ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (২৫ জানুয়ারি) আগাঁরগায়ে অবস্থিত প্রধান অফিসে কমিশনের ৮৫৩তম নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
সূত্রে জানা যায়, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে শেয়ারবাজারে ১.৬ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। বিমাটি ১০ টাকা ইস্যু মূল্যে আইপিও শেয়ার ইস্যু করবে।
উত্তোলিত অর্থ দিয়ে বিমাটি সরকারী ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট, শেয়ারবাজারে বিনিয়োগ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।
৩০ জুন ২০২২ এর আর্থিক বিবরণী অনুযায়ী বিমাটির উদ্বৃত্ত রয়েছে ৭৩ লাখ ২০ হাজার কোটি।
বিমাটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিএমএসএল ইনভেষ্টমেন্ট লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/জেড