এক্সিম ব্যাংকের বোর্ড ভেঙে পুনর্গঠন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসরকারি খাতের এক্সিম ব্যাংক বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসির পরিচালনা বোর্ড ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে তিনজন শেয়ারহোল্ডারসহ ৫ পরিচালক নিয়োগ দিয়ে পরিচালনা পর্ষদের নতুন বোর্ড গঠন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক আদেশে বৃহস্পতিবার ব্যাংকটির বোর্ড বাতিল করা হয়। একই আদেশে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

পাঁচ সদস্যের নতুন পরিচালনা বোর্ড আছেন- উদ্যোক্তা পরিচালক নজরুল ইসলাম স্বপন, নূরুল আমিন ও অঞ্জন কুমার সাহা। আর স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস এম রেজাউল করিম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খন্দকার মামুনকে।

নতুন বোর্ড গঠনের মাধ্যমে দীর্ঘদিনের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাছরিন ইসলামকে সরিয়ে দেওয়া হলো। বিগত সরকারের সময়ে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তিনি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন ‘বিএবি’র চেয়ারম্যানের পদ দখলে রাখেন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *