তদন্তকারী কর্মকর্তা আবেদনপত্রে উল্লেখ করেন, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলাটির বাদী এবং ইভ্যালির গ্রাহক মোহাম্মদ আলমগীর হোসেন ইলেকট্রনিক সামগ্রী কেনার জন্য ২০২০ সালের ১ জানুয়ারি থেকে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিকাশ ও নগদের মাধ্যমে ২৮ লাখ টাকা পরিশোধ করেছেন। কিন্তু আসামিরা পণ্য সরবরাহ করেনি। যে কারণে বিকাশ ও নগদের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য তদন্তের স্বার্থে প্রয়োজন।

গত বছরের ৩০ সেপ্টেম্বর রাসেল, তার স্ত্রী ও ইভ্যালির চেয়ারম্যান শামীমা এবং অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে বাড্ডা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই বছরের ১৬ সেপ্টেম্বর র‌্যাব রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাসেল-শামীমা দম্পতির বাড়িতে অভিযান চালায় এবং আটক করে। পরবর্তীতের তাদের গ্রেপ্তার দেখানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *