পদত্যাগ করলেন বিএফআইইউ প্রধানসহ ৪ শীর্ষ কর্মকর্তা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কেন্দ্রীয় ব্যাংকের দুই ডেপু‌টি গভর্নর, আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ-র প্রধান ও নীতি উপদেষ্টা পদত্যাগ ক‌রে‌ছেন। আজ সোমবার (১২ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বরাবর পদত্যাগের চি‌ঠি দি‌য়ে‌ছেন তারা। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সং‌শ্লিষ্ট কর্মকর্তা এতথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

পদত্যাগ করা শীর্ষ কর্মকর্তারা হচ্ছেন, ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান, ডেপুটি গভর্নর-৩ খুরশিদ আলম, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মাসুদ বিশ্বাস ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আব ফারাহ মো. নাসের।

এর আগে, শীর্ষ কর্মকর্তাদের দুপুর একটার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পক্ষে এসব আল্টিমেটাম দেন মহিউদ্দিন রনি। এর পর একে একে পদত্যাগ ক‌রেন চার শীর্ষ কর্মকর্তা।

মহিউদ্দিন রনি বলেন, গত ৪ আগস্ট বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান ইডিএফ ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন।

তাদের এই দোসরা যদি কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্বে থাকেন তাহলে এভাবে দেশের অর্থ আরো লুটপাট হবে। পাশাপাশি তাদের হাতে টাকা গেলে তারা মানুষ এবং অস্ত্র কিনবেন। যার মাধ্যমে দেশ অস্থিতিশীল হয়ে উঠবে।
এজন্য দুপুর একটার মধ্যে চার কর্মকর্তাকে পদত্যাগ করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *